
সম্প্রতি নরওয়ের গবেষকরা মাত্র ২১ গ্রাম ওজনের একটি কম্পিউটার তৈরী করেছেন। USB আকারের এ কম্পিউটারটির নাম দেয়া হয়েছে ‘কটন ক্যান্ডি’, খবর Gigmag-এর।
নির্মাতা প্রতিষ্ঠানের দাবী, ইউএসবি ‘কটন ক্যান্ডি’ হচ্ছে পৃথিবীর ক্ষুদ্রতম কম্পিউটারগুলোর অন্যতম। এ ইউএসবি ডিভাইসটি কম্পিউটার, ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন কম্পিউটিং সুবিধা যোগ করতে পারে। টার্মিনাল সংযোগ হিসেবে বিভিন্ন ডিভাইসে ইউএসবি’র অপারেটিং সিস্টেম, ক্লাউড সার্ভিস এবং বিভিন্ন অ্যাপ্লিকেশনও চালু করবে। এ ছাড়াও এটি টেলিভিশন, সেট টপ বক্স এবং গেম কনসোল হিসেবেও ব্যবহার করা যাবে। ‘কটন ক্যান্ডি’ ডিভাইসটি তৈরী করেছে নরওয়ের FXI টেকনোলজিস।
FXI টেকনোলজিস-এর সিইও বোর্গার লোসল্যান্ড জানিয়েছেন, ‘আমরা বিশাল প্রযুক্তিকে ক্ষুদ্র ডিভাইসে নামিয়ে এনেছে।’ Koton Candy ফিচার হিসেবে রয়েছে, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম, ১.২ গিগাহার্টজ কোয়াড কোর এরআএম মালি গ্রাফিক্স সেট, ওয়াই-ফাই,Blue tooth এবং HDMI output হাই ডেফিনিশেন ভিডিও দেখা যাবে এ কম্পিউটারে।
আগামী বছরের মাঝামাঝি এ ডিভাইসটি বাজারে চলে আসবে বলে সবার ধারনা। এটির দাম পড়বে প্রায় $২০০ এর মত। সূত্রঃ ইন্টারনেট।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন