মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

পেনড্রাইভ ব্যবহারে সতর্ক থাকুন

কম্পিউটারে ভাইরাস ছড়ানোর জন্য দায়ী পেনড্রাইভ। ডাটা স্থানান্তরের জন্য যখন কম্পিউটারে পেনড্রাইভ লাগানো হয় তখন অনেক সময় পেনড্রাইভ অটো ওপেন হয়ে যায় এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে তা কম্পিউটারে ছড়িয়ে পড়ে। পেনড্রাইভের অটোরান বন্ধ করে দিলে এবং পেনড্রাইভ না খুলে টাস্কবারের নেভিগেটর থেকে বা ফোল্ডার অপশনের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার করলে, কম্পিউটারে ভাইরাস তুলনামূলকভাবে কম ছড়াবে।
পেনড্রাইভের অটোরান বন্ধ করার জন্য প্রথমে Start মেনু থেকে Run-এ ক্লিক করে gpedit.msc লিখে ok-তে ক্লিক করুন। যে উইন্ডোটি আসবে সেটিতে User configuration-এর বাম পাশের (+) এ ক্লিক করে Administrative Templates-এর বাম পাশের (+) এ ক্লিক করুন। তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে। সেটিতে ডবল ক্লিক করে Enable নির্বাচন করে Turn off Auto play on অংশে All drives নির্বাচন করে ok করে বেরিয়ে আসুন।

পকেট টিভি!

বাড়িতে থাকা বড় টেলিভিশন সেটটিকে যদি ট্যাবলেট কম্পিউটার ও মোবাইল ফোনের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব হয়, তাহলে কেমন হবে? টেলিভিশনকে ট্যাবলেট ও মোবাইল ফোন হিসেবে ব্যবহার করা সম্ভব হবে ছোট আকারের একটি ইউএসবি-সদৃশ পণ্যের সাহায্যে। পণ্যটির নাম ‘পকেট টিভি’।
দুবাইভিত্তিক ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটেক ‘পকেট টিভি’ নামের এই যন্ত্রটি উদ্ভাবনে কাজ করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
পকেট টিভি নামের এ পণ্যটি টেলিভিশনের এইচডিএমআই পোর্টে লাগিয়ে দিলেই টেলিভিশনটি ট্যাবলেট কম্পিউটার বা মোবাইল ফোনের কাজ করতে সক্ষম হবে।
পকেট টিভির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হবে গুগলের অ্যান্ড্রয়েড সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ। এর ফলে স্মার্টফোন ব্যবহার করে যে কাজ করা সম্ভব, টেলিভিশনের স্ক্রিনেও সেই একই কাজ করা সম্ভব হবে।
পকেট টিভির দাম হবে ১৬০ ডলার। ইনফিনিটেক জানিয়েছে, এ বছরের অক্টোবর মাস নাগাদ পকেট টিভি আন্তর্জাতিক বাজারে চলে আসবে।

মুঠোফোনের জন্য ব্রাউজার

যারা জাভা-সমর্থিত মুঠোফোন থেকে ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য বেশ কাজের একটি ইন্টারনেট ব্রাউজার হলো বোল্ট ব্রাউজার। বোল্ট ব্রাউজার ব্যবহার করে মুঠোফোনের ছোট পর্দাতেই কম্পিউটারের মতো পুরো ওয়েবপেজ দেখা সম্ভব। ব্রাউজিং করার সময় ডাটা ট্রান্সফারের গতিও বেশ ভালো। বোল্ট ব্রাউজার ব্যবহার করার সময় কম্পিউটারের ব্রাউজারের মতো মাল্টি ট্যাবে কাজ করার সুবিধা পাওয়া যায়। একই সঙ্গে একাধিক ট্যাবে কাজ করা যায়। ব্রাউজারটি চাইলে ল্যান্ডস্কেপ মোডেও ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এর সাহায্যে ওয়েবসাইটের বাংলা লেখাও পড়া যায়। এই ব্রাউজারের আরেকটি সুবিধা হলো এতে বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার রয়েছে, যার সাহায্যে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন ওয়েবসাইটের ভিডিও ফাইল দেখা যায় ইন্টারনেট ব্রাউজিং করা অবস্থায়ই। বোল্ট ব্রাউজারের নিজস্ব ডাউনলোড ম্যানেজার যেকোনো ফাইল ডাউনলোডের ক্ষেত্রেও কিছু বিশেষ সুবিধা দেয়, যা অন্য কোনো মুঠোফোনের ব্রাউজার সাধারণত দেয় না। ইচ্ছেমতো ডাউনলোড শুরু ও বন্ধ করা যায় এর সাহায্যে। সেই সঙ্গে ডাউনলোড চালু অবস্থায় ব্রাউজার একবার বন্ধ করে পরে আবার ব্রাউজার চালু করলে ডাউনলোড সেখান থেকেই শুরু হয় যেখানে বন্ধ হয়েছিল। বোল্ট ব্রাউজারের ইউজার ইন্টারফেসটিও বেশ সাদামাটা হওয়ায় নতুন ব্যবহারকারীরা সহজেই এর সঙ্গে মানিয়ে নিতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। ২৭০ কিলোবাইটের বোল্ট ব্রাউজার ২.৫২ সংস্করণ বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন http://goo.gl/jlxZU ঠিকানা থেকে।