যারা জাভা-সমর্থিত মুঠোফোন থেকে ইন্টারনেট ব্যবহার করেন, তাঁদের জন্য বেশ
কাজের একটি ইন্টারনেট ব্রাউজার হলো বোল্ট ব্রাউজার। বোল্ট ব্রাউজার ব্যবহার
করে মুঠোফোনের ছোট পর্দাতেই কম্পিউটারের মতো পুরো ওয়েবপেজ দেখা সম্ভব।
ব্রাউজিং করার সময় ডাটা ট্রান্সফারের গতিও বেশ ভালো। বোল্ট ব্রাউজার
ব্যবহার করার সময় কম্পিউটারের ব্রাউজারের মতো মাল্টি ট্যাবে কাজ করার
সুবিধা পাওয়া যায়। একই সঙ্গে একাধিক ট্যাবে কাজ করা যায়। ব্রাউজারটি চাইলে
ল্যান্ডস্কেপ মোডেও ব্যবহার করতে পারবেন। সবচেয়ে বড় সুবিধা হলো এর সাহায্যে
ওয়েবসাইটের বাংলা লেখাও পড়া যায়। এই ব্রাউজারের আরেকটি সুবিধা হলো এতে
বিল্ট-ইন মিডিয়া প্লেয়ার রয়েছে, যার সাহায্যে ফেসবুক, ইউটিউবসহ বিভিন্ন
ওয়েবসাইটের ভিডিও ফাইল দেখা যায় ইন্টারনেট ব্রাউজিং করা অবস্থায়ই। বোল্ট
ব্রাউজারের নিজস্ব ডাউনলোড ম্যানেজার যেকোনো ফাইল ডাউনলোডের ক্ষেত্রেও কিছু
বিশেষ সুবিধা দেয়, যা অন্য কোনো মুঠোফোনের ব্রাউজার সাধারণত দেয় না।
ইচ্ছেমতো ডাউনলোড শুরু ও বন্ধ করা যায় এর সাহায্যে। সেই সঙ্গে ডাউনলোড চালু
অবস্থায় ব্রাউজার একবার বন্ধ করে পরে আবার ব্রাউজার চালু করলে ডাউনলোড
সেখান থেকেই শুরু হয় যেখানে বন্ধ হয়েছিল। বোল্ট ব্রাউজারের ইউজার
ইন্টারফেসটিও বেশ সাদামাটা হওয়ায় নতুন ব্যবহারকারীরা সহজেই এর সঙ্গে মানিয়ে
নিতে পারেন কোনো ধরনের সমস্যা ছাড়াই। ২৭০ কিলোবাইটের বোল্ট ব্রাউজার ২.৫২
সংস্করণ বিনা মূল্যে নামিয়ে নিতে পারেন http://goo.gl/jlxZU ঠিকানা থেকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন