মঙ্গলবার, ১৯ জুন, ২০১২

Under the Sea !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!


নতুন সার্চ ইঞ্জিন আনছে ফেসবুক

সামাজিক যোগাযোগের অন্যতম প্রতিষ্ঠান ফেসবুক এবার সার্চ ব্যবসার দিকে নজর দিয়েছে। ফেসবুক সার্চ আরও উন্নত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সম্প্রতি তাঁর ফেসবুক ওয়ালে একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির সূত্র ধরেই ফেসবুকের সার্চে পরিবর্তনের তথ্য পেয়েছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
জাকারবার্গ তাঁর পোস্ট করা ছবিতে বিশাল একটি সাদা বক্স দেখিয়েছেন। এই বাক্সটিই নতুন সার্চ ইঞ্জিনের সূত্র বলে প্রযুক্তি বিশ্লেষকেরা উল্লেখ করেছেন। বর্তমানে ফেসবুকের ওপরের বারে একটি সার্চ ইঞ্জিন রয়েছে। ফেসবুকে বেশ কিছু পরিবর্তন আনলেও সার্চের কোনো পরিবর্তন আনেনি ফেসবুক। তবে এবার ফেসবুকের এই সার্চ ইঞ্জিনটিই গুগলের সার্চ ইঞ্জিনের মতো যাতে সার্চ রেজাল্ট দেখাতে পারে, সেই লক্ষ্যে কাজ করছে ফেসবুক। ফেসবুকের সাধারণ প্রোফাইল সার্চের পাশাপাশি মাইক্রোসফটের বিং সার্চ ইঞ্জিনের ফলও ফেসবুক থেকে দেখা যাবে। সার্চ ইঞ্জিনটির উন্নয়নকল্পেই সম্প্রতি গুগলের সাবেক কর্মকর্তা লারস রাসমুসেনকে নিয়োগ দিয়েছে প্রতিষ্ঠানটি। রাসমুসেন ও তাঁর প্রকৌশলী দল ফেসবুকের সার্চ উন্নয়ন করতে এখন কাজ করছেন বলে এক খবরে জানিয়েছে এনডিটিভি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগলের সার্চ ইঞ্জিনের সঙ্গে ফেসবুকের এই সার্চ ইঞ্জিন হয়তো এখনই প্রতিদ্বন্দ্বিতায় আসতে পারবে না। হয়তো সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বিভিন্ন তথ্য ও বিং এর এলগরিদম ব্যবহার করে সার্চ রেজাল্ট দেখাবে ফেসবুক।

খরচ কমাবে মানিব্যাগ!

ওয়ালেট বা মানিব্যাগই খরচ কমাবে! এমন বিষয় মাথায় রেখে গবেষকেরা তৈরি করেছেন বিশেষ মানিব্যাগ। এ মানিব্যাগ সহজেই খরচ কমাতে সাহায্য করবে। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সম্প্রতি আবিষ্কার করেছেন এ মজার মানিব্যাগ। তাঁরা জানিয়েছেন, যখন মানিব্যাগে টাকার পরিমাণ কমে যাবে, তখন এর কবজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার যখন টাকা ভর্তি থাকবে, তখন তা স্বাভাবিক আচরণ করবে। মানিব্যাগের কবজা নিয়ন্ত্রণের জন্য এর সঙ্গে একটি চিপ জুড়ে দেওয়া হয়েছে।
গবেষকেরা এই ওয়ালেট বা মানিব্যাগের নাম দিয়েছেন ‘প্রোভারবিয়াল ওয়ালেট’। মানিব্যাগের সঙ্গে যুক্ত রয়েছে ব্লুটুথ ডিভাইস। মজার ব্যাপার হলো, মুঠোফোন থেকে এ মানিব্যাগের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়। আর মাসিক খরচের বাজেট আগে থেকে ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় মানিব্যাগটি কৃপণের মতো আচরণ শুরু করবে। কিছুতেই তা থেকে টাকা বের হতে চাইবে না। শুধু তা-ই নয়, ব্যাংকে টাকা লেনদেনের সময় এ মানিব্যাগ ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনে খরচ মেটানো কিংবা খরচ বাঁচাতেও এ মানিব্যাগ সতর্ক করে দেবে। বর্তমানে এমআইটির গবেষণাগারে নতুন প্রযুক্তির মানিব্যাগটি পরীক্ষমূলক পর্যায়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই এটি বাজারে ছাড়া হবে। তবে এর মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

কম্পিউটারের গতি বাড়ান

কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run-এ গিয়ে recent লিখে এন্টার চাপুন।
এবার যেসব ফাইল আসবে সেগুলো delete করে দিন।একই ভাবে %temp% লিখে যে ফাইল আসবে সেগুলো delete করে দিন।