বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

ভিডিও ফাইলকে অডিও ফাইলে রূপান্তর?

*.MPG, *.DAT, *.VOB ইত্যাদি ভিডিও ফাইলগুলো হিরো এমপিথ্রি প্লেয়ার দিয়ে খুব সহজেই অডিও ফাইলে (mp3 ফরম্যাট) রূপান্তর করা যায়। কিন্তু যে ভিডিও ফাইলগুলো হিরো দিয়ে খোলে না, যেমন—*.wmv, *.avi সেগুলো উইন্ডোজ মুভিমেকার দিয়ে অডিও ফাইলে রূপান্তর করা যায়।
এর জন্য প্রথমে Start থেকে All Programs-এ গিয়ে Windows Movie maker-এ ক্লিক করুন। তারপর Import video-এ ক্লিক করুন। নতুন যে উইন্ডো আসবে, তার নিচে create clips for video files বক্স থেকে টিক চিহ্ন তুলে দিয়ে যে ফাইলটির মেমোরি কমাতে চান, সেটি নির্বাচন করে Import-এ ক্লিক করুন। এখন ভিডিও ফাইলটিকে টেনে এনে নিচের Audio/Music বক্সে ছেড়ে দিন এবং ওপরের ভিডিও ফাইলটি ডিলিট করে দিন। এখন ওপরে File থেকে Save Movie File-এ ক্লিক করুন। নতুন উইন্ডো এলে Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করুন। আবার Next-এ ক্লিক করে কিছু সময় অপেক্ষা করুন, দেখবেন Finish লেখা এসেছে। এখন My Documents থেকে My Videos-এ গিয়ে দেখবেন ভিডিও ফাইলটি অডিও (.wma) ফাইলে রূপান্তরিত হয়েছে।

Tips

কম্পিউটারের গতি বাড়ান
প্রতিনিয়ত নানা ধরনের কাজ করার ফলে আপনার কম্পিউটারের গতি কমে যেতে পারে। কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run—এ গিয়ে লিখুন recent লিখে এন্টার দিন।এবার যে ফাইলগুলো আসবে সেগুলো Delete করে দিন। একই ভাবে Run—এ গিয়ে %temp% ফাইলগুলো Delete করে দিন।এতে আপনার কম্পিউটারের গতি বাড়বে।

স্কাইপেতে এইচডি ভিডিও কল সুবিধা

ইন্টারনেটে ভিডিও চ্যাটিং সুবিধার জনপ্রিয় সফটওয়্যার স্পাইপে এবার যুক্ত হয়েছে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও কল করার সুবিধা। সম্প্রতি স্কাইপের অফিশিয়াল ব্লগে এ তথ্য জানানো হয়। ২০১১ সালে ৮৫০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপে কিনে নিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি স্কাইপ ৫.৮ সংস্করণটিতে এ সুবিধা যুক্ত হচ্ছে বলে জানা গেছে। তবে ভিডিও কল করার ক্ষেত্রে ব্যবহারকারীর এইচডি ওয়েবক্যাম আর দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা থাকতে হবে। নতুন এ সুবিধার পাশাপাশি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের গ্রুপ শেয়ারসহ বেশ কিছু ফিচারও যুক্ত হচ্ছে স্কাইপেতে। স্কাইপের নতুন সংস্করণে ফিচার হিসেবে যোগ হচ্ছে গ্রুপ স্ক্রিন শেয়ার, পুশ টু টক, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং টুলবার ব্যবহারের সুযোগ, ফেসবুক কন্টাক্ট লুকানোর সুবিধা ইত্যাদি। এ ছাড়া স্কাইপের নির্ধারিত প্রিমিয়াম সদস্যরা কনফারেন্স কলে একসঙ্গে অনেকের সঙ্গেই যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া মাইক্রোসফট আরও নানা ধরনের সুবিধা যুক্ত করছে বলেও জানা গেছে। নতুন এ সুবিধা স্কাইপে ব্যবহারকারী যেমন বাড়াবে, তেমনি গ্রাহকেরা নানা ধরনের সুবিধাও পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। —স্কাইপে ব্লগ ও গ্যাজেট হেল্পলাইন অবলম্বনে

‘ভুয়া’ ফেসবুক অ্যাকাউন্ট বিষয়ে তথ্য দিল ব্যারাকুডা

ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যারাকুডার প্রযুক্তি বিশেষজ্ঞরা ফেসবুকে ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে গবেষণা চালিয়েছেন। এ গবেষণার ফল ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট শনাক্তে কাজে লাগবে বলেই ব্যারাকুডার প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করছেন।
ব্যারাকুডার বিশেষজ্ঞদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, তথ্য হাতিয়ে নিতে এবং স্প্যাম, ভাইরাস ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। এসব অ্যাকাউন্টে থাকে ভুয়া ছবি ও তথ্য।
গবেষণায় ব্যারকুডার গবেষকেরা দেখেছেন, ভুয়া অ্যাকাউন্টধারীর ফেসবুকে বন্ধুর সংখ্যা থাকে অনেক বেশি। গড়ে ৭২৬ জন পর্যন্ত হতে পারে। ভুয়া অ্যাকাউন্ট থেকে গড়ে ১৩৬ বার পর্যন্ত ছবি ট্যাগ করা হয়। ৯৭ শতাংশ ক্ষেত্রে নিজেকে নারী হিসেবে দাবি করে এরা। এ ছাড়া এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস আপডেট করা হয় না। শতকরা ৪০ ভাগ অ্যাকাউন্ট থেকে আদৌ কোনো স্ট্যাটাস আপডেট করা হয় না।
ব্যারাকুডা নেটওয়ার্কসের প্রধান গবেষণা কর্মকর্তা পল জাজ জানিয়েছেন, ‘স্প্যাম ছড়ানোর পাশাপাশি তথ্য চুরিসহ এরা প্রতারণাও করতে পারে।’

বাঁশ থেকে স্মার্ট ফোন!

বাঁশের অনেক রকমই ব্যবহার রয়েছে। এবার প্রযুক্তি ক্ষেত্রেও বাঁশের ব্যবহার শুরু হলো। যুক্তরাজ্যের এক শিক্ষার্থী সম্প্রতি বাঁশ ব্যবহার করে স্মার্ট ফোন তৈরি করেছেন বলেই জানিয়েছে টেলিগ্রাফ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত এই স্মার্ট ফোনের নাম ‘অ্যাডজিরো’।
স্মার্ট ফোন আরও বেশি টেকসই করতে চার বছরের পোক্ত বাঁশ ব্যবহার করেছেন ২৩ বছর বয়সী মিডলসেক্স ইউনিভার্সিটির শিক্ষার্থী কাইরন স্কট-উডহাউস।
বাঁশ ব্যবহার করে স্মার্ট ফোন তৈরির কারণ হিসেবে স্কট বলেছেন, একই রকম স্মার্ট ফোনের মডেল দেখতে দেখতে হতাশ হয়েই তিনি বিকল্প কিছু করার কথা ভাবতে থাকেন। তখনই তাঁর মাথায় আসে বাঁশের কথা। তিনি বেশ কিছু নকশা তৈরি করে অনলাইনে পোস্ট করেন। অনলাইনে দেওয়ার পর এক প্রযুক্তি উদ্যোক্তা তাঁর সঙ্গে যোগাযোগ করেন এবং এ স্মার্ট ফোনটি তৈরির প্রস্তাব দেন।
চলতি বছরের শেষ দিকে এই স্মার্ট ফোনটি বাজারে আসতে পারে।

ফায়ারফক্সের গতি বাড়ান

ইন্টারনেটে ওয়েবসাইট দেখার সফটওয়্যার (ব্রাউজার) ব্যবহার করা হয়। যাঁরা মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন, তাঁরা সেটির গতি বাড়িয়ে নিতে পারেন।
আপনার ইন্টারনেটে ওয়েবপেইজ খোলার সময় কমাতে পারবেন ফায়ারফক্সের পাইপলাইন সুবিধার মাধ্যমে। এ জন্য ওয়েব ঠিকানা লেখার জায়গায় (অ্যাড্রেসবার) about : config লিখে এন্টার করুন। কোনো নোটিফিকেশন এলে Ok করুন। এবার ফিল্টারে গিয়ে লিখুন network.http।
এখন নিচে আসা তালিকা থেকে ‘network.http.pipelining’-এর ওপর দুই ক্লিকে ‘true’ করে দিন। একই উপায়ে ‘network.http.proxy.pipelining’-এ দুই ক্লিক করে ‘true’ করুন। এবার ‘network.http.pipelining.maxrequests’-এ ডান ক্লিক করে Modify করুন। মান হিসেবে ৩০ দিয়ে Ok করুন। এর অর্থ হলো, ব্রাউজার একই সময়ে সর্বোচ্চ ৩০টি অনুরোধ পাঠাতে পারবে।
এই পৃষ্ঠার ফাঁকা স্থানে ডান ক্লিক করে New থেকে Integer অপশনটি নির্বাচন করুন। এর নাম লিখুন nglayout.initialpaint.delay। এরপর Ok করে মানের ঘরে ০ লিখে আবার Ok করুন। এর অর্থ হলো, আপনার ব্রাউজার তথ্য পেতে ০ সময় অপেক্ষা করবে। নিয়মিত ব্রাউজারের লগ পরিষ্কার করুন। টেম্পোরারি ইন্টারনেট ফাইলগুলো ব্রাউজ করার পর পরিষ্কার করুন। Recent Browsing History কিছু সময় পর পর Tools থেকে ক্লিয়ার করে দিন।
তবে এতে আপনার দেখা সব সাইটের ঠিকানা মুছে যাবে। আপনি Back করে আগের Page-এ সরাসরি যেতে পারবেন না। সে ক্ষেত্রে সাইটে থাকা Back অপশনে ক্লিক করতে হবে।
যদি পারেন, তাহলে ব্রাউজারের Automatic Update অপশনটি নিষ্ক্রিয় করে রাখুন। সম্ভব হলে ব্রাউজারের Tools\Option\Content থেকে Load Image Automatically থেকে টিক তুলে দিয়ে ছবি লোড করা বন্ধ করে দিন। শুধু যখন দরকার, তখন সুবিধাটি চালু করুন। পোর্টেবল ব্রাউজার ব্যবহার থেকে বিরত থাকুন এবং সম্ভব হলে সব সময় হালনাগাদ ব্রাউজার ব্যবহার করুন।

ঘরে বসে মোবাইল রিচার্জ

ঘরে বসে মোবাইল রিচার্জ করতে চালু হয়েছে প্রিপেইড কার্ড বিডি (www.prepaidcardbd.com) নামের একটি ওয়েবসাইট। এতে মোবাইল অপারেটরদের রিচার্জ-সুবিধা পাওয়া যাবে।