মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

আপনার কম্পিউটারের জন্য অতি দরকারি একটি সফট্ওয়ার (না দেখলে মিস করবেন)

 ***সফট্ওয়ারটি দিয়ে যে যে কাজ করা যাবে***
  • পার্টিশনের কোন রকম সমস্যা থাকলে তা চেক করতে পারবেন এবং সমস্যা সমাধান করতে পারবেন
  • পার্টিশন ক্রীয়েট করতে পারবেন
  • আমরা সাধারনত বিভিন্ন  পার্টিশনকে H,F,I,K বলে থাকি নিজের ইচ্ছামত H,F,I,K এগুলো চেন্জ করে নিতে পারবেন
  • পার্টিশন লুকিয়ে রাখতে পারবেন
  • পার্টিশন ডিলেট রতে পারবেন
  • পার্টিশন ফরমেট করতে পারবেন
  • পর্টিশনের সব ধরনের ডিটেইলস দেখতে পারবেন
  • পার্টিশন ফরমেট করা ছাড়াই পার্টিশনের মেগাবাইট কম বেশী করতে পারবেন
  • পার্টিশন ক্লীন করতে পারবেন
  • পার্টিশন ডিফ্রেজ করতে পারবেন
  • পার্টিশনের নাম চেন্জ করতে পারবেন

তাছাড়া আরও বেশ কয়েক রকম কাজ করতে পারবেন এই সফট্ওয়ার দিয়ে ।
এই সফট্ওয়ারটি ব্যবহার করা খুব সহজ সেই জন্য ব্যবহারের নিয়ম লিখলাম না ।
সফট্ওয়ার Home Version তাই রেজিস্টেশনের কোন ঝামেলা নেই ।
সফট্ওয়ারটি ডাউনলোড করতে

গুগল চশমার আবিষ্কারক লিউনার্দো দা ভিঞ্চি?

গুগলের আবিস্কৃত গুগল চশমার আবিষ্কারক ভিঞ্চি কিনা সেটা নিয়ে অনেক গবেষণা চলছে।
১৫ শতকের রেনেসাঁর লিউনার্দো দা ভিঞ্চি, যাকে শত শত আধুনিক ডিভাইস উদ্ভাবনের কৃতিত্ব দিতে হয়। বন্দুক থেকে হেলিকপ্টার সব কিছুই তাঁর নকশা অনুযায়ী করা।
ডক্টর বার্ট ওয়াইল্ড বলেন তাঁর রেখে যাওয়া ছক  এবং নোটের মধ্যে গবেষকদের জন্য গুপ্তধন লুকিয়ে রয়েছে । ইলিনয় বিশ্ববিদ্যালয়ের গবেষক বলেন- গুগল গ্লাসের মত অনেক কিছুর  মূল নকশা  তৈরি করতে লিউনার্দো দা ভিঞ্চির আবিষ্কারের ভূমিকার রয়েছে।
"অঙ্কনটি অপূর্ণাঙ্গ, কিন্তু টেক্সট এবং স্বারকলিপি সন্দেহাতীত," একটি ফোন সাক্ষাত্কারে বলেন ডক্টর ওয়াইল্ড।
ভিঞ্চির আঁকা ছবিতে (নিচে দেখুন) একজন মানুষের মাথা আঁকা, এবং তার চারপাশে তুলনামূলকভাবে পাতলা এবং কানের পিছনে থেকে শুরু হয়ে পুরু মুখের চারপাশ ঘুরে অন্য কানকে আবৃত করেছে। নকশা অনুযায়ী এটি নাকের দুই হাড়ের অংশকে ভিত্তি করে অবস্থান করে আছে এমন। আর চোখের একপাশে বক্সের মত যেটা দেখতে চশমার মত দেখায়।
এই লেন্সের আর ও একটি ছবি আঁকেন ভিঞ্চি। তবে সেটি বুঝা কঠিন যা অন্য বিষয় বলে মনে হয়। -এভাবে ব্যক্ত করেন ওয়াইল্ড।
ভিঞ্চির আঁকা নকশা-
DaVinci-Thumb
২৯ বছর বয়সী নিউক্লিয়ার পদার্থবিদ দা ভিঞ্চি ছোট ছোট লোম কোপ নিয়ে কাজ করার জন্য লেন্স আবিষ্কার করেছিলেন, গুগল চশমার ধারণা তাঁর ছিলনা।
কিন্তু একবিংশ শতাব্দীতে এসে দেখা গেল গুগলের তৈরি গুগল চশমা তাঁর নকশার সাথে সামঞ্জস্যপূর্ণ!
নিচের ছবিতে দেখুন গুগল গ্লাস-
GoogleGlass_15
নিচে সম্পুর্ন চিত্র দেখুন-
DaVinci-Google-Glass
এই বিষয়ে গুগল অবশ্য কোন মন্তব্য করেননি! তবে যায় হোক না এটার মাষ্টার প্ল্যান এর কৃতিত্ব দা ভিঞ্চিকেই দিতে হবে। কারন যখন নকশাটা করেন দা ভিঞ্চি তখন গুগলের কো-ফাউন্ডার এবং গুগল চশমার প্রস্তাবক প্রধান সার্জে ব্রিনের ও জন্ম হয়নি।

