সোমবার, ১৬ জুলাই, ২০১২

টিপস

নিজের ছবির স্কেচ
স্বয়ংক্রিয়ভাবে নিজের ছবির পেনসিল স্কেচ তৈরি করা যায় ‘ইনস্ট্যান্ট ফটো স্কেচ’ নামের একটি সফটওয়্যার দিয়ে। মাত্র ৫ মেগাবাইটের সফটওয়্যারটি http://goo.gl/ks6I3 ঠিকানা থেকে নামিয়ে নিন। সফটওয়্যারটি ইনস্টল করার পর চালু করুন। এখন file/open অপশন থেকে যে ছবিটির স্কেচ তৈরি করতে চান সেটি নির্বাচিত করুন। এরপর create sketch বাটনে ক্লিক করলে স্বয়ংক্রিয়ভাবে ছবিটির স্কেচ তৈরি হয়ে যাবে। স্কেচ করা ছবিটি file/save-এ গিয়ে সেভ করতে হবে।

পাসওয়ার্ডের নিরাপত্তায়!

সম্প্রতি ইয়াহু থেকে ৫০ হাজার, লিংকডইন থেকে ৬০ লাখ আর এনভিডিয়া থেকে ৪ লাখ পাসওয়ার্ড চুরি করে নিয়েছে হ্যাকাররা। ইন্টারনেটে বিভিন্ন অ্যাকাউন্টের তথ্য চুরির ঘটনা প্রায়শই ঘটছে। ইন্টারনেট নিরাপত্তা-বিশেষজ্ঞরা ইন্টারনেটে তথ্য হ্যাক হয়ে যাওয়ার এ ঘটনায় সবাইকে সতর্ক থাকার এবং বিভিন্ন ওয়েবসাইটে জটিল পাসওয়ার্ড ব্যবহার করার পরামর্শ দিয়েছেন।
পাশাপাশি বিভিন্ন অ্যাকাউন্টের পাসওয়ার্ড হালনাগাদ করা এবং একই পাসওয়ার্ড সব ধরনের অ্যাকাউন্টে ব্যবহার না করারও পরামর্শ দিয়েছেন তাঁরা। এ প্রসঙ্গে কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফির কম্পিউটার-বিশেষজ্ঞরা ১০টি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।
১. প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা আলাদা পাসওয়ার্ড ব্যবহার করুন।
২. কোনো ডিভাইস থেকে ইন্টারনেট ব্যবহার শেষ হলে তা অবশ্যই লগ-অফ করুন।
৩. হালনাগাদ অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করুন ও কি লগার্স এড়িয়ে চলুন।
৪. নিজের নিয়ন্ত্রণ থাকে না এমন কম্পিউটার বা সাইবার ক্যাফেতে পাসওয়ার্ড ব্যবহারের বিষয়ে সতর্ক থাকুন।
৫. কারও সঙ্গে পাসওয়ার্ড বিনিময় করবেন না, বা কাউকে নিজের পাসওয়ার্ড জানাবেন না।
৬. বছরে অন্তত একবার পাসওয়ার্ড পরিবর্তন করুন।
৭. সহজে মনে রাখা সম্ভব অথচ অনুমানযোগ্য নয় এমন পাসওয়ার্ড নির্বাচন করুন।
৮. কমপক্ষে আট সংখ্যার পাসওয়ার্ড বেছে নিন। এ ক্ষেত্রে সংখ্যা ও অক্ষরের সমন্বয় করুন।
৯. সহজে পাসওয়ার্ড মনে রাখার জন্য সূত্র হিসেবে কোনো কবিতার লাইন বা কোনো শব্দগুচ্ছ মনে রাখুন।
১০. পাসওয়ার্ড শক্তিশালী কি না তা পরীক্ষা করুন। যে অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিচ্ছেন তাতে যদি পাসওয়ার্ড বিশ্লেষণ করার পদ্ধতিটি থাকে তবে সেখানে দেখানো নিয়ম মেনে পাসওয়ার্ড নির্বাচন করুন।

বাংলাদেশের জনসংখ্যা ১৫ কোটির বেশি

বাংলাদেশের জনসংখ্যা এখন ১৫ কোটিরও বেশি। পঞ্চম আদমশুমারি ও গৃহ গণনা ২০১১-এর প্রকাশিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা গেছে। আজ সোমবার আদমশুমারির চূড়ান্ত ফলাফল রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পেশ করা হয়।
বর্তমানে দেশের জনসংখ্যা ১৫ কোটি ২৫ লাখ ১৮ হাজার ১৫ জন। মোট জনসংখ্যার মধ্যে পুরুষ সাত কোটি ৬৩ লাখ ৫০ হাজার ৫১৮ এবং নারীর সংখ্যা হচ্ছে সাত কোটি ৬১ লাখ ৬৭ হাজার ৪৯৭ জন। জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে ১ দশমিক ৩৭ শতাংশ। বাসস।