সম্প্রতি জার্মানির গবেষকেরা `অ্যারোগ্রাফাইট' নামে পৃথিবীর সবচেয়ে হালকা বস্তু উদ্ভাবনের দাবি করেছেন।
ধোঁয়ার কুণ্ডলী সদৃশ বস্তুটি বাতাসের চেয়েও হালকা। অ্যারোগ্রাফাইটের ৯৯.৯ ভাগই বাতাস আর প্রতি ঘন সেন্টিমিটারে উপাদানের ঘনত্ব ২ মিলিগ্রামেরও কম। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।
`অ্যারোগ্রাফাইট' উদ্ভাবনের আগে ২০০৬ সালে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) -এর গবেষকেরা ধূমকেতুর ধূলিকণার নমুনা ব্যবহার করে গবেষকেরা `অ্যারোজেল' নামে বিশ্বের সবচেয়ে হালকা পদার্থ উদ্ভাবনের দাবি করেছিলেন।
এরপর ২০১১ সালের নভেম্বর মাসে `চ্যাম্পিয়ন' নামে বিশ্বের সবচেয়ে হালকা বস্তু বা কাঠামো উদ্ভাবনে সফলতার দাবি করেছিলেন মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)-এর গবেষকরা। গবেষকদের দাবি ছিল, `চ্যাম্পিয়ন' বাতাসের চেয়েও হালকা, তাই ড্যানডেলিয়ন ফুলের ওপর এটি রাখলেও ফুলে তেমন কোনো চাপ পড়ে না, তা অক্ষতই থাকে। আইফেল টাওয়ার সদৃশ বস্তুটির ৯৯.৯৯ ভাগই বাতাস পূর্ণ; যা মানুষের একটি চুলের ১ হাজার ভাগের এক ভাগ পুরুত্বের।
জার্মানির ইনস্টিটিউট ফর কম্পোজিট ম্যাটেরিয়ালসের গবেষকেরা দাবি করেছেন, অ্যারোগ্রাফাইটই এখন পর্যন্ত সবচেয়ে হালকা উপাদান, যা এর ওজনের ৪ হাজার গুন বেশি ভর বহন করতে সক্ষম।
গবেষকেরা আশা করছেন, অ্যারোগ্রাফাইট বিদু্যত্ পরিবাহী হওয়ায় খুব পাতলা ব্যাটারি তৈরিতে এই উপাদানটি কাজে লাগবে।
ধোঁয়ার কুণ্ডলী সদৃশ বস্তুটি বাতাসের চেয়েও হালকা। অ্যারোগ্রাফাইটের ৯৯.৯ ভাগই বাতাস আর প্রতি ঘন সেন্টিমিটারে উপাদানের ঘনত্ব ২ মিলিগ্রামেরও কম। এক খবরে এ তথ্য জানিয়েছে হাফিংটন পোস্ট।
`অ্যারোগ্রাফাইট' উদ্ভাবনের আগে ২০০৬ সালে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (নাসা) -এর গবেষকেরা ধূমকেতুর ধূলিকণার নমুনা ব্যবহার করে গবেষকেরা `অ্যারোজেল' নামে বিশ্বের সবচেয়ে হালকা পদার্থ উদ্ভাবনের দাবি করেছিলেন।
এরপর ২০১১ সালের নভেম্বর মাসে `চ্যাম্পিয়ন' নামে বিশ্বের সবচেয়ে হালকা বস্তু বা কাঠামো উদ্ভাবনে সফলতার দাবি করেছিলেন মার্কিন সরকারের ডিফেন্স অ্যাডভান্সড রিসার্চ প্রজেক্টস এজেন্সি (ডারপা)-এর গবেষকরা। গবেষকদের দাবি ছিল, `চ্যাম্পিয়ন' বাতাসের চেয়েও হালকা, তাই ড্যানডেলিয়ন ফুলের ওপর এটি রাখলেও ফুলে তেমন কোনো চাপ পড়ে না, তা অক্ষতই থাকে। আইফেল টাওয়ার সদৃশ বস্তুটির ৯৯.৯৯ ভাগই বাতাস পূর্ণ; যা মানুষের একটি চুলের ১ হাজার ভাগের এক ভাগ পুরুত্বের।
জার্মানির ইনস্টিটিউট ফর কম্পোজিট ম্যাটেরিয়ালসের গবেষকেরা দাবি করেছেন, অ্যারোগ্রাফাইটই এখন পর্যন্ত সবচেয়ে হালকা উপাদান, যা এর ওজনের ৪ হাজার গুন বেশি ভর বহন করতে সক্ষম।
গবেষকেরা আশা করছেন, অ্যারোগ্রাফাইট বিদু্যত্ পরিবাহী হওয়ায় খুব পাতলা ব্যাটারি তৈরিতে এই উপাদানটি কাজে লাগবে।