মোজিলা ফায়ারফক্সে একই সময়ে বিভিন্ন আইডিতে লগইন করুন

আপনার একের অধিক ফেসবুক একাউন্ট রয়েছে? কিংবা টুইটার একাউন্ট? কিংবা কোন ব্লগ/ফোরাম একাউন্ট?
যদি এমন হয় যে আপনি একসাথে একই ব্রাউজারের সাহায‌্যে অনেকগুলো আইডিতে লগইন করতে পারছেন তবে কেমন হয়?
আজ আমি আপনাদেরকে শিখাবো কীভাবে আপনি একই ব্রাউজার থেকে একই সময়ে একই নেটওয়ার্কের বিভিন্ন আইডিতে লগইন করবেন, হোক তা ফেসবুকে কিংবা টুইটারে কিংবা অন্য কোন ফোরামে।
আপনাদেরকে আমি আজ তাই শিখাচ্ছি।
তার জন্য আপনাকে মোজিলা ফায়ারফক্সে একটি এডঅনস ইন্সটল করতে হবে।
এই এডঅনসটির নাম Mltifox , যার নির্দিষ্ট ভার্শনটি আপনার নির্দিষ্ট মোজিলা ফায়ারফক্স ভার্শনে ইন্সটল করার মাধ্যমে আপনি মাল্টি-একাউন্টে লগইন করতে পারবেন।
আগে আপনার মোজিলা ফায়ারফক্সের ভার্শনটি সম্পর্কে নিশ্চিত হয়ে নিন। আপনার ব্রাউজারের মেন্যু থেকে Help এর আওতায় About Firefox এ ক্লিক করে আপনি আপনার ভার্শন সম্পর্কে জানতে পারবেন যে এটি কততম ভার্শন।
তারপর এখানে ক্লিক করে আপনার ভার্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ এডঅনসটি ইন্সটল করে নিন।
ইন্সটল হয়ে গেলে আপনার ব্রাউজার রি-স্টোর করার নোটিশ আসবে। আপনার ব্রাউজারটি রি-স্টোর করে নিন।
ব্যাস, হয়ে গেল।
ভাবছেন এবার কীভাবে ব্যাবহার করবেন?
তাও বলছি।
আপনার ব্রাউজারের File মেন্যুতে ক্লিক করার পর New Identity Profile অপশন পাবেন। সেখানে ক্লিক করার পর আপনি নতুন ওয়ইন্ডো পাবেন। এবার নতুন উইন্ডোতে নতুন করে আপনার অন্য সব আইডিতে লগইন করে ব্যাবহার করতে পারবে।
এইভাবে আপনি একসাথে অনেকগুলো আইডিতে লগইন করে একই সময়ে একসাথে চালাতে পারবেন।

ড্রপবক্সের শেয়ার নিয়ে কিছু কথা

বর্তমান সময়ে আমরা মোটামুটি সবাই ড্রপবক্স ব্যবহার করি এবং দিনে দিনে এতা বেস জনপ্রিয় হচ্ছে। যাদের ড্রপবক্স  নেই তারা এই আমার রেফারেল লিংকে গিয়ে একটা একাউন্ট করতে পারেন।
আজ আমরা ড্রপবক্সের একটা অপশন 'শেয়ার' নিয়ে কথা বলবো। ড্রপবক্সে দুই ভাবে শেয়ার করা যায়।
এক. রেগুলার শেয়ার
দুই. শেয়ার লিংক
 
এক. রেগুলার শেয়ারঃ রেগুলার শেয়ার হলো, আপনার ড্রপবক্স থেকে আপনি একটি ফোল্ডার আর এক জনের ড্রপবক্সে শেয়ার করার জন্য তাকে ই-মেইলের মাধ্যমে ইনভাইট করবেন। আপনার ইনভাইটেশন থেকে যখন উনি একসেপ্ট করে তার ড্রপবক্সে ডাটা সহ ফোল্ডার রাখবেন তখন আপনি ই-মেইলের মাধ্যমে কনফার্মেশন পাবেন।এর পর থেকে যত বার আপনি কোন ডাটা পরিবর্তন করবেন, ডাটা যোগ করবেন, ডাটা ডিলিট করবেন ঐ ফোল্ডারে ততবার আপনার এবং আপনি যার কাছে শেয়ার করেছেন, সেই ফোল্ডার দুইটির ডাটা এক সাথে পরিবর্তন হবে। আপনার পিসি, ল্যাপটপে ডাটা পরিবর্তেন সময় উনি যদি অনলাইনে না থাকেন তাতেও সমস্যা নাই। যখনই তার পিসি, ল্যাপটপ অনলাইনে আসরে তখন ডাটা আপডেট হবে। আপনি চাইলে ফোল্ডার শেয়ার করার সময় অপশন দিতে পারেন, এই ফোল্ডার কে উনি আর কারো কাছে শেয়ার করতে পারবেন কি না। আপনার মনে হতে পারে যদি আপনার শেয়ার কৃত ফোল্ডার থেকে কোন ডাটা ডিলিট করে দেয়, যাকে আপনি শেয়ার দিয়েছেন। তাহলে কি হবে। কোন সমস্যা নেই। কারণ আপনি শেয়ার দিয়েছেন। আপনাকে ড্রপবক্সের ওয়েব সাইটে গিয়ে আপনার একাউন্টে লগ-ইন করে ডাটা ফিরে পাবেন।

 

দুই. শেয়ার লিংকঃ শেয়ার লিংক হলো, আপনি আপনার একাউন্টে থাকা যেকোন একটি ফাইল আপনি শেয়ার করছেন সবার কাছে তা ডাউনলোড করার জন্য। এই লিংকের ডাটা ডাউনলোড করে নেবার জন্য কোন ড্রপবক্স একাউন্ট দরকার হয় না। শুধু শেয়ার লিংকটাই যথেষ্ট। আপনি যেভাবে শেয়ার লিংক করবেন, আপনার ড্রপবক্স ফোল্ডারের ভিতর গিয়ে যে ফাইল, ফোল্ডার শেয়ার করতে চান, সেইটা সিলেক্ট করে, রাইট কিক্ল করে Dropbox> Share Link. ড্রপবক্স থেকে আপনি একটি লিংক পাবেন। এইটা আপনি শেয়ার করতে পারেন।
ড্রপবক্সের ফ্রি একাউন্টে ২জিবি জায়গা পাওয়া যায়। আপনি রেফারেল (আমার রেফারেল ব্যবহার করলে আমি ৫০০মেগাবাইট ফ্রি পাবো) ব্যবহার করে ১৬জিবি পর্যন্ত জায়গা পাবেন।

এবার তৈরী করুন নাম ছাড়া ফোল্ডার

এবার তৈরী করুন নাম
ছাড়া ফোল্ডার
.
.
নাম ছাড়া ফোল্ডার বানাতে চাইলে নিচের
নিয়মটি অনুসরন করুন-
1. একটি ফোল্ডার
তৈরি করুন যে কোন
নামে।
2.এবার ফোল্ডারটি সিলেক্ট
করে কী-
বোর্ড থেকে F2 চাপুন
অথবা ফোল্ডারটির উপর
মাউসের রাইটবাটন
ক্লিক করে Rename এ ক্লিক করুন।
3. এবার কী বোর্ড
থেকে Alt
(right)
কীচেপে ধরে রেখে কীপ্যাড
হতে 0160 চাপুন। 4. Alt কী ছেড়ে দিন।
তাহলে ফোল্ডারের
নামটি মুছে যাবে তখন
কী বোর্ড
হতে Enter প্রেস করুন।
5. ব্যাস কাজ শেষ, নাম ছাড়া ফোল্ডার তৈরী।