বুধবার, ২৭ জুন, ২০১২

Glorious 800 Years of History & Heritage of Our Capital Dhaka


The key to Bengal’s rich sociocultural heritage lies hidden in history’s vaults of the Middle Ages and beyond. Unfortunately, today’s historiography is stuck in the colonial era thereby blurring our vision to a richer cultural past. It is no surprise that the print media so vividly attributes the Mughal conquest of East Bengal in the seventeenth century and the subsequent founding of the provincial capital at Dhaka as the beginning of the Bengali urban era. This fragmented view of history has done nothing but to mislead the population into a false sense of celebration of Dhaka’s 400 years of founding as a city or capital. Let us take a closer look at Dhaka’s true historic past.       
Pre-Mughal Dhaka:
Starting with the declaration of independence by Fakhruddin Mubarak Shah at Sonargaon in 1338 CE Bengal enjoyed two centuries of independence under the Sultanate rulers. From that period on in history Dhaka’s existence can be found as a small urban center. In a pre-Mughal era, around the beginning of the seventeenth century, Mirza Nathan writes in the much celebrated chronicle Baharistan-i-Gaibi that Dhaka was a small city located on the eastern banks of the Buriganga. According to it, the city stretched for several miles on both the north-east and south east sides of the present day Babu Bazaar. Many localities in old Dhaka bear Hindu names implying that traditional craft societies were well established as part of a coherent and elaborate urban culture in Dhaka. Hakim Habibur Rahman writes in Urdu in his book Dhaka Pachas Baras Pahele, that when Vikrampur used to be the capital of the Sena rulers in Bengal, a large settlement of Hindus grew up in the south of Dhaka. Some of these localities bore names such as: Lakhsmi Bazaar, Bangla Bazaar, Sutrapur, Jalunagar, Banianagar, Goalnagar, Tantibazaar, Sutarnagar, Kamarnagar, Patuatuli, Kumartuli, etc. The proximity of Dhaka from the then capital Sonargaon and its easy access through waterways made it a natural area for expansion of urban activities and commerce.  The boundaries of pre-Mughal Dhaka were marked by the Ganges on the South and the Dhulai Khal (canal) to the East. Lack of accurate evidence makes it hard to determine the Western boundaries of the city at that time. Prior to the defeat of the Baro Bhuiyans(Great independent chieftains ruling Bengal) by the Mughal governor (Subedar) Islam Khan (1608-1613 CE) and establishment of Mughal provincial capital at Dhaka, there existed a prominent fort called theDhaka Fort within the current premises of the central jail. The river port leading from the Dhaka Fortress was called Chandighat which was later renamed as the Chawkbazaar. A market strip ran all the way from the fort to this river port. During the hey days of Dhaka’s growth as a provincial capital, Islam Khan renamed it as Jahangirnagar, after his imperial master. For just over a century Dhaka remained a provincial capital with unabated economic and commercial growth.                        
Dhaka in the Sultanate Era:
The close proximity of Dhaka to Sonargaon ensured that it remained tied with important administrative functions in the region during the Pre-Mughal era. In fact, Vikrampur was the capital of the Sena rule in Bengal, while Sonargaon and hence Dhaka was an important seat of their administration. In 1206 Bakhtiyar Khalji marched into Nadiya and drove Lakhsman Sena out sending him back to the Sena capital at Vikrampur from where he continued to rule Bengal. Sonargaon continued to be an important administrative center under the Senas. The Persian author Minhaz-i-Siraz writes in his book Tabkat-i-Nasiri that in 1260 CE Bengal was still ruled by the descendents of Lakhsman Sena. The city of Sonargaon also finds mention in his book due to its importance as an administrative center. Evidence of Dhaka being part of an important administrative center based on Sonargaon even as early as from the time of Sultan Fakhruddin is also found mentioned in two inscriptions prepared a century later. Written during the time of Sultan Nasir Uddin Mahmud Shah (1436-1459 CE) the inscription clearly establish that Dhaka was part of Iklim Mubarakabad (province Mubarakabad). The location of Mubarakabad has been ascertained by H. E. Stapleton which Dr. Ahmad Hasan Dani describes in some detail. Mubarakabad, according to him, was an important administrative center or province in Bengal. Inscriptions from the Sultani period mention two such provinces. One of these was Iklim Muazzamabad that stretched from the north-east of Sonargaon, from an area called Mahojampur all the way to the boundaries of present Mymensingh District; and the other was Iklim Mubarakabad. The inscription that records the name of Iklim Mubarakabad has been found on an old gateway in front of the Naswalla golley Mosque, in the Giridakilla neighborhood just west of the central jail area in Dhaka. Both the mosque and the gateway have been demolished but the stone tablet remains.  The tablet mentions that the mosque was built in 1459 CE by the orders of the then Sultan Nasiruddin Mahmud Shah. The executive officer of the Sultan is mentioned as Khawja Jahan and the location has been mentioned as Iklim Mubarakabad. This means that in the middle of the fifteenth century Old Dhaka was something akin to the capital of Iklim Mubarakabad and the governor was one holding the title Khawja Jahan. 
