সি প্যানেল এর ধারাবাহিক টিউটোরিয়াল এর পর্ব – 6 এ সবাইকে সাগতম । অল্প
কিছু দিন টাইম নিয়ে আবারও আমি হাজির হলাম সি প্যানেল এর ধারাবাহিক
টিউটোরিয়াল নিয়ে। আজ আলোচনা করব, সাব ডোমেইন কি? এবং কিভাবে সাব ডোমেইন
তৈরি করা যায়। চলুন শুরু করা যাক।
যারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না ।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার কিছু টা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে । যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার লিমিটেশন দিয়ে রাখে ।

আপনি যে নামে সাব ডোমেইন তৈরি করতে চান তা লিখেন। এবং সাব ডোমেইনটির জন্য যে ডাইরেকটরি ব্যাবহার করতে চান তা দিয়ে "Create" বাটনে ক্লিক করেন।

"Create" বাটনে ক্লিক করার পর পরই সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। সাব ডোমেইনটি সঠিক ভাবে তৈরি হলে নিচের ছবির মত আসবে।
ব্যস তৈরি হয়ে গেল আপনার ডোমেইন এর একটি সাব ডোমেইন
সাব ডোমেইন কি?
সাব ডোমেইন হল মূল ডোমেইন এর একটি অংশ । মূল ডোমেইন থেকে একটি বিন্দু (.) দ্বারা আলাদা করে সাব ডোমেইন তৈরি করা হয় । কিছু জনপ্রিয় সাব ডোমেইন এর উদাহরন : Mail.Yahoo.com , News.Google.com , Us.Cnn.comযারা একদম নতুন তাদের মনে প্রশ্ন জাগতে পারে সাব ডোমেইন কি আলাদা ভাবে কিনা লাগে? তাদের প্রশ্নের উওর হলঃ না সাব ডোমেইন আলাদা ভাবে কিনতে হয় না ।আপনি আপনার মুল ডোমেইন এর ইচ্ছা মত সাব ডোমেইন তৈরি করতে পারবেন। তবে এ ক্ষেত্রে আপনার হস্টিং প্রোভাইডার কিছু টা সীমাবদ্ধতা রাখার ক্ষমতা রাখে । যেমন অনেক প্রোভাইডার আনলিমিটেড সাব ডোমেইন ব্যবহার করতে দিয়ে থাকে আবার অনেক প্রোভাইডার লিমিটেশন দিয়ে রাখে ।
সাব ডোমেইন তৈরিঃ
প্রথমে সি প্যানেল এ লগ ইন করে Domain সেকশন থেকে Subdomains এ ক্লিক করুন।
আপনি যে নামে সাব ডোমেইন তৈরি করতে চান তা লিখেন। এবং সাব ডোমেইনটির জন্য যে ডাইরেকটরি ব্যাবহার করতে চান তা দিয়ে "Create" বাটনে ক্লিক করেন।

"Create" বাটনে ক্লিক করার পর পরই সাব ডোমেইন তৈরি হয়ে যাবে। সাব ডোমেইনটি সঠিক ভাবে তৈরি হলে নিচের ছবির মত আসবে।
ব্যস তৈরি হয়ে গেল আপনার ডোমেইন এর একটি সাব ডোমেইন
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন