বুধবার, ২৭ জুন, ২০১২

বিদায় বলেছি তোমায়

কে তুমি তা জানতে চাইনি,
ডায়েরির পাতা উল্টে দেখাও হয়নি
হয়তো সে সময়ই পাইনি,
ধুর!! প্রয়োজনটাও বোধ করিনি ।।
তবুও অজান্তেই ভালো লেগেছিল তোমায়,
হয়তো কোনো এক ঝড়ো হাওয়ায়,
কোনো এক সাঁঝে, কিংবা বিকেল বেলায়,
কিংবা তপ্ত দুপুরে, শীতল বকুল তলায়।।
বিবাগী বাতাসে উড়তে থাকা তোমার শাড়ির আঁচল,
চোখের কোণে চিকচিক করতে থাকা জল,
ঘোর বিপদে হৃদয় তোমার যখন করেছে টলমল,
সত্যি তখন তোমায় ভেবেছি অনেক দুর্বল।।
শিশির ভেজা ঐ সকালে হয়তো তোমারই ছিল ভুল,
যত্ন করে কুড়িয়েছিলে ধুলোয় লুটানো একরাশ বকুল,
পড়ার টেবিলে যখন নিজহাতে সাজিয়েছিলে এতগুলো ফুল,
তুমিই জানো ভালো কিসে তোমায় করেছিল এতো ব্যকুল।।
কিছু ব্যাথা তখন হৃদয়ে রক্ত ঝরিয়েছে,
তারপর জীবন গড়ার স্বপ্ন আমায় থামিয়েছে,
সে জীবনকেও অনেক সইতে শিখিয়েছে,
তাই আজো সে এগিয়ে চলেছে।।
সত্যি আমার ভাবতে অবাক লাগে,
এই কি তুমি যে নাকি,
নিজেকে ভেবেছো,
ভালবাসার স্মারক এক লাল গোলাপ,
ধুর!! এক চিলতে ভালবাসা,
যার বাকিটা শুধুই পাপ।
ধুর!! তুমি কি সত্যি,
তোমায় ভেবেছিলে এতো নিষ্পাপ।
ছলনাময়ী আমি বুঝেছি কি আশা ছিল তোমার,
কষ্টই সবথেকে বড় সুখ যার,
কিইবা করবে তুমি তার,
তাইতো দিইনি তোমায় ভালোবাসা আমার ।।
নিজেকে নিয়েই ভেবেছো তুমি, কেটেছে অখণ্ড অবসর,
হয়তো তোমার মনে জেগেছিল প্রত্যাশার বালুচর,
দেখে হাসনাহেনাস্নাত রজনী, কিংবা শিউলি ঝরা ভোর,
হয়তো নিতান্ত অজান্তেই খুলেছিলে মনের দোর।।
অজানা কিছু আশংকা আর হতাশায়,
প্রিয়তমা, আমিতো বুক বাঁধিনি তোমার আশায়,
বিশ্বাসও রাখতে পারিনি, বলেছি বিদায়,
প্রিয়তমা, সত্যি বিদায় বলেছি তোমায়।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন