মঙ্গলবার, ১২ জুন, ২০১২

PC Screen Regulation change easily


অনেক সময় প্রয়োজনে মনিটরের রেজ্যুলেশন পাল্টাতে হয় কিন্তু অনেকেই রেজ্যুলেশন পাল্টানোর নিয়ম জানেন না আপনি ইচ্ছে করলে এক ক্লিকে রেজ্যুলেশন পাল্টাতে পারেন এর জন্যএইচআরসিনামের ৬০২ কিলোবাইটের ছোট্ট সফটওয়্যারটি www.ziddu.com/download/ 18081264/HRC.pchelplinebd.zakir.rar.html ঠিকানা থেকে নামিয়ে নিন এরপর জিপ ফাইলটি খুলুন বহনযোগ্য (পোর্টেবল) বলে সফটওয়্যারটি ইনস্টলের ঝামেলা নেই, সরাসরি ওপেন করুন
সফটওয়্যারটি চালু করার পর খেয়াল করুন নিচে টাস্কবারে নীল রঙের একটি মনিটর আইকন এসেছে ওই আইকনে ক্লিক করে Restore চাপুন এখন আপনি মনিটর রেজ্যুলেশন, বিট, হার্টজ পরিবর্তন করার অপশন পাবেন এখান থেকে আপনার কাঙ্ক্ষিত রেজ্যুলেশন সহজেই সেট করে নিতে পারেন

Easili remove gmail inbox


বিনা মূল্যে -মেইল আদান-প্রদানের সেবায় জিমেইল ব্যবহার করেন অনেকেই মাঝেমধ্যেই দেখা যায়, ইনবক্সে অসংখ্য -মেইল জমে আছে এগুলো মুছতে গিয়ে অনেকেই ঝামেলায় পড়ে যান হয়তো আপনার ইনবক্স এতটাই ভরে গেছে যে, সেগুলো ক্রমান্বয়ে অথবা Mark করে Delete করা বেশ সময়সাপেক্ষ তবে নিচের পদ্ধতিতে খুব সহজেই ইনবক্সে থাকা মেইল মুছতে পারবেন মাত্র এক ক্লিকেই জন্য প্রথমে আপনার জিমেইল অ্যাকাউন্টে ঢুকুন এরপর ওপরের Search বক্সটিতে in:inbox লিখে Enter করুন এবার Select অপশনের All বোতামে ক্লিক করুন অর্থাৎ Select All- ক্লিক করুন এরপর Select all conversations that match this search—এই অপশনটি এলে সেটিতে ক্লিক করুন
এবার ওপর থেকে Delete অপশনটি ক্লিক করে Confirm করতে Ok করুন
দেখবেন, ইনবক্সের সব মেইল কয়েক সেকেন্ডে ডিলিট হয়ে ইনবক্স ফাঁকা করে
দিয়ে Trash- জমা হয়েছে Trash ফোল্ডারে মেইলগুলো ৩০ দিন সংরক্ষিত থাকে এরপর আপনাআপনি সব মুছে যাবে তাই প্রয়োজনীয় কোনো মেইল যদি রেখে দিতে চান, তবে Trash থেকে সেটি Send to inbox অথবা Archive করে রাখতে পারবেন। শুভ্র 

Delete your PC icon arrow

কম্পিউটারের ডেস্কটপের আইকনে অনেক সময়ই একটি এরো চিহ্ন দেখতে পাওয়া যায় যা আমাদের অনেকেরই পছন্দ নয়। তাছাড়া এই এরো চিহ্নটি দেখতে খারাপ লাগে।আইকনগুলিকে কেমন ভাইরাস ভাইরাস মনে হয়। যারা এই এরো চিহ্নটি দেখতে অপছন্দ করেন তাদের জন্যই আজকের এই টিউন।
প্রথমেই Start এ ক্লিক করুন। তারপর Run এ ক্লিক করুন। Open বক্স এ টাইপ করুন regedit এবং এন্টার দিন। দেখুন লেখা আছে HKEY_CLASSES_ROOT এর বাম দিকের প্লাস চিহ্নে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে LNKFILE । এটার উপর ক্লিক করুন। ডান দিকে বড় খালি যায়গায় দেখুন লেখা আছে IsShortcut। এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে ফেলুন। Close করে বেরিয়ে আসুন। এবার পিসিটি Restart দিন। দেখুন আপনার ডেস্কটপের আইকনে কোন এরো চিহ্ন নেই।