শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৩

গুগল নিয়ে সাতটা অদ্ভুত মজার তথ্য!

ফ্যাক্ট ১:
Google শব্দটা এসেছে GOOGOL শব্দ এর ভুল বানান থেকে। মানে, Googol শব্দ থেকেই Google শব্দের উৎপত্তি।
Googol শব্দের মানে হচ্ছে এমন একটা অঙ্ক যেটা ১০ এর উপর একশ পাওয়ার! আচ্ছা পুরো শব্দটাই লিখে দিচ্ছিঃ
10^100 = 10,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000,­000.
আমি অবশ্য এতগুলা শুন্য লিখি নাই, উইকিপিডিয়া থেকে নিয়ে পেস্ট করে দিসি।
ফ্যাক্ট ২:
গুগলের হোম পেজ অর্থাৎ Google.com এ গেলে যে পেজ দেখায় সেখানে কোন বিজ্ঞাপন নেই। যদি তারা সেখানে একটা এড দিত তবে সেটার জন্য বিজ্ঞাপনদাতাকে ১০ মিলিয়ন ইউ এস ডলার দিতে হত!
ফ্যাক্ট ৩:
গুগল যখন চোট্ট পরিসরে ছিলো তখন একবার ইয়াহু ডট কম, সম্পূর্ণ গুগলকে ১ মিলিয়ন ইউ এস ডলারে কিনে ফেলার সুযোগ পেয়েছিলো। কিন্তু তারা সেটা কিনেনি।
কিন্তু বর্তমানে গুগল ২০০ বিলিয়ন ইউ এস ডলারের কোম্পানী এবং ইয়াহু সেই তুলনায় মাত্র ২০ বিলিয়ন ইউ এস ডলারের কোম্পানী।
ফ্যাক্ট ৪:
গুগল যখন প্রথম পথ চলা শুরু করে তখন টুইটারে তাদের প্রথম টুইট ছিলোঃ
I’m 01100110 01100101 01100101 01101100 01101001 01101110 01100111 00100000 01101100 01110101 01100011 01101011 01111001 00001010
যেটার মানে হলঃ I’m Feeling Lucky

ফ্যাক্ট ৫:
গুগলের হোম পেজে I’m Feeling Lucky একটা অপশন দেখতে পাবেন। যেটার কাজ হল আপনাকে সরাসরি আপনার কী-ওয়ার্ড সার্চ এ যেগুলো আসতো তার প্রথম লিঙ্কে নিয়ে যাওয়া।
এইভাবে নিয়ে যাওয়ার কারনে আর বিজ্ঞাপন দেখা যায়না। যার ফলে বছরে গুগল ১০০ মিলিয়ন ইউ এস ডলার কম ইনকাম করে।
ফ্যাক্ট ৬:
গুগলের ১ মিলিয়নেরো বেশি সার্ভার আছে এওং ১ বিলিয়ন এরও বেশি কী-ওয়ার্ড সার্চ হয় প্রতি ২৪ ঘন্টায়। সারা পৃথিবীতে যে পরিমান সার্ভার আছে, তার ২% ই গুগল এর।
ফ্যাক্ট ৭:
গুগল এ রয়েছে ৮০ টিরও বেশি বিভিন্ন রকমের ভাষা। এর মধ্যে একটা রয়েছে ‘স্ট্যার ট্রেক’স ক্লিগন’ যেটা কিনা এলিয়েনদের জন্য!!

মোবাইলের কিছু টিপস যা আপনার জানা দরকার (অবশ্যই কাজের)

১. অনাকাংখিত SMS আসা বন্ধ করুন আপনার মোবাইলে।

আমরা অনেক সময় চাইনা যেন আমাদের মোবাইলে কিছু সময়ের জন্য SMS আসুক ।
যেমন অফিসে, বাসায়, যখন মোবাইল চার্জে রাখা হয় অথবা অন্য কারো কাছে মোবাইল থাকলে ।
এটি এক ধরনের বার্নিং ডায়াল করুন
Active:*35*0000*16#
Deactive:#35*0000*16#
২. আপনার রবি সিমে সর্বশেষ রিচার্জ জানতেঃ

ডায়াল করুন *777#
৩. গ্রামীনফোনে মোট কত টাকা ব্যাবহার করলেন তা দেখতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।।

*৫৭৭*১৫# (মুলত ১ মাস আগেরটা দেখায়)
এই মাসের ব্যাবহারের পরিমাণ দেখতেঃ *৫৭৭*১৬#
আজকের দিনে ব্যবহারের পরিমান দেখতেঃ *৫৭৭*১৭#
৪. ফ্রি ইন্টারনেট কনফিগারেশন সকল সিমের জন্যঃ

১। Banglalink : লিখুন All
এবং সেন্ড করুন 3343 (ফ্রী)
২। গ্রামীনফোন : মেসেজ অপশনে গিয়ে all লিখে পাঠিয়ে দিন 8080
এ। অথবা ডায়াল করুন *111*6*2# (ফ্রী )
৩। টেলিটক : set লিখে মেসেজ পাঠান 111 তে বা 578 এ (ফ্রী)
৪। রবি : কল করুন *140*7# (charge
প্রযোজ্য)
৫। Airtel : ডায়াল করুন*121*7*3# (ফ্রী)
বিঃ দ্রঃ বাংলালিংক , গ্রামীনফোন , রবি ও এয়ারটেলে Configuration সেভ করতে পিন নম্বর দিন 1234.
৫. আপনি মোবাইল অপারেটরের কোন প্যাকেজটি ব্যবহার করছেন তা জানতে নিচের পদ্ধতি অনুসরণ করুন।

১। জিপি: - টাইপ করুন xp ও পাঠিয়ে দিন ৪৪৪৪ নম্বরে
২। রবি: - *১৪০*১৪#
(চার্জ ২.৫০টাকা)
৩। বাংলালিংক: - *১২৫#
৪। এয়ারটেল: - *১২১*১*১*১#
5। টেলিটক: - টাইপ করুন tar ও পাঠিয়ে দিন ২২২ নম্বরে (চার্জ ০.৫৮)