শুক্রবার, ৩১ আগস্ট, ২০১২

পিসি খবরদারী বা নজরদারি–১ কিলোবাইটও আপনার চোখ এড়াতে পারবে না

আমরা অনেক Utility সফটওয়্যার ব্যবহার করেছি । Utility সফট সবই উপকারী । তবে সব গুলো কার্যকারী নয় । কিন্তু আমি এখন যে সফট টি শেয়ার করব এটা খুব…… কার্যকারী ।
এই সফট টি আপনার পিসি কে সত্যিকার ভাবেই clean রাখবে । আপনার Junk ফাইল গুলো খুজে বের করবে আর Fight করবে । সাথে রয়েছে Powerful Privacy Cleaner. এতে রয়েছে Quick care নামের একটি অপশন । যা আপনার পিসি ডাক্তার হিসেবেই কাজ করতে সক্ষম । এছাড়াও রয়েছে system booster যা আপনার পিসি এর গতি বাড়াবে ।
এত সময় যা যা আলোচনা করলাম, এগুলো আসলে আমার আলোচনার বিষয় নয় । তাহলে মূল কথায় আসি ।
এই সফটটার সাথে রয়েছে অসাধারণ একটি Traffic Monitor । অর্থাৎ এটি আপনার Internet এর সম্পূর্ণ এবং পাই টু পাই খবর রাখবে । আপনি কতটুকু নেট খরচ করেছেন শুধু তাই নয় । কোন সফট কতটুকু নেট ব্যবহার করেছে, করছে তাও আপনি জানতে পারবেন ।
আপনি ইচ্ছা করলে যে কোন সফট এর নেট ব্যবহার FIXED করেও দিতে পারেন । ইন্টারনেট এখন থাকবে আপনার হাতের মুঠ এ । ১ কেবি ও আপনাকে ফাঁকি দিতে পারবে না । আপলোড – ডাউনলোড সব ই আপনি দেকতে পারবেন ।
আমি আগে নেট ব্যবহার নিয়ন্ত্রন এ রাখার জন্য অন্য সফট ব্যবহার করেছি, কিন্তু এটার চাইতে Powerful সফট আমি দেখি নাই । তাসারা অন্য সফট গুলোতে Registration এর ঝামেলা থাকে । কিন্তু এটি ১০০% Freeware ।
এটি সবসময় আপনার নেট স্পীড আর পিসি Performance স্ক্রীন এ দেখাবে ।
লিমিটেড কিংবা আন-লিমিটেড ইউজার, সবার জন্যই এই Traffic Monitor টি খুব ই উপকারী হবে বলে আশা করি ।
মূল সফট টা ডাউনলোড করে Traffic Monitor এ ক্লিক করে Traffic Monitor ইন্সটল করে নিবেন ।
pc-towfiq.jpgpc-towfiq.jpgpc-towfiq.jpg
মাত্র ৫ মেগা এর সফট টা এখান থেকে ডাউনলোড করুন- http://www.mediafire.com/?955k6z9rdnebg7r

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন