শুক্রবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৩

আপনার কম্পিউটারের ডেস্কটপের আইকনের shortcut অ্যারো সরিয়ে ফেলুন খুব সহজেই

প্রথমে আপনার start menu তে run বাটনে click করুন,
তারপর লিখুন  regedit তারপর Enter চাপুন
এরপর HKEY_CLASSES_ROOT এ ডাবল ক্লিক করুন
এরপর নিচে খুজে দেখুন lankfile কোথায় আছে lankfil এ ক্লিক করুন
দেখুন Is Shortcut আছে Is Shortcut টি delete করে দিন

তারপর আপনার পি সি  restart দিন

মজিলা ফায়ারফক্স এর স্পীড নিয়ে চিন্তিত! এখনই এর স্পীড দ্বীগুন করে ফেলুন আতি সহজেই

আমরা মজিলা ফায়ারফক্স এর স্পীড নিয়ে অনেক সমস্যাতে পরছি আজকাল। আপনাদের আজ এমন একটি উপায় বলে দিব যা আপনাদের মজিলা ফায়ারফক্স এর স্পীড দ্বীগুন বাড়িয়ে দিবে।
১) প্রথমে ব্রাউজারটি খুলুন। তারপর এড্রেস বার এ লিখুন about:config আর এন্টার দিন। নিম্নরুপ:

২) নোটিফিকেশন টাতে ক্লিক করুন।
৩) তারপর একটি নতুন সারচ বক্স খুলবে এই সারচ বক্স এ network.http এটি লিখে এন্টার দিন। নিম্নরুপ:

৪) তারপর আপনি ডাবল ক্লিক করুন “‘network.http.pipelining” এইটি এবং ”network.http.proxy.pipelining” এই টির উপরে। দেখবে এদেরে স্টেটাস চেইন্জ হয়ে “True”  হয়ে যাবে। নিম্নরুপ:

৫) এখন আপনি “network.http.pipelining.maxrequests” এই অপসান টির ভেলু মডিফাই করে 30 দিন।

৬) এখন খালি একটি জায়গাতে রাইট মাউস বাটন ক্লিক করুন এবং “New” ‍সিলেক্ট করে “integer” সেলেক্ট করুন।

৭) তারপর nglayout.initialpaint.delay এটি লিখুন এবং OK চাপুন, তারপর  0 টাইপ করুন।

১২টি আস্ত ডিকশনারি (Full Version) ইংলিশ টু বাংলা সহ

ডিকশনারি আমাদের একটি নিত্য প্রয়োজনীয় পাঠ্য পুস্তক। অনেক সময় আমাদের বিভিন্ন শব্দের অর্থ জানার প্রয়োজন হয়, কিন্তু সবসময় এগুলো বহন করা সম্ভব নয়। তবে সেটা যদি পকেটের স্থায়ী বাসিন্দা মোবাইলে নিয়ে ঘুরে বেড়ানো যায় তাহলে মন্দ কি। আপনার মোবাইল ফোনে যদি ডিকশনারি থাকে তাহলে প্রয়োজনের সময় চট করে যে কোন শব্দের অর্থ দেখে নিতে পারবেন।
আজ আমি আমার সংগ্রহে থাকা এরকম কিছু মোবাইলের ডিকশনারি আপনাদের সাথে শেয়ার করলাম। এগুলো হচ্ছে ইংলিশ টু বাংলা ২টি, Oxford English Mini, Oxford Idioms, Oxford Business, Oxford Bible, English to English ২টি, English to Arabic ২টি এবং English to Hindi ২টি। ভাবছেন এতগুলো ডিকশনারির সাইজ নিশ্চয় অনেক বড়! চিন্তা করবেন না এই ১২টি ডিকশনারির সাইজ মাত্র ৭.০৪ MB। তাই এগুলো সহজেই জায়গা করে নিতে পারবে আপনার ফোনের Memory তে।
ডাউনলোড CLICK HARE...
ফাইল গুলো JAR ফরমেটের। তাই Java Enable যে কোন মোবাইলেই চলবে।
Install করার জন্য প্রথমে ফাইলটি আপনার PC তে ডাউনলোড করে Unzip করুন। এরপর প্রয়োজনীয় ফাইলগুলো কপি করে আপনার মোবাইলের Memory তে অথবা Memory Card এ পেষ্ট করুন।

মাইক্রোসফট ২০০৭ এর জন্য পিডিএফ কনভার্টার এডঅন

আজকে আপনাদের জন্য ছোট একটা এডঅন শেয়ার করব মাইক্রোসফট অফিস এর জন্য মাত্র ৯৩৫ কেবি।
আমরা মাইক্রোসফট অফিস এ কাজ করার সময় পিডিএফ এ কনভার্ট করার প্রয়োজন হয়, এই এডঅনটি দিয়ে সহজে পিডিএফ এ কনভার্ট করা যাবে এবং অন্য কোনো সফটওয়্যার এর সাহায্য লাগবে না। এইটা মাইক্রোসফট অফিস ২০০৭ এর জন্য কাজ করবে।

ডাউনলোড লিংক