শনিবার, ২৩ জুন, ২০১২

‘আইটেম’ ছাড়ছেন ক্যাটরিনা!

‘শিলা কি জাওয়ানি’, ‘চিকনি চামেলি’র মতো আইটেম গানে অংশ নিয়ে দর্শক মাতিয়েছেন বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ‘আইটেম গার্ল’ হিসেবে বলিউডে এখন দারুণ চাহিদা আবেদনময়ী এ তারকার। কিন্তু সম্প্রতি এক খবরে জুম টিভি জানিয়েছে, আইটেম গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাটরিনা।
সম্প্রতি জুম টিভিতে প্রচারিত খবরে বলা হয়েছে, সামনে আর কোনো আইটেমে গানে অংশ নেবেন না ক্যাটরিনা। এ বছর বলিউডের প্রভাবশালী তিন খানের সঙ্গে অভিনয়েই বেশি মনোযোগ দিচ্ছেন তিনি। শাহরুখের সঙ্গে যশ রাজ ফিল্মসের নতুন ছবি ছাড়াও সালমানের সঙ্গে ‘এক থা টাইগার’ এবং আমিরের সঙ্গে ‘ধুম থ্রি’ ছবিতে দেখা যাবে ক্যাটরিনাকে।
ক্যাটরিনা আইটেম গান কেন ছেড়ে দিচ্ছেন, তার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও অনেকের ধারণা, নাচ-গানের চেয়ে এখন অভিনয়েই বেশি মনোযোগী হতে চান তিনি। একটা সময়ে নাচে অপারদর্শিতার কারণে সমালোচিত হতে হয়েছে তাঁকে। পরে একজন নৃত্যশিল্পী হিসেবে নিজের জনপ্রিয়তার প্রমাণ রেখেছেন তিনি। একের পর এক হিট গানে নাচের দক্ষতা প্রমাণের পর এখন অভিনয়ে বেশি গুরুত্ব দিতে চান বলেই আইটেম গান ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ২৭ বছর বয়সী এ তারকা।

ফেসবুকের টাইমলাইন বাদ দিন!

ফেসবুক বেশ কিছুদিন আগে ফেসবুক টাইমলাইন নামে নতুন একটি ফিচার যোগ করেছে। অনেক ফেসবুক ব্যবহারকারী তাঁদের ফেসবুক প্রোফাইলে ফেসবুক টাইমলাইন-সুবিধা যুক্ত করেছেন। এটির অনেক সুবিধাও আছে।
তবে যাঁদের কম্পিউটারে ইন্টারনেটের গতি কম, তাঁদের জন্য এটি অনেক ঝামেলার মনে হয়। কারও প্রোপাইলের অনেক আগের তথ্য দেখতে চাইলে বারবার শুধু ইন্টারনেট ব্রাউজার হ্যাং করে। অনেকেই আবার না বুঝে ফেসবুক টাইমলাইন যুক্ত করে ফেঁসে গেছেন। এখন আর এটি বাদ দেওয়া যাচ্ছে না। প্রোপাইল থেকে টাইমলাইন বাদ দেওয়ার কোনো সুযোগ ফেসবুক দিচ্ছে না। তবে আপনি চাইলে আপনার ইন্টারনেট ব্রাউজারের সঙ্গে কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার যুক্ত করে এটি থেকে মুক্তি পেতে পারেন। এর জন্য প্রথমে www.timelineremove.com ঠিকানায় গিয়ে ওই পেইজের মাঝখানের ডান পাশে click here বাটনে ক্লিক করুন। কয়েক কিলোবাইটের ছোট একটি সফটওয়্যার ডাউনলোড হয়ে ইনস্টল হওয়ার জন্য অপেক্ষা করবে। তারপর Install-এ ক্লিক করলেই সফটওয়্যারটি আপনার ব্রাউজারে ইনস্টল হয়ে যাবে।
এখন থেকে এই ব্রাউজার দিয়ে ফেসবুক টাইমলাইন অ্যাকটিভ করা প্রোপাইল বা ফ্যান পেইজগুলো দেখলে সেগুলো ফেসবুকের আগের সেটিংসের মতো দেখাবে।