বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

পিসির মাউস পয়েন্টার কে মাউস ছাড়া পরিচালনা করুন

পিসির মাউস পয়েন্টার কে মাউস ছাড়া পরিচালনা করতে গেলে কি করতে হবে জানুন জানা থাকলে মাফ করবেন। Alt + Left Shift + Num Lock Button + Ok টিপুন  

এই লাল দাগ দেওয়া কি গুলি দিয়ে এদিক ওদিক করুন আর নরমাল করতে মাঝের ৫ বোতামটি টিপুন। আর ডিফল্ট পজিশনে ফিরে আসতে হলে Left Alt + Left Shift + Num Lockটিপুন।

মাউস ছাড়া সহজে কম্পিউটার অপারেটিং করুন

যেই ভাবে সেটিংস করবেন:
১। প্রথমে Control Panel > Accessibility Options টিতে ডাবল ক্লিক করুন।
২। Mouse Tab এ ক্লিক করে, Mouse Tab  টি Active করে নিন।
৩। Use MouseKeys এ টিক দিয়ে Apply করে ok করুন।
৪। লক্ষ করুন টাস্ক বারে MouseKeys নামে একটি নতুন Option দেখা যাচ্ছে।

৫। এখন কি বোর্ডে (5 ও o ছাড়া) 1 থেকে 9 পর্যন্ত কি গুলো আলাদা আলাদা ভাবে চাপ দিয়ে দেখুন কার্সর স্থানান্তর হচ্ছে।
৬। সিংঙ্গেল মাউস ক্লিকের প্রয়োজন হলে 5 এ একবার ক্লিক করুন এবং ডাবল ক্লিকের প্রয়োজন হলে 5 এ ডাবল ক্লিক করুন।
৭। Num Lock চালু থাকা অবস্থায়, Numerical কি গুলো মাউস হিসেবে কাজ করবে।
৮। Num Lock বন্ধ থাকা অবস্থায়, 2 4 6 8 কিগুলো এ্যারো কি হিসেবে কাজ করবে।
৯। MouseKeys চালু থাকা অবস্থায়, কোন Numerical কি প্রয়োজন হলে, Functional কি এর নিচে অবস্থিত Numerical কিগুলো ব্যাবহার করুন।

সি প্যানেল চেইন টিউন [পর্ব–৭] :: Addon Domain কি? একই সি-প্যানেলে কিভাবে একাধিক ডোমেন ব্যবহার করবেন?

Addon Domain কি?

একটি হস্টিং একাউন্টে একাধিক ডোমেইন হস্ট করারাই হল Addon Domain । মনে করেন আপনার দুটি ডোমেইন আছে। আপনি একটা ডোমেইন দিয়ে হস্টিং একাউন্ট নিছেন , এখন আপনি নতুন করে আর কোন হস্টিং নিতে চাচ্ছেন না কিন্তু আপনি আপনার অপর ডোমেইনটিও হস্ট করতে চাচ্ছেন । আর এই কাজটিই করা হয় Addon Domain ডোমেইন দ্বারা । তবে সব হস্টিং প্রোবাইডার আপনাকে এই সুবিধা নাও দিতে পারে । কাজেই হস্টিং কেনার আগে আপনার প্রোবাইডার থেকে বিস্তারিত যেনে নিন ।

চলুন দেখে নেই কিভাবে সি-প্যানেলে ডোমেইন এড করবেন-


প্রথমে সি-প্যানেলে লগইন করে ডোমেইন ট্যাব থেকে Addon Domain এ ক্লিক করেন।

তারপর আপনার ডোমেইন নেইম , ইউজার নেইম, এবং পাসওয়ার্ড দিয়ে “Add Domain” এ ক্লিক করেন । ব্যস কাজ শেষ ।ডোমেইনটি আপনার সি-প্যানেলে এড হয়ে গেছে। পাবলিক এইচটিএমল ডাইরেক্টরিতে তৈরিকৃত ফোল্ডারটিই (Yourdomain.com) আপনার ডোমেইন এর জন্য নির্দিষ্ট ডাইরেক্টরি । ঠিক এভাবেই একটি সি-প্যানেলে একাধিক ডোমেইন ব্যবহার করতে পারবেন ।

সি প্যানেল চেইন টিউন [পর্ব–৬] :: সাব ডোমেইন কি? কিভাবে সাব ডোমেইন তৈরি করবেন?

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 6 এ সবাইকে সাগতম । অল্প কিছু দিন টাইম নিয়ে আবারও আমি হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। আজ আলোচনা করব, সাব ডোমেইন কি? এবং কিভাবে সাব ডোমেইন তৈরি করা যায়। চলুন শুরু করা যাক।

সাব ডোমেইন কি?

সাব ডোমেইন হল মূল ডোমেইন এর  একটি অংশ । মূল ডোমেইন থেকে একটি বিন্দু  (.) দ্বারা আলাদা করে সাব ডোমেইন  তৈরি করা হয় ।  কিছু জনপ্রিয় সাব ডোমেইন এর উদাহরন  :  Mail.Yahoo.com ,   News.Google.com , Us.Cnn.com
যারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না ।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার  কিছু টা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে । যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার   লিমিটেশন দিয়ে রাখে ।

সাব ডোমেইন তৈরিঃ

প্রথমে সি প্যানেল এ লগ ইন করে  Domain  সেকশন থেকে Subdomains এ ক্লিক করুন।

আপনি যে নামে সাব ডোমেইন তৈরি করতে চান তা লিখেন।  এবং  সাব ডোমেইনটির জন্য  যে ডাইরেকটরি ব্যাবহার করতে চান তা দিয়ে "Create" বাটনে ক্লিক করেন।

"Create" বাটনে ক্লিক করার পর পরই সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। সাব ডোমেইনটি সঠিক ভাবে তৈরি হলে নিচের ছবির মত আসবে।
ব্যস তৈরি হয়ে গেল আপনার  ডোমেইন এর একটি সাব ডোমেইন

সি প্যানেল চেইন টিউন [পর্ব–৫] :: File Manager :: প্রাথমিক ধারনা

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 5 এ সবাইকে সাগতম ।আবারও আমি হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা আলোচনা করব File Manager নিয়ে ।
File Manager: ওয়েব সাইট এর যাবতিয় কাজই প্রায় File Manager দিয়ে সম্পাদিত হয় । কেননা নতুন ফাইল তৈরি,ফাইল আপলোড,ফাইল ডাউনলোড , ফাইল পারমিশন পরিবর্তন, ফোল্ডার তৈরি সবকিছু এখান থেকে করা হয়ে থাকে।
ছবিঃ ১
ছবিঃ ২
এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)
চলুল একনজরে দেখে নেই  File Manager এর পার্ট গুলো ।
১। New File (নতুন ফাইল তৈরি)
২। New Folder (নতুন ফোল্ডার  তৈরি)
৩। Copy (কপি বা হুবুহু করা)
৪। Move File ( ফাইল সরানো)
৫। Upload (আপলোড)
৬। Download (ডাউনলোড)
৭। Delete (মুছে ফেলা)
৮। Rename (রিনেইম করা)
৯। Edit ( এডিট করা)
১০। Code Editor ( কোড এডিটর)
১১। HTML Editor ( HTML এডিটর)
১২। Change Permissions (ফাইল পারমিশন পরিবর্তন)
১৩। View ( দেখা)
১৪। Extract ( Extract করা)
১৫। Compres ( Compres করা)
উপরের লিস্ট গুলোর  দেখেই ধারনা করা যাই কার কি কাজ । যেমন: নতুন ফোল্ডার  তৈরি করতে New Folder, ফাইল  আপলোড করতে Upload । আশা করি বিস্তারিত লেখার প্রয়োজন হবে না। যাই হক আপনারা চেষ্টা করতে থাকেন

সি প্যানেল চেইন টিউন [পর্ব–৪] :: ওয়েবসাইট ব্যাকআপ

সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 4 এ সবাইকে সাগতম । আমার পুর্বের 3 টি টিউনে আমি Preferences , Email , এবং  Files  অংশ নিয়ে আলোচনা করেছি । আজ  আলচনা করব  ওয়েব সাইট ব্যকআপ  নিয়ে ।

ওয়েবসাইট ব্যাকআপঃ
ওয়েব সাইট কে সুরক্ষা রাখতে ওয়েব সাইট ব্যকআপ খুবই গুরুত্যপুর্ন একটি বিষয় । যদিও এখন প্রয় সব ওয়েব হস্টিং প্রোবাইডার মাসিক বা ডেলি সাইট ব্যকআপ রাখে তবে এর জন্য অনেক কম্পানি অতিরিক্ত চার্জ নিয়ে থাকে। তারপরও নিজের সাইট সুরক্ষার জন্য  নিজেকেই ওয়েব সাইট ব্যকআপ রাখতে হয়।এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)
ওয়েব সাইট ব্যকআপ রাখার জন্য   সি প্যানেল এ মুলত ২টি অংশ রয়েছে। তা হল Backups এবং Backup Wizard । Backups বা Backup Wizard দুটি মুলত একই তবে কিছুটা ব্যতিক্রম রয়েছে। আমরা Backups অংশ দিয়েই ব্যকআপ রাখা শিখব। আশা করি তাতে নিজেরাই Backup Wizard  এর কাজটাও বুজতে পারবেন।
প্রথমে সি প্যানেল এ লগ ইন করে  Files সেকশন থেকে Backups এ ক্লিক করুন।  এইখানেও আপনি ২ই টি আলাদা ভাবে ব্যকআপ নিতে পারবেন। প্রথমত  ওয়েব সাইট এর Full  ব্যকআপ অপরটি আলাদা আলাদা করে Home Directory,MySQL Database ,Download Email Forwarders,Email Filters ব্যকআপ নেয়া।

Full  ব্যকআপ  রাখার জন্য Backups অংশে ক্লিক করে   "Download or Generate a Full Website Backup"  নামে লিঙ্ক টিতে ক্লিক করেন। নিচের পেইজ এর মত একটি পেইজ আসবে।

এবার "Generate Backup " এ ক্লিক করেন। কিছু ক্ষন এর মধ্যেই আপনার ওয়েব সাইট এর ব্যকআপ তৈরি হয়ে যাবে এবং তা home directory  তে সংরক্ষিত হবে । সি প্যানেল এর home directory থেকে  ব্যকআপ তৈরি করা tar.gz ফাইলটি ডাউনলোড করে আপনার ওয়েব সাইট এর ব্যক আপ নিজের কম্পিউটার এ সেভ করে  রাখুন ।
এবার দেখব আলাদা আলাদা করে Home Directory,MySQL Database ,Email Filters ব্যকআপ রাখা।

প্রথমে সি প্যানেল এ লগ ইন করে  Files সেকশন থেকে Backups এ ক্লিক করে ভাল ভাবে লক্ষ করুন দেখেন Partial Backups নামে একটা টাইটেল আছে এবং তার নিচে আলাদা আলাদা ভাবে Home Directory Backup,Download a MySQL Database Backup,Download Email Forwarders দেওয়া আছে। আপনি যা ব্যকআপ রাখতে চান তাতে ক্লিক করে ফাইল তি ডাউনলোড করে আপনার কম্পিউটার এ সেভ করেন।
ব্যাকআপ রিষ্টর করনঃ

আগের মতই প্রথমে সি প্যানেল এ লগ ইন করে  Files সেকশন থেকে Backups এ ক্লিক করুন। ডান পাশে দিয়ে Restore a Home Directory Backup,Restore a MySQL Database এ রকম কিছু অপসন  আছে। Browse বাটন এ ক্লিক করে আপনার ব্যাকআপ ফাইলটি নির্বাচন করে Upload এ ক্লিক করে কিছু ক্ষন অপেক্ষা করুন ফাইল গুলো রিষ্টর হয়ে যাবে।

সি প্যানেল চেইন টিউন [পর্ব–৩] :: Files

আজ আলোচনা করব Files নিয়ে । চলুন একনজরে দেখে নেই কি আছে Files নামের এই অংশে :

  • ১। Backups
  • ২। Backup Wizard
  • ৩। File Manager
  • ৪। Legacy File Manager
  • ৫। Web Disk
  • ৬। Disk Space Usage
  • ৭। FTP Accounts
  • ৮। FTP Session Control
  • ৯। Anonymous FTP
একটি সাধারন সি-প্যানেল এ Files অংশে মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো। এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন- সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)
  • Backups : এই অপশনটি ওয়েব সাইট এর জন্য খুবই গুরুত্তপুর্ন । ওয়েব সাইট এর সকল তথ্য Backup রাখা বা রিষ্টর করতে এটি ব্যবহার করা হয়ে থাকে । কেননা যেকোন উপায়ে আপনার ওয়েব সাইট এর তথ্য হারালে বা নষ্ট হলে , ওয়েব সাইট কে আগের অবস্থায় আনতে ব্যাকআপ রিষ্টর করে পুনরায় ফিরে পেতে পারেন আপনার ওয়েব সাইটের সমস্ত তথ্যগুলো ।
  • Backup Wizard : এটির কাজও ঠিক Backups এর মতই তবে ব্যবহার বিধির দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম রয়েছে ।
  • File Manager: ওয়েব সাইট এর যাবতিয় কাজই প্রায় File Manager দিয়ে সম্পাদিত হয়। কেননা নতুন ফাইল তৈরি,ফাইল আপলোড,ফাইল ডাউনলোড , ফাইল পারমিশন পরিবর্তন, ফোল্ডার তৈরি সবকিছু এখান থেকে করা হয়ে থাকে। তবে কাজে ভিন্নতা অনুসারে এই কাজ গুলো File Manager এর অন্য অপশন গুলো দিয়ে করা হয়।
  • Legacy File Manager : File Manager এর মত কিছু অপশন নিয়ে  Legacy File Manager গঠিত । তবে ব্যবহার বিধির দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম আছে।
  • Web Disk : এখান থেকেও আপনার হস্টিং এর ফাইল গুলো নিয়ন্ত্রন করতে পারবেন। তবে এর কাজ একটু ব্যতিক্রম।
  • Disk Space Usage: এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়েব সাইটের জন্য নির্ধারিত জায়গার কতটুকু আপনি ব্যবহার করেছেন ।
  • FTP Accounts: সাধারন ভাবে আমরা বুঝি FTP মানে File Transfer Protocol । হা মুলত ফাইল ট্রান্সফার এর কাজ গুলো FTP দিয়ে করা হয় । যেমন ওয়েব সার্ভার থেকে ফাইল ডাউনলোড বা ওয়েব সার্ভারে ফাইল আপলোড এর কাজ  FTP দিয়ে করা হয় । File Manager এর সাথে এর বড় পার্থক্য হল  সফটওয়্যার দিয়ে FTP ব্যবহার অনায়াসে ফাইল ট্রান্সফার এর কাজ করা যায় ।
  • FTP Session Control : FTP Session এর মাধ্যমে আপনি আলাদা আলাদা করে দেওয়া FTP একাউন্ট মনিটর করতে পারবেন ।
  • Anonymous FTP :  Anonymous FTP পাবলিক File গুলো ডাউনলোড কারার ক্ষমতা রাখে । তাছারা আপনি  anonymous FTP অনুমদন দিলে anonymous FTP directory তে পাসওরার্ড ছারা একসেস দিতে পারেন। তাই এই সুবিধা সিস্টেমের জন্য হুমকি হয়েও দেখা দিতে পারে ।

সি প্যানেল চেইন টিউন [পর্ব–২] :: Preferences


আজ আলোচনা করব  Preferences  নিয়ে। চলুন একনজরে দেখে নেই কি আছে  Preferences নামের এই অংশে :

  • ১। Getting Started Wizard
  • ২। Video Tutorials
  • ৩। Change Password
  • ৪। Update Contact Info
  • ৫। Change Style
  • ৬। Change Language
  • ৭। Shortcuts
  • ৮। RVSkin Theme Changer
একটি সাধারন  সি-প্যানেল এ Preferences অংশে মুলত উপরের ৮ ধরনের টুলস নিয়েই সাজানো। এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো  (Username: x3demob,Password: x3demob)
  • Getting Started Wizard: নতুনদের জন্য এই অংশ টুকু বিশেষ গুরুত্বপূর্ণ  কেননা এই অংশেই সিপেনেল এর মোটামোটি সব রকম ধারনা ও ব্যবহার বিধি  জানতে পারবেন  এখান থেকে। মুলত নতুন দের জন্যই এই অংশটুকু ।
  • Video Tutorials: লেখা দেখেই বুঝতে পারতেছেন এখানে ভিডিও টিউটোরিয়াল পাবেন। হা এখানে সি প্যানেল ব্যবহার বিধি নিয়ে ভিডিও টিউটোরিয়াল দেখতে পাবেন।
  • Change Password: এখান থেকে  আপনি আপনার সি প্যানেল এর পাসওয়ার্ড পরিবর্তন করতে পারেন  ।  তবে এর জন্য আপনাকে আপনার পুরাতন পাসওয়ার্ড(বর্তমানে ব্যবহারিত) জানা থাকতে হবে ।
  • Update Contact Info :  এখান থেকে আপনি আপনার যোগাযোগ ইমেইল ঠিকানা পরিবর্তন করতে পারবেন । এই অংশ টুকু বিশেষ গুরুত্বপূর্ণ কেননা , আপনার হস্ট কম্পানি এই ইমেইল ঠিকানাই আপনার হস্টিং এর যাবতিয় আপডেট নিউজ যানাবে যেমনঃ  ডিস্ক কোটা উপনীত হলে,ব্যান্ডউইডথ  কোটা উপনীত হলে ।
  • Change Style :  এখান থেকে আপনি আপনার  সি প্যানেল এর স্টাইল বা ডিজাইন  পরিবর্তন করতে পারবেন ।
  • Change Language : এখান থেকে আপনি আপনার  সি প্যানেল এর ভাষা  পরিবর্তন করতে পারবেন ।
  • Shortcuts: আপনার ডেস্কটপ বা বুকমার্ক টুলবার দিয়ে আপনি সহযেই শর্টকাট কি  ব্যবাহার  করে  সি-প্যানেল বা ওয়েব মেইল ব্যবাহার করতে পারবেন ।  আর একটু ভাল করে বুঝতে এই ভিডিও টি দেখতে পারেন  ।
  • RVSkin Theme Changer :  এখান থেকে আপনি আপনার  সি প্যানেল এর  থিম পরিবর্তন করতে পারবেন ।

সি প্যানেল চেইন টিউন [পর্ব–১] :: ইমেইল একাউন্ট তৈরি এবং ব্যবহার

সি-প্যানেল কি??

সি-প্যানেল খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক নিয়ন্ত্রণ প্যানেল বা কন্ট্রল পেনেল। একটি ওয়েব সাইট এর পুর্ন নিয়ন্ত্রন থাকে সি-প্যানেলএ। ওয়েব সাইট ডেবলপমেন্ট এর মুল হাতিয়ার হল সি-প্যানেল। আসুন দেখেনেই কি কি আছে সি-প্যানেলএ।
  • 1. Preferences (পছন্দসমূহ)
  • 2.Mail (ইমেইল)
  • 3.Files (ফাইল)
  • 4.Logs (লগসমূহ)
  • 5.Security (নিরাপত্তা)
  • 6.Domain (ডোমেইন)
  • 7.Database (ডাটাবেস)
  • 8. Software/Service (সফটওয়্যার / সার্ভিস)
  • 9.Advanced(অগ্রসর)
একটি সি-প্যানেল এ মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো। এখন  আমরা দেখব কি কি আছে ইমেইল অংশে।
এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)
ইমেইল (Email) অংশে যে যে পার্ট আছে তা হলঃ
Email Accounts,Webmail,Boxtrapper,SpamAssassin,Forwarders.Auto Responders,Default Address,Mailing Lists,Account Level Filtering,User Level Filtering,Email Delivery Route,Import Addresses/Forwarders,Email Autentication,MX Entry

ইমেইল একাউন্ট তৈরিঃ
ইমেইল একাউন্ট তৈরি করতে আপনার সিপেনেল এ লগঅন করে Mail অংশ থেকে "Email Account"  আইকন এ ক্লিক করেন। আপনার পছন্দ অনুযায়ী ইমেল আইডি দেন। এবং ডোমেইন সিলেক্ট করে দেন। তারপর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেন এবং কোটা লিখে দেন মানে আপনার ইমেইল এ যতটুকু যায়গা রাখতে চান তা লিখে দেন। তারপর “create”  বাটন এ ক্লিক করেন। এই তো হয়ে গেল আপনার ইমেইল একাউন্ট তৈরি।
আরও ভাল করে জানতে   ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন এখানে ক্লিক করে- সিপেনেল ভিডিও টিউটোরিয়াল ইমেইল একাউন্ট তৈরি
অতি সহজেই এখন আপনি আপনার ইমেইল একাউন্ট একসেস করতে পারবেন। সরাসরি সিপেনেল এর webmail আইকন এ ক্লিক করে অথবা http://yourwebsite/webmail এ যেয়ে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেইল লগইন করেন। ইউজার নেইম এর যায়গায় অবস্যই আপনার ফুল ইমেইল আইডি দিতে হবে । যেমন  info@yourdomain.com
তার পর যে পেজ টি আসবে সেখানে  Horde,RoundCube,SquirrelMailএই তিনটি অপশন পাবেন।

যে কোন একটি ব্যাবহার করে আপনি ইমেইল পুড়তে বা পাঠাতে পারবেন। আপনি যদি Horde ব্যবোহার করতে চান তাহলে "Read Mail Using Horde" এই আইকন এ ক্লিক করেন, তার পর যে পেইজ আসবে তা নিচের ছবির মত।
আপনি এবার "Log In" আইকনে ক্লিক করলেই আপনার ইমেইল একাউন্ট এ প্রবেশ করবেন। আর এভাবেই  webmail ব্যবহার করে আপনি আপনার তৈরি কৃত ইমেইল একাউন্ট টি ব্যবহার করতে পারবেন। তাছারা ভিবিন্ন Applications ব্যবহার করেও আপনি আপনার ইমেইল ব্যবহার করতে পারবেন। তা নিয়ে পরে টিউন করব যদি আপনারা জানতে চান।