Dhaka during the Baro Bhuiyans (Great Chieftains):
The rule of the independent Sultans in Bengal ended in 1538 CE. The last independent Sultan Ghiyasuddin Mahmud Shah was defeated by Mughal Emperor Humayun. However, Mughal rule was not consolidated in Bengal by this defeat. Humayun’s occupation of Gaur lasted only for six months. Afghan ruler Sher Khan led a campaign against Humayun from Bihar and drove him out in 1539 CE. After this defeat Bengal enjoyed independence from Mughal rule for quite some time even though no central leadership emerged at this period. The region got divided into powerful landlords or zamindars who were commonly known as the Baro Bhuiyans or chieftains. They joined forces to put up resistance against the Mughals, which during the time of Emperor Akbar, was led by Isa Khan, Masnad-i-Ala. During the time of Jahangir the Mughal forces marched south from Tanda and on their way managed to subdue local landlords and bring them under their dominion. Isa Khan’s son Musa Khan was leading the resistance at this time and his last stronghold was at the Shita-Lakhya River and his seat of administration was in a place called Katrabo near Sonargaon. Musa Khan’s forces were stationed at an area called Nabiganj located close to the Hajiganj Fort on the eastern banks of the river. His naval fleet was stationed at the river Shita-Lakhya. The Mughal governor therefore, chose Dhaka which is close to Musa Khans stronghold, to strike at the forces of the Baro Bhuiyans and eventually establish Mughal rule in Bengal.
Proof of the existence of Dhaka as an important urban center in the pre-Mughal era is also evident by the existence of the Dhaka Fort built by the Afghans and local zamindars. After the occupation of Bengal, governor Islam Khan gave the charge of the two fortresses of Beg Murad Khan, located on the estuaries of the Demra canal, to Itimam Khan and Mirza Nathan. The existence of Dhaka Fort and the two additional fortresses in Demra indicate the importance of the region to the Baro Bhuiyans.
End of Independence and Mughal occupation:
With the declaration of independence in 1338 CE Bengal became free from the rule of Delhi to be ruled by the Sultans. Bengali culture, education, literature and all branches of the society flourished at this period. During this time, the main administrative centers were located at Gaur and Lakhnawati on the West and Sonargaon in the East. Administrative units were located at Dhaka, Bagerhat, Jhenida Barobazar, Rajshahi-Chapainawabganj and various other places, evidence of which are found in the Sultanate period structures and inscriptions. After a long break of about two hundred and fifty years, around 1608 to 1610 the whole of Bengal fell under Mughal governor Islam Khan and its period of independence came to a decisive end. Bengal once again became a province of Delhi with a new name called Jahangirnagar, and a new provincial capital centered at Dhaka.
 ‘400 Years of Capital Dhaka’ a Slogan Defaming Dhaka’s true Heritage and History:
From 2007 a few history and heritage based research organizations and social groups are trying to promote the slogan ‘400 Years of Dhaka City’ which they later modified a bit in to ‘400 Years of Dhaka as Capital.’ The history that this slogan promotes primarily assumes that there was hardly any urban culture that flourished in Bengal before the advent of Islam Khan 400 years ago and the founding of Dhaka as his provincial capital in 1610 CE. It promotes the view that Dhaka’s beginning and march forward as a prominent urban center of culture and heritage only started with Mughal intervention. For the last three years, these organizations are celebrating Mughal occupation of Bengal as the start of Dhaka’s cultural and historic beginning. The media and corporate marketing strategists have grabbed the opportunity to promote their products with the slogan as the buzz word. The result has been a public circulation of a wrong interpretation of history and misinformation to the common mass. Historic evidence gives concrete proof of the existence of an urban city life in Dhaka almost eight hundred (800) years ago and inscriptions from the independent Sultanate period indicate that about six hundred (600) years ago, Dhaka was the capital of Iklim or province Mubarakabad. It is unfortunate that we are severing the golden periods of Hindu and Sultanate rule of Bengal from our collective memory of the history and heritage of Dhaka and trying to establish it to a time frame 400 years later. The 400 years that we are rejoicing today in fact, was the time when our existence as an independent region was snatched from us by the Delhi based rulers – we were reduced to nothing but an outlying province. Perhaps we should be despairing rather than rejoicing at this event in history. Dhaka deserves the credit to stand as one of the oldest cities of human civilization that nurtured urban culture for a continuous period of eight hundred years. Unfortunately, many of us are severing 400 years of that glory and heritage. History will not pardon such a crime to the Bengali race.     

শিক্ষাব্যবস্থা: স্ট্যাটাস ফেসবুক

যে যাই বলুক আর যাই হোক আমি স্বীকার করতে রাজি নই বাংলাদেশের ছেলে/মেয়েরা ক্রিয়েটিভ না। তাদের সবার ইচ্ছা এবং যোগ্যতা আছে নতুন কিছু করে দেখানোর। কিন্তু জঘন্য শিক্ষাব্যবস্থা এই ধরণের লাখো স্বপ্নকে গলাটিপে হত্যা করছে। শিক্ষাঙ্গনে অবস্থানরত কিছু রোবট আরো কিছু রোবট তৈরি করছে যারা মানুষ নয় মেশিনে পরিণত হচ্ছে। আমার সবথেকে কষ্ট হয় সকালে যখন দেখি একটি তিন-চার বছরের শিশু ফাসির আসামীর মতো একটা বইয়ের বস্তা নিয়ে ধুকতে ধুকতে স্কুলে যায়। সবথেকে কষ্ট হয় যখন দেখি ওদের গলায় ডান্ডবেড়ির মতো একটি ভারী পানির বোতল ঝুলছে। তখন মনে মনেই বলি হায়রে শিক্ষাব্যবস্থা তুই এভাবে কত মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব ছিনিয়ে নিয়ে তাকে অমানুষ বানাবি। বলিহারি যাই অভিভাবকদের রুচি দেখে। না তাদের শিশুকে ভাল স্কুলে পড়াতে হবে। কিন্তু এই ভালো……….ভালো …..
ভালোর সঙ্গা কি ???? এটা তারাও জানে না।
এভাবে আর কতোদিন।
নোট করো মুখস্থ করো,,,, তারপর ওলাওঠা রুগির মতো বমি করো,,,
কিংবা ডায়রিয়া রুগির মতো মলত্যাগ করো।
বাহহহহ তুমি খুব ভালো ছাতা করিয়াছো তাই তুমি ভাল ছত্রাক,,, বাকিরা ঢেউটিন।
আর এরাই ভবিষ্যতে যখন আবির্ভূত হয় জাতির ত্রাণকর্তারূপে তখন ত্রাণের ঢেউটিন চুরি বাদে আর কিছুই করা এদের দ্বারা সম্ভব নয়। আমি হলফ করে বলতে পারি।
শুধু লাল সালাম বলছি এই জুতাসেলাই মার্কা শিক্ষাব্যবস্থাকে যা ছড়িয়ে গেছে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই চায়ের টেবিল থেকে আমাদের মেধা, মন ও মগজ পর্যন্ত।

বিদায় বলেছি তোমায়

কে তুমি তা জানতে চাইনি,
ডায়েরির পাতা উল্টে দেখাও হয়নি
হয়তো সে সময়ই পাইনি,
ধুর!! প্রয়োজনটাও বোধ করিনি ।।
তবুও অজান্তেই ভালো লেগেছিল তোমায়,
হয়তো কোনো এক ঝড়ো হাওয়ায়,
কোনো এক সাঁঝে, কিংবা বিকেল বেলায়,
কিংবা তপ্ত দুপুরে, শীতল বকুল তলায়।।
বিবাগী বাতাসে উড়তে থাকা তোমার শাড়ির আঁচল,
চোখের কোণে চিকচিক করতে থাকা জল,
ঘোর বিপদে হৃদয় তোমার যখন করেছে টলমল,
সত্যি তখন তোমায় ভেবেছি অনেক দুর্বল।।
শিশির ভেজা ঐ সকালে হয়তো তোমারই ছিল ভুল,
যত্ন করে কুড়িয়েছিলে ধুলোয় লুটানো একরাশ বকুল,
পড়ার টেবিলে যখন নিজহাতে সাজিয়েছিলে এতগুলো ফুল,
তুমিই জানো ভালো কিসে তোমায় করেছিল এতো ব্যকুল।।
কিছু ব্যাথা তখন হৃদয়ে রক্ত ঝরিয়েছে,
তারপর জীবন গড়ার স্বপ্ন আমায় থামিয়েছে,
সে জীবনকেও অনেক সইতে শিখিয়েছে,
তাই আজো সে এগিয়ে চলেছে।।
সত্যি আমার ভাবতে অবাক লাগে,
এই কি তুমি যে নাকি,
নিজেকে ভেবেছো,
ভালবাসার স্মারক এক লাল গোলাপ,
ধুর!! এক চিলতে ভালবাসা,
যার বাকিটা শুধুই পাপ।
ধুর!! তুমি কি সত্যি,
তোমায় ভেবেছিলে এতো নিষ্পাপ।
ছলনাময়ী আমি বুঝেছি কি আশা ছিল তোমার,
কষ্টই সবথেকে বড় সুখ যার,
কিইবা করবে তুমি তার,
তাইতো দিইনি তোমায় ভালোবাসা আমার ।।
নিজেকে নিয়েই ভেবেছো তুমি, কেটেছে অখণ্ড অবসর,
হয়তো তোমার মনে জেগেছিল প্রত্যাশার বালুচর,
দেখে হাসনাহেনাস্নাত রজনী, কিংবা শিউলি ঝরা ভোর,
হয়তো নিতান্ত অজান্তেই খুলেছিলে মনের দোর।।
অজানা কিছু আশংকা আর হতাশায়,
প্রিয়তমা, আমিতো বুক বাঁধিনি তোমার আশায়,
বিশ্বাসও রাখতে পারিনি, বলেছি বিদায়,
প্রিয়তমা, সত্যি বিদায় বলেছি তোমায়।।

জোকার দা লিজেন্ড চৌধুরী জাফরুল্লাহ শরাফতের উক্তি সংগ্রহ :)


>>> এবারে ছক্কা হওয়ার সম্ভাবনা, ছয়, ছয়, ছয়… কিন্তু না। ফিল্ডার পুরো স্বার্থকতার সাথে বলটি তালুবন্দি করলেন।
>>> এবারে আউট, আউট, আউট,,,, কিন্তু এ কি আম্পায়ার কিন্তু অনড় থাকলেন।
>>> আম্পায়ার বিলি বাউডেন তার আংগুল অনেকটা বাকা করে তুলে জানালের, ব্যাটসম্যান আপনি আউট
>>> সুন্দর রৌদ্রকরজ্জোল আবহাওয়া। মাঠে ঘাসের অভাব নেই, দেখাযাক এই ঘাস কি কাজে লাগে।
>>> এই মাত্র তামীম ইকবাল প্রথম হাফ সেঞ্চুরি করার যোগ্যতা অর্জন করলেন।
>>> মেঘমুক্ত মাঠ, কর্দমাক্ত আকাশ, পিচের উপর দিয়ে গুরি গুরি ব্রৃষ্টি বয়ে যেতে পারে।
>>> বোলার আকরাম খান তার ট্রাউসার খুলে আম্পায়ারের হাতে দিলেন।
>>> মাঠ চলে গেল বলের বাইরে, দুঃখিত দর্শকমন্ডলি, আমি একটু আবেগে আপ্লুত হয়ে গিয়েছিলাম, বল চলে গেল সীমানার বাইরে।
>>> বাংলাদেশের আশার ফুল আশরাফুল কিন্তু এখন ক্রিজে, সারা দেশের মানুষ তার ব্যাটের দিকে তাকিয়ে আছে।
>>> বল হাতে নিয়ে ছুটে আসছেন জয়ের মূল এনামুল, বল হাতে তার মতো ভয়ানক বোলার কিন্তু আমি খুব কমই দেখেছি, আজ কিন্তু যে কোনো কিছু ঘটে যেতে পারে। >>> ব্যাটসম্যান সজোরে ব্যাট চালালেন, ছক্কা হওয়ার সম্ভাবনা, কিন্তু না, বোল্ড।
>>> মোহাম্মদ আশরাফুল সুন্দর একটি শট এবং আউট।
>>> In an interview, প্রস্নঃ বিরক্ত হন কখন? উত্তরঃ রাত ১২টায় যখন কেউ ফোন দিয়ে বলে কাল খেলা আছে, আরে ভাই একটা প্রিপ্রারেশন তো আছে নাকি?
>>> স্কয়ার কাট করে বল পাঠিয়ে দিলেন লং অন দিয়ে সোজা সীমানার বাইরে।
>>> দ্রৃস্টিনন্দন মার, চোখ চেয়ে দেখার মতো শট, বল চলে গেল মাটি কামড়ে সোজা ফাইন লেগ ফিল্ডারের হাতে – একটি রান।
>>> এন’কালা – তিনি নামেও কালা, দেখতেও কালা।
>>> রফিক ষ্টীয়ার করলেন এবং ভেসে ভেসে চার।
>>> বোলারের ব্যাক ড্রাইভ, কভার অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে।
>>> চমতকার শট, এক্সেলেন্ট লেগ গ্লান্স, বল সীমানার বাইরে, না! তিনি বোল্ড হয়ে ফিরে আসলেন, বল লেগ স্ট্যাম্পে লেগে সীমানার বাইরে চলে গিয়েছিল।
>>> আজ আমাদের সাথে উপস্থিত আছেন, দেশ বরেণ্য ক্রিকেটার, এক সময়ের সারা জাগানো প্লেয়ার, জাতীয় দলের সাবেক অধিনায়ক, বর্তমানের নির্বাচক বোর্ডের সদস্য, জনাব ফারুক।
>>> Conversation between Khoda Box and Chy Jafarullah Sharafat: খোদা বক্সঃ আমার মনে হয় সেলিম মালিকের ইঞ্চি তে ইঞ্চি তে ক্রিকেট মিশে আছে। জাফর শরাফতঃ না খোদা ভাই, আমার মনে হয় সেলিম মালিকের লোমে লোমে ক্রিকেট মিশে আছে।
>>> এবার কিন্তু ব্যাট আর বলে হয়েছে।
>>> ব্যাটসম্যান অত্যন্ত আস্থার সাথে প্রতিটি বলের মেধা ও গুনাগুন বিচার করে খেলছেন।
>>> আম্পায়ার কে অতিক্রম করে বোলার বল করলেন।
>>> আলফাজ চমতকার ভাবে ২ জন কে কাটিয়ে সুন্দর ভাবে বারে কিক নিলেন, কিন্তু না, ভুলপাস।
>>> এবার কিন্তু ব্যাটসম্যান সজোরে স্টীয়ার করলেন।
>>> সুপ্রিয় দর্শকমন্ডলী, এই মাত্র আমাদের বাংলাদেশের দামাল, কামাল, আবাল সন্তানেরা এই মাত্র এক ইনিংস ও ১২৯ রানে পরাজিত হওয়ার গৌরব অর্জন করলেন।
>>> উইকেটে আছেন আমাদের মারমুখী হার্ডহিটিং ব্যাটসম্যান জাভেদ ওমর। প্রচুর শট আছে তার হাতে।
>>> ব্যাটসম্যান কিন্তু ঘূর্ণি যাদু তে একেবারেই পরাস্ত হলেন।
>>> ব্যাটসম্যান দেখে শুনে না খেলে ছেড়ে দিলেন এবং বোল্ড।
>>> আমাদের আজকের অতিথী এক উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তী, বাংলাদেশেরে ক্রিকেটের এক অবিস্মরনীয় জাজ্জল্যমান তারকা, সবার জন্যে অনুকরনীয় উদাহরণ, যার নাম শুনলে বোলাররা কাঁপতো, যার পদচারনায় এই ক্রিকেট বিশ্ব উদ্ভাসিত হত, যিনি না থাকলে আজকের ক্রিকেট স্ব্য়ংসম্পূ্র্ণ হতো না, যার অবদান বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে গেছে এক অসাধারন উচ্চতায়, যার আত্বত্যাগ আমাদের কাছে চিরস্বরণীয় হয়ে থাকবে, যিনি আজকের ক্রিকেটারদের কাছে এক অভিভাবক, তিনি সেই জীবন্ত কিংবদন্তী, তিনি সেই দমকা হাওয়া বাংলাদেশের ক্রিকেটের জন্য, সিনি সেই সেলিম শাহেদ, আজ আমাদের মাঝে উপস্থিত।

1 Million Serial Numbers of Different Software

দরকারি সফটওয়্যার ফুল ভারশন

কোন সফটওয়্যার ফুল ভারশন পাওয়ার জন্য আমরা প্রায় গুগল এ সার্চ দেই। বেশিরভাগ সময় আমরা free ............. তারপর সফটওয়্যারটির নাম দিয়ে সার্চ দিই। কিন্তু এতে প্রায় ভালো ফল পাওয়া যায় না। কিন্তু খুব সহজে আমরা গুগল এ সার্চ দিয়ে আমাদের দরকারি সফটওয়্যার টির ক্র্যাক ও কি-জেন সহ নামাতে পারি।
নিয়মটি হল আপনি যে সফটওয়্যারটি চান তার নাম লিখে তারপর একটি স্পেস দিয়ে লিখুন “warez”। অর্থাৎ আপনি যদি winzip সফটওয়্যারটি নামাতে চান তাহলে লিখুন winzip warez। তাহলে আপনি ক্র্যাক সহ winzip পেয়ে যাবেন।
এই নিয়মটি প্রায় ৭০-৮০ ভাগ ক্ষেত্রে কাজ করে। আপনি বেশিরভাগ সময় ১টা torrent file পাবেন। আর মাঝে মাঝে রেপিডশেয়ার এর লিঙ্ক পাবেন। তবে এটি প্রয়োগ করে যদি কিছু না পান তাহলে আমাকে দোষ দেবেন না।