বুধবার, ১৩ জুন, ২০১২

স্পর্শ ছাড়াই ‘লিপ’ জাদু !

স্পর্শ ছাড়া কেবল আঙুলের ইশারায় কম্পিউটার নিয়ন্ত্রণের জন্য ইউএসবি সদৃশ নতুন একটি ডিভাইস তৈরি করেছে সানফ্রান্সিসকো-ভিত্তিক প্রতিষ্ঠান লিপ মোশন।
জেশ্চার প্রযুক্তি বা অঙ্গভঙ্গি শনাক্তকারী এই ডিভাইসটির নাম ‘লিপ’। এক খবরে হাফিংটন পোস্ট জানিয়েছে, ইউএসবি সদৃশ লিপ ডিভাইসটিকে কম্পিউটারে যুক্ত করা হলে দূর থেকে হাতের ইশারায় কম্পিউটার চালানো যাবে।
উল্লেখ্য, এ ধরনের প্রযুক্তি টম ক্রুজ অভিনীত স্টিভেন স্পিলবার্গ পরিচালিত ‘মাইনরিটি রিপোর্ট’ চলচ্চিত্রে দেখানো হয়েছিল।
জেশ্চার বা অঙ্গভঙ্গি ব্যবহার করে কম্পিউটার চালনার ধারণা অবশ্য একেবারে নতুন নয়। এক্সবক্স কাইনেক্ট ও নিনটেনডো উয়ি গেম কনসোলে এই প্রযুক্তি রয়েছে। লিপ মোশন জানিয়েছে, গেম কনসোলের ক্ষেত্রে স্ক্রিনের ওপরে সেন্সর রাখতে হয়। কিন্তু লিপ ডিভাইসটি ইউএসবির ডিভাইসের মতো কম্পিউটার বা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগিয়ে দিলেই চলবে। ছোট এই ডিভাইসটি নিখুঁতভাবে প্রতিটি অঙ্গভঙ্গি শনাক্ত করতে সক্ষম বলেই লিপ মোশনের দাবি।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন