বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

ছোট্ট টিপসঃ-কিভাবে ওয়ার্ড এর নিচে ডাবল আন্ডার লাইন দিবেন।।

প্রথমে এম এস ওয়ার্ডটি খুলে আপনার কাঙ্খিত লেখাটি টাইপ করুন।

এবার ঐ লেখার উপরে  ব্লক করুন।
লেখা ব্লক করবেন যেভাবেঃ-ctrl+a চাপুন তাহলে লেখা ব্লক হয়ে যাবে।
এবার ডাবল আন্ডার লাইন দিবেন যেভাবেঃctrl+shift+d এক সাথে চাপলে হয়ে যাবে।
ধন্যবাদ
নিচে চিত্রে দেখুন

***** মাত্র ২০ মেগাবাইট একটি সফটওয়্যার দিয়ে ওপেন করুন প্রায় সব ফরমেট এর ফাইল ***** সাথে রয়েছে মিনি টিউনঃ গুগল ক্রোম দিয়ে ওপেন করুন আপনার কম্পিউটারের pdf ও mp3 ফাইল *****

আমরা গান শোনা ,ছবি দেখা ,বিভিন্ন ফরম্যাটের ডকুমেন্ট ওপেন করার জন্য বিভিন্ন ধরণের সফটওয়্যার ইন্সটল করে থাকি । বেশী সফটওয়্যার ইন্সটল এর ফলে আমাদের কম্পিউটার অনেক সময় স্লো হয়ে যায় । কিন্তু কেমন হত যদি একটি সফটওয়্যার এর মাধম্যে আমরা সব ধরনের ফাইল ওপেন করতে পারতাম!!!!!!!
আজকে আমরা তাই দেখব । তবে দেখার আগে সফটওয়্যারটির একটু গুণকীর্তন করে নেই ............

আজকে আমাদের আলোচ্য সফটওয়্যার হল Free Opener

এটি বিশাল সংখ্যক এক্সটেন্সান সাপোর্ট করে ।

এর মাধ্যমে আমরা ৭৫+ ফরম্যাটের ফাইল ওপেন করতে পারি ।
উল্লেখযোগ্য ফরম্যাট গুলো নিচে দেওয়া হলো
PDF, DOC,AVI , DOCX, ZIP, RAR, XML, HTML, SWF, 7Z, PHP, XLSX,MKV , FLV,
XLS, JPEG, TXT, PSD, WMV, CR2, CRW, GIF, MSG, NEF, TIFF, JPG,
MOV, MP4, LOG, PNG, CS, INI, MPEG, MPG, CSS, MP3, CFG, HTM, BMP, JS, XLSM, WA, ICO, REG,
DNG, ARW, MID, ORF, RAF, PEF, RESX, CF2, ERF, MEF, MRW, SR2 ,X3F
এবার চলুন সফটওয়্যারটিকে একটু দর্শন করে আসি .......................
  • প্রথম এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে ইন্সটল করুন ।
  • এবার সফটওয়্যারটি ওপেন করে ctrl+o চাপুন অথবা ফাইলে গিয়ে ওপেন বাটন ক্লিক করুন এবং আপনার ইচ্ছা মতন ফাইল ওপেন করুন

  • উইন্ডোজ এক্সপি তে সফটওয়্যারটির একটু bug আছে । All supported files থাকা অবস্থায় সব সাপোর্টেড ফাইল দেখায় না । সেক্ষেত্রে All files এ সিলেক্ট করুন

এখন চলুন কিছু ফাইল ওপেন করে দেখি

@@@@@@@@@1080p এর mkv ফাইল ওপেন করা হলো @@@@@@@@@@@

@@@@@@@@@@@ pdf ফাইল ওপেন করা হলো @@@@@@@@@@@@@

@@@@@@@@@@@@ picture ওপেন করা হলো  @@@@@@@@@@@@@@@

@@@@@@@@@@@  php ফাইল ওপেন করা হলো @@@@@@@@@@@@@

এবার আসি google chrome নিয়ে

আমরা google chrome এর মাধ্যমে খুব সহজেই pdf ফাইল পড়তে পরতে পারি ও গান শুনতে
পারি । চলুন দেখি আসি কিভাবে তা সম্ভব ।
  • প্রথমে এখান থেকে google chrome ডাউনলোড করে ইন্সটল করি ।
  • এবার google chrome ওপেন করি এবং আপনি যে ফাইল টা পরতে চান তা মাউস দিয়ে ধরে google chrome এর উপর
ছেড়ে দিন অর্থাৎ ড্রাগ এন্ড ড্রপ করুন এবং দেখুন মজা ।

#একই পদ্ধতিত অনুসরন করে গান শুনতে পারবেন ।

আপনার উইন্ডোস মিডিয়া প্লেয়ার এর শর্টকাট দেন আপনার ইচ্ছা মত…

গান বাজানো এবং ভিডিও দেখার জন্য উইন্ডোস মিডিয়া প্লেয়ার একটি অন্যতম জনপ্রিয় প্লেয়ার।এতে গান এর সাওন্ড কোয়ালিটি অনেক ভাল পাওয়া যায়।কিন্তু আমরা জানি এটাতে শর্টকাট বাটন খুবি জটিল।আমি আজকে গুগলে সার্চ দিয়ে বের করলাম খুবি দরকারি একটা সফটওয়্যার যা আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার এর শর্টকাট বাটন আপনার ইচ্ছামত দেয়ার ব্যবস্থা করে দিবে।এটা করার জন্য যা করতে হবে তা আমি বিস্তারিত ব্যাখ্যা করছিঃ
১.প্রথমে আপনি ছোট এই ফাইলটি ডাউনলোড করে নিনঃ http://www.mediafire.com/?ldy47we8xusq6xa
২.ডাউনলোড করার পর ফাইলটি ইন্সটল করুন।
৩.এবার আপনি আপনার উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ওপেন করুন।
৪.প্লেয়ারে মাওস রেখে ডানের বাটন ক্লিক করুন। More Option এ যান।


৫.এরপর যে উইন্ডো আসবে তা থেকে Plug-ins অপশন সিলেক্ট করুন।
৬.এরপর Category থেকে Background অপশন সিলেক্ট করুন।

৭.দেখবেন Background  মেনুতে Wmpkeys plugin নামের একটা Unchecked বক্স আসবে।এটাকে Checked করে ফেলুন।
৮.এখন Wmpkeys plugin এ মাউস ক্লিক করুন,নিচে দেখবেন Properties আসবে।
৯.Properties থেকে আপনি আপনার ইচ্ছা মত বাটন নির্বাচন করুন।

হয়ে গেল আপনার প্রিয় উইন্ডোজ মিডিয়া প্লেয়ার আপনার মত।

কম্পিউটারের ফাঁকা ফোল্ডার ডিলিট করুন মাত্র ৩২ কিলোবাইট এর সফটওয়্যার দিয়ে !

আপনার কম্পিউটার এ হাজার হাজার ফাঁকা ফোল্ডার ?
No চিন্তা !
মাত্র এক ক্লিক এই সব ফাঁকা ফোল্ডার ডিলিট করে ফেলুন ।

BdRulez
Empty Folder Remover
- এই সফটওয়্যার ব্যাবহার করে মাত্র এক ক্লিক এই সব ফাঁকা ফোল্ডার ডিলিট করে ফেলতে পারবেন ।
Download Link:  http://www.bdrulez.com/software-zone/BD-EFR/BdRulez-EFR.zip

কীভাবে কাজ করে ?

BdRulez-EFR
কম্পিউটারের ফাঁকা ফোল্ডার ডিলিট করুন মাত্র ৩২ কিলোবাইট এর সফটওয়্যার দিয়ে !
১. প্রথমে Select Drive অপশন থেকে আপনি যে ড্রাইভ এর ফাঁকা ফোল্ডার ডিলিট করতে চান সেটি সিলেক্ট করুন ।
২. Select Drive এর নিচের বক্স এ আপনি যে Drive সিলেক্ট করেছেন সেই Drive এর ফোল্ডার গুলো দেখতে পাবেন ।
৩. এখান থেকে আপনি যে ফোল্ডার সিলেক্ট করবেন সেই ফোল্ডার এ যদি কোন ফাঁকা ফোল্ডার থাকে তাহলে সেই ফাঁকা ফোল্ডার গুলোর লিস্ট বাম পাশের বক্স এ দেখতে পাবেন ।
৪. এখন আপনি যে ফাঁকা ফোল্ডার গুলো ডিলিট করতে চান সেগুলোর পাশে টিক চিন্থ দিন অথবা Mark All অপশন ব্যাবহার করে সবগুলো ফাঁকা ফোল্ডার সিলেক্ট করুন ।
৫. এবার Delete বাটন এ ক্লিক করুন । ব্যস !
৬. মধ্যের বক্স এ যে ফাঁকা ফোল্ডার গুলো ডিলিট করলেন সেগুলোর লিস্ট দেখতে পাবেন ।
===============================================================
Download Link:  http://www.bdrulez.com/software-zone/BD-EFR/BdRulez-EFR.zip

আপনাদের জন্য কিছু টিপস, কিছু ট্রিকস এবং কিছু উপহার!!!

আসুন একটু অন্যভাবে Folder লুকাই

এই ট্রিক্সটি শুধুমাত্র উইন্ডোজ 7 এর জন্য।
প্রথমে যেখানে Hidden Folder রাখতে চান, সেখানে একটি  "new folder" create করুন। এবার এর ওপর রাইট বাটন ক্লিক করে rename এ ক্লিক করুন।
এবার আপনার start menu থেকে "character map" লিখে সার্চ দিন। রেজাল্ট আসলে character map-এ ক্লিক করুন। ফাঁকা কোন স্থান নির্বাচন করুন। এবার এটা copy করে ঐ folder-এর নাম হিসেবে বসিয়ে enter দিন। ব্যস... নাম ছাড়া folder তৈরি করা হয়ে গেল।
এবার ঐ folder-এর ওপর রাইট বাটন ক্লিক করে properties-এ যান। customize এ ক্লিক করে নিচে change icon-এ ক্লিক করুন। এবার আপনাকে icon ব্রাউজ করতে দিবে। ফাঁকা জায়গা select করুন, ok করুন।
হয়ে গেল আপনার অদৃশ্য ফোল্ডার।
উইন্ডোজ XP ও Vista-তে ফোল্ডার rename-এ ক্লিক করে alt+0160 বা alt+255 টাইপ করুন। এরপর ফাঁকা icon insert করুন।

জেনে নিন উইন্ডোজ-এর জরুরী কিছু শর্ট কী

ctrl+x           ফোল্ডার cut হবে।
ctrl+v           পেস্ট হবে।
ctrl+c           কপি হবে।
win+R           রান কমান্ড আসবে।
win+tab       3D view দেখতে পারবেন।
win+U+U    পিসি shut down হবে।
win+U+R    পিসি restart হবে।
space            স্ক্রল নিচে নামবে।

এখন-ই একটা Heart Screensaver বানিয়ে ফেলুন

প্রথমে ডেক্সটপের ওপর রাইট বাটন ক্লিক করে personalize -এ যান। এবার ডানে নিচে দেখুন screensaver আছে, সেখানে ক্লিক করুন।
এবার নতুন উইন্ডো চালু হবে, 3D Text নির্বাচন করুন। এবার settings এ গিয়ে font নির্বাচন করুন "wingdings" এবং text দিন Y.
এবার ok করে preview দেখুন!!
এভাবে আপনি আরও অনেক রকম screensaver তৈরি করতে পারবেন।

Graphics Card এর মেমরি সাইজ চেক করুন

এই ট্রিকটা উইন্ডোজ xp কেবলমাত্র support করবে (তাছাড়া আপনারা যারা অন্যান্য OS ব্যবহার করেন, তারা চেক করে দেখতেও পারেন-কারন আমার সব OS-এ চেক করার সুযোগ হয়নি)
১.প্রথমে ডেস্কটপের ওপর রাইট বাটন ক্লিক করে properties এ যান।
২.এবার setting -এ ক্লিক করুন।
৩.এবার advance এ ক্লিক করুন।
৪.এবার adapter-এ ক্লিক করুন।
এখানে আপনার VGA card সম্পর্কে তথ্য দেখতে পারবেন।

Lock করে ফেলুন আপনার কাঙ্খিত ফোল্ডার

মনে করুন আপনি (E) drive-এ Games নামের কোন ফোল্ডার লক করবেন। তাহলে notepad-এ লিখুন
ren Games Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}
এবং save করুন "hide.bat" নামে।
এবার ওটার ওপর ডাবল ক্লিক করলে আপনার Games নামের ফোল্ডারটি দেখা যাবে না।
আবার notepad-এ লিখুন
ren Games.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} Games
এবং save করুন "unhide.bat" নামে।
এখানে ক্লিক করলে আপনার ফোল্ডারটি আবার দেখা যাবে।
বিঃদ্রঃ কাজটি সম্পূর্ণ আপনি নিজ দায়িত্বে করবেন, ফোল্ডার হাইড করে পরে ফিরিয়ে আনতে না পারলে আমি দায়ি থাকব না।
 




RAR ,ZIP ফাইলের পাসওয়ার্ড রিমুভ করুন অনলাইনে !!

RAR , ZIP এর পাসওয়ার্ড ভুলে গেলে কি করম ভোগান্তি হয় , সেটা সবারই জানা । এক্ষেত্রে আমরা বিভিন্ন  PASSWORD RECOVERY সফটওয়ার ব্যবহার করি । কিন্তু এগুলোর পারফরমেন্স বড়ই হাস্যকর , প্রথমত এটি সামান্য কঠিন পাসওয়ার্ড হলে কিছুতেই তা ভাঙতে পারে না , আর যদি কোন ভাবে  ভাঙে তবে ১০ থেকে ১০৮ ঘন্টা সময় নেয় , কিংবা আরো বেশি  ।
কিন্তু আজকে আমি আপনাদের এমন একটি ট্রিক দেখবো যাতে আপনি মুহুর্তে RAR , ZIP ফাইলের পাসওয়ার্ড ভাঙতে পারবেন । তবে এখান ফাইলটা আপলোড করতে হয় তাই এটি আপনার নেটের স্পিডের ওপর নির্ভর করে ।
তো এবার শুরু করা যাক ।
১।প্রথমে এখানে যান   http://archive.online-convert.com/convert-to-zip
২।CHOOSE FILE ক্লিক করুন এবং আপনার কাংক্ষিত RAR , ZIP ফাইলটি SELECT করুন।
৩।এবার CONVERT FILE ক্লিক করুন।
৪।আপনার ফাইলটি এখন আপলোড হবে ,তাই কিছুক্ষণ অপেক্ষা করুন।
৫।আপলোড শেষ হলে একটি পেজ আসবে এবং আপনার ফাইলটি AUTOMATICLY ডাউনলোড শুরু হবে । খেয়াল করুন আপনার ফাইলেন সাইজও কিছুটা কমে যাবে।
৬।ডাউনলোড শেষ হলে ফাইলটি অপেন করে EXTRACT করার চেষ্টা করুন এবং দেখুন  কোন পাসওয়ার্ড চাবে না সুন্দর মতো EXTRACT হবে।