সোমবার, ১৮ জুন, ২০১২

শীর্ষে আইবিএমের সুপার কম্পিউটার

যুক্তরাষ্ট্র আরও একবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের দেশের তালিকার শীর্ষস্থানটি দখল করল। গত বছর এই তালিকার শীর্ষস্থানটি দখল করেছিল জাপান। তার আগের বছর চীন। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) বিশ্বের সবচেয়ে দ্রুতগতির সুপার কম্পিউটার তৈরি করেছে। এই কম্পিউটার গত বছর তৈরি জাপানের ফুজিৎসু কোম্পানির তৈরি সুপার কম্পিউটার কে কম্পিউটারের চেয়ে অনেক বেশি দ্রুতগতিসম্পন্ন।
আইবিএমের তৈরি সিকিউওইয়া নামের সুপার কম্পিউটারটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জ্বালানি দপ্তরের লরেন্স লিভারমোর ন্যাশনাল ল্যাবরেটরিতে স্থাপন করা হয়েছে। এর রয়েছে গণনা করার অসাধারণ ক্ষমতা।৬৭০ কোটি মানুষ ক্যালকুলেটর ব্যবহার করে ৩২০ বছরে যে পরিমাণ হিসাব করতে সক্ষম, সিকুইয়া মাত্র এক ঘণ্টায় সে হিসাব সম্পন্ন করতে পারে সিকিউওইয়া জাপানের কে কম্পিউটারের চেয়ে ১ দশমিক ৫৫ গুণ বেশি দ্রুতগতির। এটি ১৫ লাখেরও বেশি প্রসেসর ব্যবহার করছে। সে তুলনায় কে কম্পিউটার অর্ধেকেরও কম প্রসেসর ব্যবহার করছে।বর্তমানে যুক্তরাষ্ট্র ছাড়াও চীন, জার্মানি, ফ্রান্স, জাপান ও ইতালিতে সুপার কম্পিউটার রয়েছে। গত বছর চীনের তৈরি তিয়ানহে-১ নামের সুপার কম্পিউটারকে পেছনে ফেলে শীর্ষত্ব অর্জন করে জাপানের কে কম্পিউটার।