দ্রুতগতিতে কোনো ফাইল ডাউনলোডের জন্য ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের [আইডিএম] তুলনা নেই।
আমরা ওয়েব সম্পূর্ণ সাইট কপি করতে অনেক সময় অনেক সফটওয়্যার ব্যবহার কিন্তু
সবার পরিচিত আইডিএম সফটওয়্যার দিয়ে এটা সহজে করা যায়। তো চলুন আজকে এই
ফালতু জিনিসটা শিখি 

কোনো ওয়েবসাইটকে পুরোপুরি ডাউনলোড করার জন্য প্রথমে আইডিএম ওপেন করতে হবে।

এখন ওপরের দিকে মেন্যুবার থেকে Grabber অপশনে ক্লিক করতে হবে।

তারপর নতুন উইন্ডোতে গ্রাবার প্রজেক্ট নাম, সাইটের ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেট নাম চাইবে। এরপর এখানে একটি প্রজেক্ট নাম, সাইটের ঠিকানায় কাক্সিক্ষত ওয়েবসাইটটির ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেটে The Whole web site নির্বাচন করে দিতে হবে।

পরবর্তী উইন্ডোতে ওয়েবসাইটের ফাইলগুলো কোথায় সংরক্ষিত হবে সেটি সিলেক্ট করে দিতে হবে এবং নিচের থেকে Convert the link in download HTML files to the local files for offline browsing এর পাশের চেকবক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী উইন্ডোতে কোনো পরিবর্তন ছাড়াই Next বাটনে ক্লিক করতে হবে।

এরপরের উইন্ডোতে Download the following files G All Files সিলেক্ট করে Next করুন।

দেখুন ওয়েবসাইটটি ডাউনলোড হতে থাকবে।



কোনো ওয়েবসাইটকে পুরোপুরি ডাউনলোড করার জন্য প্রথমে আইডিএম ওপেন করতে হবে।

এখন ওপরের দিকে মেন্যুবার থেকে Grabber অপশনে ক্লিক করতে হবে।

তারপর নতুন উইন্ডোতে গ্রাবার প্রজেক্ট নাম, সাইটের ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেট নাম চাইবে। এরপর এখানে একটি প্রজেক্ট নাম, সাইটের ঠিকানায় কাক্সিক্ষত ওয়েবসাইটটির ঠিকানা ও প্রজেক্ট টেমপ্লেটে The Whole web site নির্বাচন করে দিতে হবে।

পরবর্তী উইন্ডোতে ওয়েবসাইটের ফাইলগুলো কোথায় সংরক্ষিত হবে সেটি সিলেক্ট করে দিতে হবে এবং নিচের থেকে Convert the link in download HTML files to the local files for offline browsing এর পাশের চেকবক্সে টিক চিহ্ন দিয়ে Next বাটনে ক্লিক করতে হবে।

পরবর্তী উইন্ডোতে কোনো পরিবর্তন ছাড়াই Next বাটনে ক্লিক করতে হবে।

এরপরের উইন্ডোতে Download the following files G All Files সিলেক্ট করে Next করুন।

দেখুন ওয়েবসাইটটি ডাউনলোড হতে থাকবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন