বুধবার, ১৩ জুন, ২০১২

ফেসবুকে বাংলাদেশ ৫৫তম

বর্তমানে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ২৪ লাখ ৬৯ হাজার ৭৬০ জন। ফেসবুক ব্যবহারকারীর হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ৫৫তম। লন্ডনভিত্তিক সামাজিক যোগাযোগের তথ্য বিশ্লেষক প্রতিষ্ঠান সোশ্যালবেকার্স এক জরিপে এ তথ্য জানিয়েছে।
সোশ্যালবেকার্সের তথ্য অনুসারে, গত ছয় মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহার ৪ শতাংশ হারে বেড়েছে। সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ১৮ থেকে ২৪ বছর বয়সীরা। এই বয়সী ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বাংলাদেশে দ্রুত বাড়ছে। মোট ফেসবুক ব্যবহারকারীর অর্ধেক অংশই এই বয়সী। এ ছাড়া বাংলাদেশে ২৫ থেকে ৩৪ বছর বয়সী ফেসবুক ব্যবহারকারী ৩০ শতাংশ এবং দেশে মোট ফেসবুক ব্যবহারকারীর ৭৭ শতাংশ পুরুষ ও ২৩ শতাংশ নারী।
উল্লেখ্য, বিশ্বে সবচেয়ে সবচেয়ে বেশি নারী ফেসবুক ব্যবহারকারীর দেশ বুলগেরিয়া। দেশটির ফেসবুক ব্যবহারকারীর ৫২ শতাংশই নারী।
১৫ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারীর দেশ হিসেবে প্রথম অবস্থানটি যুক্তরাষ্ট্রের। এর পরের অবস্থানেই রয়েছে ব্রাজিল ও ভারত। এদিকে সোশ্যালবেকার্সের তথ্য অনুসারে ফেসবুক ব্যবহারের শীর্ষে ছুঁতে দ্রুত ছুটছে ভারত। ২০১৫ সাল নাগাদ যুক্তরাষ্ট্র ও ব্রাজিলকে পেছনে ফেলে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারীর হিসেবে শীর্ষস্থানে চলে যাবে দেশটি। ভারতে রয়েছে ফেসবুকের চার কোটি ৬৩ লাখ ব্যবহারকারী।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন