বাঁশের অনেক রকমই ব্যবহার রয়েছে। এবার প্রযুক্তি ক্ষেত্রেও বাঁশের ব্যবহার
শুরু হলো। যুক্তরাজ্যের এক শিক্ষার্থী সম্প্রতি বাঁশ ব্যবহার করে স্মার্ট
ফোন তৈরি করেছেন বলেই জানিয়েছে টেলিগ্রাফ। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম
চালিত এই স্মার্ট ফোনের নাম ‘অ্যাডজিরো’।
স্মার্ট ফোন আরও বেশি টেকসই করতে চার বছরের পোক্ত বাঁশ ব্যবহার করেছেন ২৩
বছর বয়সী মিডলসেক্স ইউনিভার্সিটির শিক্ষার্থী কাইরন স্কট-উডহাউস।
বাঁশ ব্যবহার করে স্মার্ট ফোন তৈরির কারণ হিসেবে স্কট বলেছেন, একই রকম
স্মার্ট ফোনের মডেল দেখতে দেখতে হতাশ হয়েই তিনি বিকল্প কিছু করার কথা ভাবতে
থাকেন। তখনই তাঁর মাথায় আসে বাঁশের কথা। তিনি বেশ কিছু নকশা তৈরি করে
অনলাইনে পোস্ট করেন। অনলাইনে দেওয়ার পর এক প্রযুক্তি উদ্যোক্তা তাঁর সঙ্গে
যোগাযোগ করেন এবং এ স্মার্ট ফোনটি তৈরির প্রস্তাব দেন।
চলতি বছরের শেষ দিকে এই স্মার্ট ফোনটি বাজারে আসতে পারে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন