শনিবার, ৪ আগস্ট, ২০১২

বিশ্বের সেরা ৫টি হ্যাকিংয়ের ঘটনা


১৯৯০ সালঃ কেভিন মিনিক (Kevin Mitnick) কে বলা হয়ে থাকে ‘Father of all Hackers’। ১৯৯০ সালের শুরুর দিকে তিনি বিশ্বের বড় বড় টেলিকমিউনিকেশন কোম্পানীগুলোর সিস্টেম হ্যাক করেন। Nokia,Motorola,Fujitsu ও Sun Microsystems এর মত বড় কোম্পানীগুলো এ হ্যাকিংয়ের শিকার হয়। সবাই তার হ্যাকিং দক্ষতা দেখে অবাক হয়ে যায়। কিন্তু পরে FBI তাকে গ্রেপ্তার করে এবং তিনিই হচ্ছেন বিশ্বের প্রথম হ্যাকার যাকে হ্যাকিং আইনের আওতায় বিচার করা হয়। ক্ষতিপূরন হিসেবে তাকে সকল সিস্টেম ঠিক করে দিতে বলা হয়।  
১৯৯৩ সালঃ  এই ঘটনায় জড়িত ছিলো ‘Masters of Deception’ নামের একটি হ্যাকিং টিম। সকল টেলিফোন সিস্টেম তাদের টার্গেট ছিলো। হ্যাকারেরা Bank of America ও National Security Agency এর টেলিফোন সিস্টেম হ্যাক করে সম্পুর্ণ তাদের নিয়ন্ত্রনে নিয়ে আসে। টেলিফোন অপারেটর কোম্পানী AT&T এ হ্যাকিংয়ের শিকার হয়।  

১৯৯৬ সালঃ ১৯৯৬ সালে হ্যাকিংয়ের শিকার হয় ওমেগা ইঞ্জিনিয়ারিং সিস্টেম, যা নাসা ও আমেরিকার নৌবাহিনীর গুরুত্তপূর্ণ অংশ ছিলো। একজন আমেরিকান হ্যাকার ওমেগা সিস্টেমে ‘লজিক বোমা’ স্থাপন করে যার ফলে সকল ডাটাবেস ডিলিট হয়ে যায় এবং অপারেটিং সিস্টেম মুছে যায়। এতে ওমেগা সিস্টেমের প্রায় ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয়।  

১৯৯৯ সালঃ Melissa Virus দিয়ে ১৯৯৯ সালে ব্যাপক ক্ষতি করা হয়। Smith নামক একজন হ্যাকার এই ভাইরাস ছড়িয়ে দেয়। অনেকগুলো দেশে  এই ভয়াবহ ভাইরাস ছড়িয়ে পরে। এতে ৪০০ মিলিয়ন ডলারের বিপুল ক্ষয়ক্ষতি হয়। এই ভাইরাস ছড়িয়ে পড়ে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আর এটি অপারেটিং সিস্টেমসহ সকল ডাটা ডিলিট করে দেয়। পরে এই হ্যাকারকে গ্রেপ্তার করা হয় এবং তাকে শাস্তি হিসেবে ২০ মাসের কারাদন্ড দেওয়া হয়।  

২০০০ সালঃ ‘মাফিয়া বয়’ নামে পরিচিত এক হ্যাকার ২০০০ সালে এই হ্যাকিংয়ের ঘটনা ঘটায়। তার আসল পরিচয় জানা যায়নি। তবে সে Yahoo!,eBay,Amazon সহ বেশ কিছু বড় বড় সাইট হ্যাক করে। ৭২টি কম্পিউটার নিয়ন্ত্রনে নেয় যার সবকটি ছিলো বড় বড় কোম্পানীর দখলে। পরে তাকে এফবিআই গ্রেপ্তার করে।

IDM এর দুটি চরম tricks ……….

রথম trick টি হচ্ছে ডাউনলোড schedular . এর দ্বারা আপনার ইচ্ছা মত একটার পর একটা file auto download হতে থাকবে । এর দ্বারা একটা ডাউনলোড শেষ হলে অপর একটি ফাইল অটো ডাউনলোড হওয়া শুরু হবে । আমরা সাধারনত যে net স্পীড পাই তাতে একসাথে কখনও দুটি ফাইল ডাউনলোড করা যায় না । এই sceheduar এর দ্বারা আপনার অনুপস্থিতিতেও একটি ডাউনলোড শেষ হলে অটো অপর ফাইল ডাউনলোড হওয়া শুরু হবে । এর জন্য আপনি যে যে ফাইল ডাউনলোড করবেন সে গুলো একটি একটি করে ডাউনলোড দিয়ে অল্পএকটু ( ইচ্ছামত ) ডাউনলোড হলে pause করুন ।
এবার idm open করে নিচের ছবির মত downlaods >scheduler এ ক্লিক করুন ।
asd IDM এর দুটি চরম tricks ..........
এবার উপরের files in the queue এ ক্লিক করুন । DOWNLOAD 1 file at the same time করে দিন । এবার নিচের apply button এ ক্লিক করুন । যে যে ফাইল pause করে রেখেছিলেন নিচে সেই ফাইল গুলো আসবে ।
sdaf IDM এর দুটি চরম tricks ..........
এবার একেবারে নিচে ছবির মত start now এ ক্লিক করুন ।
Capture IDM এর দুটি চরম tricks ..........

তা হইলে ঐ ফাইল গুলো উপর থেকে নিচে একটার পর একটা download হওয়া শুরু হবে ।
ফাইল এর উপর থেকে নিচে position change করার জন্য নিচের arrow বাটন use করতে পারেন ।

আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।

দ্রুতগতিতে কোনো ফাইল ডাউনলোডের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের [আইডিএম] তুলনা নেই। icon biggrin আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন। আমরা ওয়েব সম্পূর্ণ সাইট কপি করতে অনেক সময় অনেক সফটওয়্যার ব্যবহার কিন্তু সবার পরিচিত আইডিএম সফটওয়্যার দিয়ে এটা সহজে করা যায়। তো চলুন আজকে এই ফালতু জিনিসটা শিখি icon razz আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
013 249x300 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
কোনো ওয়েবসাইটকে পুরোপুরি ডাউনলোড করার জন্য প্রথমে আইডিএম ওপেন করতে হবে।
022 300x168 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
এখন ওপরের দিকে মেন্যুবার থেকে Grabber অপশনে ক্লিক করতে হবে।
033 300x189 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
তারপর নতুন উইন্ডোতে গ্রাবার প্রজেক্ট নাম, সাইটের ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেট নাম চাইবে। এরপর এখানে একটি প্রজেক্ট নাম, সাইটের ঠিকানায় কাক্সিক্ষত ওয়েবসাইটটির ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেটে The Whole web site নির্বাচন করে দিতে হবে।
042 300x191 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
পরবর্তী উইন্ডোতে ওয়েবসাইটের ফাইলগুলো কোথায় সংরক্ষিত হবে সেটি সিলেক্ট করে দিতে হবে এবং নিচের থেকে Convert the link in download HTML files to the local files for offline browsing এর পাশের চেকবক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।
052 300x189 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
পরবর্তী উইন্ডোতে কোনো পরিবর্তন ছাড়াই Next বাটনে ক্লিক করতে হবে।
06 300x188 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
এরপরের উইন্ডোতে Download the following files G All Files সিলেক্ট করে Next করুন।
07 300x215 আইডিএম দিয়ে সম্পূর্ণ সাইট কপি করুন।
দেখুন ওয়েবসাইটটি ডাউনলোড হতে থাকবে।

আপনি কী জানেন গুগল আপনার সবচেয়ে ভালো বন্ধু ….

গুগল শুধু একটি সার্চ ইঞ্জিনই নয় , একটি স্মার্ট সার্চ ইঞ্জিন ।এটি সব বর্তমানকেই তালিকা করে না বরং আর বেশি কিছু করে ।

google stones 300x236 আপনি কী জানেন গুগল আপনার সবচেয়ে ভালো বন্ধু ....

আপনি যদি এমন লোক হন যিনি সার্চ ইঞ্জিন এ কিছু অন্যরকম কী-ওয়ার্ড দ্বারা সার্চ করেন , তাহলে এই পোস্ট টা আপনার জন্য সহায়ক হবে । আপনি বরতমানে আদিমভাবে সার্চ ইঞ্জিন ব্যাবহার করছেন । কিন্তু এখন তো আর আগের সময় নেই । আর এইজন্য গুগল কিছু সুবিধা যুক্ত করেছে্ন। যা ব্যাবহার করে আপনি হতে পারবেন স্মার্ট গুগলার । তাই কিছু সার্চ টিপস দেওয়া হল যাতে সারচিং করতে আপনার কিছু সময় বাচে এবং তারাতারি সার্চ করতে পারেন
সিমিলার সার্চ
অনেক ক্ষেত্রে আপনি একটি কি-ওয়ার্ড এর সিমিলার বা আনুরুপ ওয়ার্ড পান না । এ ক্ষেত্রে আপনি এই (~) ব্যাবহার করতে পারবেন ।যেমন আপনি ওয়ার্ডপ্রেস এর টিউটোরিয়াল খুচ্ছেন । এ ক্ষেত্রে আপনি ব্যাবহার করবেন ঃ
WordPress ~tutorials will bring up WordPress guides, resources, manuals,
বিস্তারিত সার্চ
আপনি যদি একই সব্দের সাথে সম্পৃক্ত শব্দের সার্চ রেসাল্ট জানতে চান , তাহলে (“) ব্যাবহার করতে পারবেন । যেমন-
“my blogger tricks”
একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ
(-) ব্যাবহার করে আপনি একটি শব্দ বা শব্দগুচ্ছ অপসারণ করতে পারবেন । যেমন -আপনি যদি সোশ্যাল মিডিয়াগুলোর রেজাল্ট লিষ্টে ফেসবুক বাদে অন্যগুলোর দেখতে চান তাহলে এইভাবে লিখুনঃ
Social media – Facebook
অথবা বিবৃতি
আপনি যদি শুধুমাত্র দুই কিওয়ার্ডের রেজাল্টসমুহ লিষ্টে পাতে চান তাহলে দুই শব্দের মাঝে অর বসালে আপনাকে দুই শব্দেরই রেসাল্ট দেখাবে । যেমন-
Facebook OR Twitter
নির্দিষ্ট সাইট খোঁজা
আপনি যদি নির্দিষ্ট সাইট এর ইনফরমেশান রেজাল্ট এ দেখতে চান তাহলে এইরকম করুন-
Social Networking site:wikipedia.org
অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ
অনুসন্ধান থেকে একটি সাইট অপসারণ করতে চান আপনার সার্চরেজাল্ট থেকে তাহলে গুগলে লিখুন এইভাবে-
Social Networking – site:wikipedia.org
ফাইল অনুসন্ধান
নির্দিষ্ট ধরনের ফাইল অনুসন্ধান করার জন্য ’filetype:’ ব্যাবহার করতে পারেন । যেমন -
Android app development filetype:pdf
বিশ্ব ঘড়ি
শহরের এই মুহূর্তের সময় জানতে টাইম লেখে তারপর শহরের নাম লেখুন -
time Dhaka
ক্যালকুলেটর ব্যবহারঃ
আপনার পিসির ক্যালকুলেটর খুলার পরিবর্তে আপনি সহজে আপনার অভিব্যক্তি গুগল এ লিখতে পারে
4tan60 + 2 (9sin30 + 3cos45
গুগল আপনার জন্য ইউনিট এর হিসাবও করে দিবে । এ জন্য-
1 mile to kilometer
মুদ্রার হিসাব
গুগল আপনার জন্য মুদ্রার হিসাবও করে দিবে । এ জন্য-
1 USD to GBP

এরিয়াকোড জানা
কোন এরিয়া সম্পর্কে জানতে শুধু এরিয়া কোড লিখে দিন -
1234
এছাড়াও আরো কিছু সুবিধা হলঃ
কোন নির্দিষ্ট মূল্যের মদ্ধে কোন জিনিশ এর দাম সম্পর্কে জানতে চাইলে বা সার্চ করতে চাইলে -
iPod $300..$400
এটি নির্দিষ্ট সময়কাল এর ক্ষেত্রেও প্রযোজ্য -
IBM history 1990..2000
কোন শব্দের অর্থ না জানলে জিজ্ঞাসা করুন -
define: enigma
আবহাওয়া সম্পর্কে জানতে চাইলে -
weather New York
কোন মুভি সম্পর্কে জানতে চাইলে -
movie: The Avengers
কোন জায়গা সম্পর্কে জানতে চাইলে গুগল ম্যাপ কে জিজ্ঞাসা করুন -
maps: Park Lane, London
রিলেটেড ওয়েবসাইট খুজতে
related:cyberdemand.blogspot.com
ইউয়ারএল সার্চ এর ক্ষেত্রে -
related:cyberdemand.blogspot.com
ব্লক ওয়েবসাইট এর ক্ষেত্রে
cache:cyberdemand.blogspot.com
এ ক্ষেত্রে আপনাকে ওই সাইট এর cache ভারশন দেখাবে ।
আপনি যদি কোন ক্ষেত্রে উন্নতমানের কনটেন্ট চান তাহলে -
intitle: blogging tips
কোন ফ্লাইট সম্পর্কে জিজ্ঞাসা থাকলে -
British Airways flight 123

(You Tube View adder) আসুন হ্যাক করি।

youtube.com এ ভিডিও আপলোড করেসেন কিন্তু ভিও ার কম। এই সফটওয়্যার টা আপনাকে সাহায্য করবে। এই সফটওয়্যার টার সাহায্যে সহজেই আপনার youtube এর ভিডিওর ভিউ বাড়াতে পারবেন।
Tutorial:
শুধু জেই ভিডিওর ভিউ বাড়াতে চান সেই url টা কপি করে সফটওয়্যার তায় পেস্ট করুন। এর পর add views চাপুন এবং স্টপ করতে stoping adding চাপুন।
এখন দেরি না করে ডাউনলোড করে নিন।
http://www.mediafire.com/?94rxwb928xg69c5
 আপনার অ্যান্টিভাইরাস টা ২ মিনিট অফ করে রাখবেন। যখন এটা ব্যবহার করবেন
Virus scan
http://virusscan.jotti.org/en/scanresult/eb2ad8624f40aa49c4acf722655df5babbc12e93/a24db2a8be05b152797a09bf5b87845df89cf574
দেখতে এরকম।
c203d09e02d1391e (You Tube View adder) আসুন হ্যাক করি।