- প্রথম blogger এ লগিন করুন এরপর Layout এ চলে যান এবং পরে Add a gadget
- এইবার HTML/Javascript সিলেক্ট করুন
- তার পর নিচের কোডটুকু HTML/Javascript এ ফাকাঁ স্থানে পেষ্ট করুন<script charset=”Shift_JIS” src=”http://chabudai.sakura.ne.jp/blogparts/honehoneclock/honehone_clock_tr.js”></script>কাজ শেষ এইবার আপনার ব্লগ দেখুন।
From this blog you can find some information's that related to computer ,media,electronics,movies,songs,interesting news,worlds current facts,medical,sports news and so on.
রবিবার, ৯ ডিসেম্বর, ২০১২
আপনার ব্লগ/ওয়েব এ যুক্ত করুন একটি এনিমেটেড ঘড়ি। (১০০% ভাল লাগবে)
নিয়ে নিন Free DisplayTuner_v17 -MediaFire Link
।মাত্র ১ Mb সফটওয়্যার ইস্টল করে আপনার উইন্ডোজকে অরজিনাল করুন। এটি উইন্ডোজ ৭-৮-Xp সবটাতেই সাপোর্ট করে তাই কনো সমস্যা হবেনা।
নামঃ All activation windows 8-7-xp
direct link ওই সাইট এ যেতে পারেন – http://filehunk. com/all-activation-windows-8-7-xp/
অটোরান ভাইরাসমুক্ত কম্পিউটার মেমোরি কার্ড বা পেনড্রাইভ করেনিন
মেমোরি কার্ড বা পেনড্রাইভ থেকে কম্পিউটারে ভাইরাসের সংক্রমণ বেশি হয়। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ঝামেলায় ফেলে ‘অটোরান’ ভাইরাসটি। অটোরান ঠেকাতে পারে- এমন বেশ কিছু সফটওয়্যার রয়েছে। ‘পান্ডা ইউএসবি ভ্যাকসিন’ এগুলোর মধ্যে জনপ্রিয়। সফটওয়্যারটি ব্যবহার করে কম্পিউটারের ড্রাইভ, মেমোরি কার্ড ও পেনড্রাইভকে অটোরান ভাইরাসমুক্ত রাখা সম্ভব। এটি কম্পিউটার থেকে যেকোনো অটোরান ভাইরাস যেমন মুছে ফেলতে পারে, তেমনি নতুন কোনো অটোরান ভাইরাসকে কম্পিউটারে প্রবেশ করতে বাধা দেয়।

কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করার পর এতে সংযুক্ত করা সব ইউএসবিতে স্বয়ংক্রিয়ভাবে একটি Autorun.inf ফাইল তৈরি করবে। ফাইলটি সাধারণত ‘হিডেন’ হিসেবে থাকবে, যেটি এ ড্রাইভে অন্য কোনো অটোরান ফাইল ঢুকতে দেবে না। ফলে ক্ষতিকর সব ধরনের অটোরান ফাইল থেকে ড্রাইভটি মুক্ত থাকবে।
এটি টিকার মতো কাজ করে, অর্থাৎ একবার কোনো ড্রাইভে ‘টিকা’ (সফটওয়্যারটির মাধ্যমে ভ্যাকসিন) দেওয়ার পর এটি কখনোই অটোরান ভাইরাসে আক্রান্ত হবে না। এমনকি কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল না থাকলেও ইউএসবি ড্রাইভকে অটোরান আক্রমণ করতে পারবে না।
সফটওয়্যারটি ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। সফটওয়্যারটি ব্যবহার করতে হলে প্রথমে http://cnet.co/pandausb থেকে এটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি কম্পিউটারে ইনস্টল করে আপনার ইউএসবি ড্রাইভকে কম্পিউটারের সঙ্গে যুক্ত করুন। কম্পিউটারকে অটোরানমুক্ত করতে Vaccinet Computer-এ ক্লিক করতে হবে। আর পেনড্রাইভকে অটোরানমুক্ত করতে Vaccinet USB-তে ক্লিক করতে হবে।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)