মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

আপনার কম্পিউটার অটো shutdown হবে, time ফিক্সড করে দিয়ে আরামছে ঘুমিয়ে পড়ুন।

স্টার্ট মেনু থেকে run অপশন ওপেন করুন, তারপর নিচের লিখাগুলো কপি করে পেস্ট করুন...........
shutdown.exe -s -t120
লক্ষ করুন এখানে সময়টা নির্ধারণ করা হয়েছে সেকেন্ড হিসেবে, মানে আপনি সময় যাই ফিক্সড করেন ওটা করতে হবে সেকেন্ড হিসেবে। এখানে t এর পরে যা দেখতেছেন তাহাই হল সময়,
আমি আমার কম্পিউটার ২ মিনিট পরে বন্ধ করতে চাচ্ছি তাই আমি ১২০ সেকেন্ড দিলাম।
ব্যাস আপনার কাজ শেষ, এবার আরামছে ঘুমিয়ে পড়ুন।

!! কম্পিউটার ম্যাজিক ট্রিক্স না দেখলে মিস করবেন !!

আপনার PC থাকলে এই মজার ট্রিক্স গুলো করে দেখুন! :lol:
ম্যাজিক নং ১
==> চেষ্টা করে দেখুন তো আপনার কম্পিউটারে “CON” নামে কোনো ফোল্ডার বানাতে পারেন কিনা! :P
==> এই শব্ধ গুলো দিয়েও চেষ্টা করুন :
AUX, PRN, CLOCK$, COM, LPT1, LPT2, LPT3, COM2, COM3, COM4, nul *lol*
ম্যাজিক নং ২   
i) নোট প্যাড খুলুন
ii) টাইপ করুন
Bush hid the facts
iii) সেভ করুন
iv) Close করুন এবং পুনরায় ওপেন করে দেখুন!
ম্যাজিক নং ৩
i)মাইক্রোসফট ওয়ার্ড খুলুন
ii) এটি লিখুন :
=rand (200, 99)
iii) এন্টার চাপুন!

আসুন দেখি আপনার কম্পিউটার ছেলে নাকি মেয়ে

এটি একটি মজাদার ট্রিক।  আর মাধ্যমে আওনি জানতে পারবেন আপনার কম্পিউটার পুরুষ নাকি মহিলা।
মোটামুটি সব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি  কাজ করে। তাই শুরু করা যাক ।
১. নোটপ্যাড খুলুন  এবং নিম্নলিখিত কোড পেস্ট করুন
 CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"
২. ফাইলটি “gender.vbs”  নামে সেভ  করুন ।
৩.  এখন, ফাইলটি ওপেন করুন
৪. আপনি পুরুষ ভয়েস শুনতে পান, তাহলে আপনার কম্পিউটারে পুরুষ এবং আপনি মহিলা ভয়েস শুনতে পান তাহলে আপনার কম্পিউটার মহিলা ।
আমার কম্পিউটার হইল women।