যে যাই বলুক আর যাই হোক আমি স্বীকার করতে রাজি নই বাংলাদেশের ছেলে/মেয়েরা ক্রিয়েটিভ না। তাদের সবার ইচ্ছা এবং যোগ্যতা আছে নতুন কিছু করে দেখানোর। কিন্তু জঘন্য শিক্ষাব্যবস্থা এই ধরণের লাখো স্বপ্নকে গলাটিপে হত্যা করছে। শিক্ষাঙ্গনে অবস্থানরত কিছু রোবট আরো কিছু রোবট তৈরি করছে যারা মানুষ নয় মেশিনে পরিণত হচ্ছে। আমার সবথেকে কষ্ট হয় সকালে যখন দেখি একটি তিন-চার বছরের শিশু ফাসির আসামীর মতো একটা বইয়ের বস্তা নিয়ে ধুকতে ধুকতে স্কুলে যায়। সবথেকে কষ্ট হয় যখন দেখি ওদের গলায় ডান্ডবেড়ির মতো একটি ভারী পানির বোতল ঝুলছে। তখন মনে মনেই বলি হায়রে শিক্ষাব্যবস্থা তুই এভাবে কত মানুষের মধ্য থেকে মনুষ্যত্ব ছিনিয়ে নিয়ে তাকে অমানুষ বানাবি। বলিহারি যাই অভিভাবকদের রুচি দেখে। না তাদের শিশুকে ভাল স্কুলে পড়াতে হবে। কিন্তু এই ভালো……….ভালো …..
ভালোর সঙ্গা কি ???? এটা তারাও জানে না।
এভাবে আর কতোদিন।
নোট করো মুখস্থ করো,,,, তারপর ওলাওঠা রুগির মতো বমি করো,,,
কিংবা ডায়রিয়া রুগির মতো মলত্যাগ করো।
বাহহহহ তুমি খুব ভালো ছাতা করিয়াছো তাই তুমি ভাল ছত্রাক,,, বাকিরা ঢেউটিন।
আর এরাই ভবিষ্যতে যখন আবির্ভূত হয় জাতির ত্রাণকর্তারূপে তখন ত্রাণের ঢেউটিন চুরি বাদে আর কিছুই করা এদের দ্বারা সম্ভব নয়। আমি হলফ করে বলতে পারি।
শুধু লাল সালাম বলছি এই জুতাসেলাই মার্কা শিক্ষাব্যবস্থাকে যা ছড়িয়ে গেছে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই চায়ের টেবিল থেকে আমাদের মেধা, মন ও মগজ পর্যন্ত।
ভালোর সঙ্গা কি ???? এটা তারাও জানে না।
এভাবে আর কতোদিন।
নোট করো মুখস্থ করো,,,, তারপর ওলাওঠা রুগির মতো বমি করো,,,
কিংবা ডায়রিয়া রুগির মতো মলত্যাগ করো।
বাহহহহ তুমি খুব ভালো ছাতা করিয়াছো তাই তুমি ভাল ছত্রাক,,, বাকিরা ঢেউটিন।
আর এরাই ভবিষ্যতে যখন আবির্ভূত হয় জাতির ত্রাণকর্তারূপে তখন ত্রাণের ঢেউটিন চুরি বাদে আর কিছুই করা এদের দ্বারা সম্ভব নয়। আমি হলফ করে বলতে পারি।
শুধু লাল সালাম বলছি এই জুতাসেলাই মার্কা শিক্ষাব্যবস্থাকে যা ছড়িয়ে গেছে কিন্ডারগার্টেন থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। সেই চায়ের টেবিল থেকে আমাদের মেধা, মন ও মগজ পর্যন্ত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন