সোমবার, ১০ ডিসেম্বর, ২০১২

Lock করে ফেলুন আপনার Android Gallery, File Manager সহ যে কোন Apps!


Lock করে ফেলুন আপনার Android Gallery, File Manager সহ যে কোন Apps!
বিরোধী দলের অবরোধ উপলক্ষে অলিখিত একটি ছুটি পেয়ে গেলাম, তাই বসে গেলাম টেকটিউনস এ.
যাইহোক কাজের কথায় আসি,
পৃথিবীর সব মানুষেরই ব্যক্তিগত কিছু জিনিস থাকে যা আমারা অন্যের থেকে গোপণ রাখতে চাই. যেমন ব্যক্তিগত ফাইল, মেসেজ, ফটো, ভিডিও সহ অনেক কিছু.
আজ আপনাদের কাছে শেয়ার করবো এরকম একটি App যা দিয়ে আপনি আপনার মোবাইলে install করা যেকোনো Apps সহ File manager, Gallery, Message থেকে শুরু করে সব কিছু খুব সহজেই লক করতে পারবেন.
ছোট্ট কিন্তু দরকারী এই Apps টি এখনই Download করে নিন
http://www.androik.com/Apps-Lock-For-Android.html

আপনার ফোনের UC Browser থেকে না বের হয়েই ফোন বা কল করুন ।

আমরা অনেকেই মোবাইলে UC Broser দিয়ে ইন্টারনেট ব্যবহার করি । ইন্টারনেট ব্যবহার করার সময় আমাদের অনেকেরই Call করা বা SMS পাঠানের দরকার পড়ে । যার ফলে Browser থেকে বের হয়ে ফোন করতে হয় । যা অনেক বিরক্তিকর ।

আমি আজ বলব কিভাবে ব্রাউজার থেকে না বের হয়েই ফোন করা যায় ।
UC Browser এর একটি প্রোগ্রাম আগে যেটা নিম্নোক্ত ধাপ অনসরণ করে যেতে পারেনঃ

Menu>Tools>Dail>sms/dail

কিন্তু এটা অনেক সময় সাপেক্ষ ।
আমি আপনাকে বলছি কিভাবে আরো তাড়াতাড়ি কল করার অপশানে যেতে পারেন ।
CALL
কল করার জন্য Address bar এ লিখুন tel: এবং OK বাটন চাপুন । দেখবেন আপনার কল করার অপশান চলে এসেছে ।

SMS

SMS করার জন্য Address bar এ লিখুন sms: এবং OK বাটন চাপুন । দেখবেন আপনার SMS করার অপশান চলে এসেছে ।

এতে সরাসরি আপনি আপনার সকল ফোনবুকের নম্বর সার্চ করে পাবেন ।

কিভাবে একটি ভালো কোয়ালিটির মুভি খুজে বের করবেন এবং টরেন্ট দিয়ে ডাউনলোড করবেন।সাথে একটা অসাধারন টরেন্ট সাইট রিভিউ।

এই সারসংক্ষেপটি পাওয়া যাবে না। পোস্ট দেখার জন্য এখানে ক্লিক করুন

যেকোন ফাইল বা টেক্সট ইমেজে (Image) রূপান্তর করুন

আমরা ওয়ার্ড বা এক্সেল এ তৈরি করা কোন ফাইলকে ইমেজ ফাইলে (যেমন: JPEG, BMP, PNG, GIF, TIFF, G4 TIFF, WMF, EMF ইত্যাদি ফরমেট) রূপান্তর করতে চাইলে স্ক্রীনশট নিই। কিন্তু সেক্ষেত্রে সমস্যা হচ্ছে, স্ক্রীনের বাইরে চলে গেলে সেটাকে ইমেজ করা যায়না। Zoom কমিয়ে নিতে হয় এবং সাইজ অনেক ছোট হয়ে যায়। অবশ্য ডকুমেন্ট থেকে ইমেজে রূপান্তর করার সফটওয়্যার আছে তবে সেগুলো ফ্রি পাওয়া যায়না। একটা ভাল ফ্রি সফটওয়্যার (Free PDF to Image Converter) আছে যা দিয়ে যেকোন পিডিএফ (PDF) ফাইলকে ইমেজ ফাইলে রূপান্তর করা যায়। তাই প্রথমে যেকোন ডকুমেন্টকে পিডিএফ এ রূপান্তর করে তারপর এই সফটওয়্যারটি দিয়ে ইমেজে রূপান্তর করে নিলেই হলো। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।
এই সফটওয়্যার দিয়ে যেকোন পিডিএফ ফাইল পড়া যায় তাই অন্য কোন পিডিএফ রিডার ইন্সটল না করলেও চলবে।

পিরামিড এর আশ্চর্য ইতিহাস

পিরামিড :

পিরামিড পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি। প্রাচীন মিশর শাসন করতেন ফারাও রাজারা। তাদের কবরের উপর নির্মিত সমাধি মন্দিরগুলোই পিরামিড হিসেবে পরিচিতি লাভ করে। মিসরে ছোটবড় ৭৫টি পিরামিড আছে। সবচেয়ে বড় এবং আকর্ষনীয় হচ্ছে গিজা'র পিরামিড যা খুফু'র পিরামিড হিসেবেও পরিচিত। এটি তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব প্রায় ৫০০০ বছর আগে।



এর উচ্চতা প্রায় ৪৮১ ফুট। এটি ৭৫৫ বর্গফুট জমির উপর স্থাপিত। এটি তৈরি করতে সময় লেগেছিল ২০ বছর এবং শ্রমিক খেটেছিল ১ লাখ। পিরামিডটি তৈরি করা হয়েছিল বিশাল বিশাল পাথর খন্ড দিয়ে। পাথর খন্ডের এক একটির ওজন ছিল প্রায় ৬০ টন, আর দৈর্ঘ্য ছিল ৩০ থেকে ৪০ ফুটের মত। এগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দুরান্তের পাহাড় থেকে। পাথরের সাথে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হত যে, একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে একচুলও ফাঁক থাকত না।
A reconstruction of pyramid-builders hauling a limestone blockA reconstruction of an alignment ceremony
পিরামিড নির্মানের সময় হয়ত এমন এমন এ ছিল :



পিরামিডের মূল কাঠামো :




undefined

ফারাও:

প্রাচীন মিশরীয় রাজারা ফেরাউন বা ফারাও (প্রাচীন মিশরীয় ভাষার অনুমিত উচ্চারণে পার্‌‘ও’) নামে পরিচিত। প্রাচীন মিশরের নতুন রাজ্যের সময় ফেরাউনরা ধর্মীয় এবং রাজনৈতিক নেতা ছিল। "বড় বাড়ি" বলতে তখন রাজাদের বাড়িকে বোঝানো হত কিন্তু মিশরীয় ইতিহাসের গতিপথের সাথে সাথে তা হারাতে বসে ছিল এমনকি রাজা, nswt এর জন্য ঐতিহ্যবাহী মিশরীয় শব্দের পরস্পরিক পরিবর্তনে মধ্যে প্রকাশ করা হয়েছিল। যদিও মিশরের শাসকরা সাধারণত পুরুষ ছিল, ফেরাউন শব্দটা বিরলভাবে মহিলা শাসকদের হ্মেত্রেও ব্যবহার করা হত। ফেরাউনরা বিশ্বাস করত যে দেবতা হরুসের সাথে জীবনের দেহযুক্ত সমস্ত মিশরের পৌরাণিক শাসক এবংওসিরিসের মৃত্যুতে।
undefined
এরা নিজেদেরকে সূর্যের বংশধর মনে করত। নিজেদেরকে দেবতা বলে মনে করায় তারা বংশের বাইরে কাউকে বিবাহ করত না। ফলে ভাইবোনেদের মধ্যেই বিবাহ সম্পন্ন হত। ফেরাউনরা মৃত্যুর পরও জীবন আছে বলে বিশ্বাস করত। তাই তাদের মৃত্যুর পর পিরামিড বানিয়ে তার নীচে সমাধিকক্ষে এদের দৈনন্দিন জীবনের ভোগ-বাসনার সমস্ত সরঞ্জাম রক্ষিত করত। মৃতদেহকে পচন থেকে বাঁচাবার জন্য তারা দেহকে মমি বানিয়ে রাখত এবং স্বর্ণালঙ্কারে মুড়ে সমাধিকক্ষের শবাধারে রাখা হত।


মমি:

মমি হলো একটি মৃতদেহ যা জীবের শরীরের নরম কোষসমষ্টিকে জলবায়ু (বায়ুর অভাব অথবা অনাবৃষ্টি অথবা মৌসুমীয় অবস্থা) এবং ইচ্ছাকৃত কারণ (বিশেষ দাফন প্রথাগুলো) থেকে রহ্মা করে। অন্যভাবে বলা যায়, মমি হলো একটি মৃতদেহ যা মানবিক প্রযুক্তির মধ্যে অথবা প্রাকৃতিকভাবে ধ্বংস এবং হ্ময়প্রাপ্ত হওয়া থেকে রহ্মা করে।

মমি শব্দের উৎপত্তি:

মমি শব্দটি মধ্যে যুগের লাতিন শব্দ mumia থেকে এসেছে, একে পারস্য ফার্সি ভাষা mūm (موم) থেকে আনা হয়েছে যার অর্থ  (bitumen)।

ভিতরে Khufu গ্রেট পিরামিড:
কেবল গ্রেট পিরামিড বেস উপরে একটি প্রবেশপথ থেকে, একটি আবদ্ধ আরোহী প্যাসেজ ৩৬ মিটার জন্য  সিড়ি  কঠিন একটা উঁচা গ্র্যান্ড গ্যালারি পাথর কোর মাধ্যমে. এই রাজা এর চেম্বার এবং এই বিশাল পিরামিড হৃদয় মধ্যে খালি ভাস্কর্যশিল্পঅলংকৃত শিলালিপিসমন্বিত প্রস্তর শবাধার পৌঁছানোর অন্য ৪৬ মিটার সিড়ি .
undefined
গ্রেট পিরামিড The King's Chamber হৃদয় রাজা এর চেম্বার একটি খালি পাথর ভাস্কর্যশিল্পঅলংকৃত শিলালিপিসমন্বিত প্রস্তর শবাধার ঝুলিতে.

পিরামিডের আলোক বিম্ভো :
পদার্থবিদদের একটি টিম একটি শক্তি মরীচি বসনিয়ান পিরামিড সূর্যের উপরের মাধ্যমে সনাক্ত আসছে. মরীচি এর ব্যাসার্ধ হল 28 ২ kHz একটি ফ্রিকোয়েন্সি সঙ্গে 4.5 মিটার. মরীচি হয় ক্রমাগত এবং তার শক্তি বৃদ্ধি হিসাবে এটি পিরামিড থেকে চলে আপ এবং দূরে. এই ঘটনাটি ঔষধ প্রয়োগ করা এবং প্রযুক্তি পরিচিত আইন contradicts. মনে হচ্ছে যে পিরামিড-বিল্ডার একটি চিরস্থায়ী গতি মেশিন তৈরি একটি দীর্ঘ সময় আগে এবং এই "শক্তি মেশিন" এখনও কাজ করছে. মৌলিক পিরামিড, সবচেয়ে উচ্চতর এবং প্রাচীনতম, উন্নত বিল্ডার কে শক্তি, জ্যোতির্বিদ্যা এবং নির্মাণ ভালো জানত তুলনায় আমরা কি দ্বারা করা হয় নি. পুরান চীনা এবং মিশরীয় পিরামিড আছে যারা ​​তৈরি করে পরে অসফল replicas হিসাবে, অনেক শ্রেয়. পুরাতন গ্রানাইট এবং বেলেপাথর ব্লকগুলো থেকে নির্মিত হবে, আরো বেশী সাম্প্রতিক অনেক ছোট ইট এবং কাদা থেকে নির্মিত. (উত্স)
undefined

মজিলা ফায়ারফক্স এর থেকে জেনে নিন আপনার সকল Save করা Password

১। প্রথমে আপনার Mozila Firefox এর Tools এ ক্লিক করুন
২। তারপর Option এ ক্লিক করুন /
৩। তারপর Security ট্যাব এ ক্লিক করুন ।
৪। তারপর Save Password এ ক্লিক করুন ।
৫। তারপর Show Password এ ক্লিক করুন ।
৬। যদি Are you sure you wish to show your passwords? এই লেখা আসে তবে yes দিন ।
এখন দেখুন আপনার কাঙ্খিত সকল Save করা Password ।

ডিলিট করুন ডেস্কটপের আইকনের এরো

প্রথমেই Start এ ক্লিক করুন। তারপর Run এ ক্লিক করুন। Open বক্স এ টাইপ করুন regedit এবং এন্টার দিন। দেখুন লেখা আছে HKEY_CLASSES_ROOT এর বাম দিকের প্লাস চিহ্নে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে LNKFILE । এটার উপর ক্লিক করুন। ডান দিকে বড় খালি যায়গায় দেখুন লেখা আছে IsShortcut। এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে ফেলুন। Close করে বেরিয়ে আসুন। এবার পিসিটি Restart দিন। দেখুন আপনার ডেস্কটপের আইকনে কোন এরো চিহ্ন নেই।