বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

Tips

কম্পিউটারের গতি বাড়ান
প্রতিনিয়ত নানা ধরনের কাজ করার ফলে আপনার কম্পিউটারের গতি কমে যেতে পারে। কম্পিউটারের গতি বাড়াতে Start থেকে Run—এ গিয়ে লিখুন recent লিখে এন্টার দিন।এবার যে ফাইলগুলো আসবে সেগুলো Delete করে দিন। একই ভাবে Run—এ গিয়ে %temp% ফাইলগুলো Delete করে দিন।এতে আপনার কম্পিউটারের গতি বাড়বে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন