বুধবার, ১৩ জুন, ২০১২

নেপোলিয়ন আইনস্টাইন!

একজন ইতিহাসে অমর হয়ে আছেন শৌর্য-বীরত্বের জন্য। আরেকজন ক্ষুরধার মস্তিষ্কের জন্য। ‘আইনস্টাইন’ শব্দটি হয়ে উঠেছে মেধা আর বুদ্ধিমত্তার চরম উৎকর্ষের সমার্থক, নেপোলিয়ন যেমন বীরত্বের সমার্থক। তো আলবার্ট আইনস্টাইনের মস্তিষ্ক, আর নেপোলিয়ন বোনাপার্টের শৌর্য যদি থাকে কোনো একজনের মাঝেই! এর চেয়ে আদর্শ কিছু হয়তো হয় না। কিন্তু ক্রিকেটে অন্তত এই দুয়ের যোগফল শূন্য! যদি তা-ই না হতো, নেপোলিয়ন আইনস্টাইনের নামটা আপনি অবশ্যই শুনতেন। ভিরমি খাবেন না, নেপোলিয়ন আইনস্টাইন ভারতের একজন ক্রিকেটারের নাম! ডানহাতি ওপেনার খেলেছেন ২০০৮ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী বিরাট কোহলির ভারতীয় দলে। ২০০৯ আইপিএলে ছিলেন চেন্নাই সুপার কিংসের স্কোয়াডেও। ২০০৭ সালে রঞ্জি ওয়ানডে ট্রফিতে অভিষেকেই তামিলনাড়ুর হয়ে করেছিলেন ৯২, মুরালি বিজয়ের সঙ্গে ২০৫ রানের উদ্বোধনী জুটি!
নামেই ফুটে উঠেছে তাঁর পারিবারিক আবহ। মা পদার্থবিদ্যার শিক্ষক। আর দাদা তো ছিলেন বিজ্ঞানীই। বিজ্ঞানী দাদুমহাশয় আলবার্ট আইনস্টাইনকে একটা চিঠি লিখেছিলেন এবং সেটার জবাবও পেয়েছিলেন স্বয়ং আইনস্টাইনের কাছ থেকে! আইনস্টাইন নামটার কারণ খুঁজতে তাই সমস্যা হওয়ার কথা নয়। নেপোলিয়ন নামের পেছনে অবশ্য কোনো গল্প নেই। বাবার নাম নেপোলিয়ন, উত্তরাধিকার সূত্রে পেয়ে গেছেন এই নাম। বিজ্ঞানী দাদু ছেলের নাম নেপোলিয়ন কেন রেখেছিলেন, এটা যদিও গবেষণার বিষয়! আমাদের দুর্ভাগ্য, এমন নামের একজন ক্রিকেটের জগতে জমি খুঁজে পাননি। ২০০৭ সালে ঘরোয়া দুটি এক দিনের ম্যাচই হয়ে আছে তাঁর পুরো ক্যারিয়ার!Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন