মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৩

এবার তৈরী করুন নাম ছাড়া ফোল্ডার

এবার তৈরী করুন নাম
ছাড়া ফোল্ডার
.
.
নাম ছাড়া ফোল্ডার বানাতে চাইলে নিচের
নিয়মটি অনুসরন করুন-
1. একটি ফোল্ডার
তৈরি করুন যে কোন
নামে।
2.এবার ফোল্ডারটি সিলেক্ট
করে কী-
বোর্ড থেকে F2 চাপুন
অথবা ফোল্ডারটির উপর
মাউসের রাইটবাটন
ক্লিক করে Rename এ ক্লিক করুন।
3. এবার কী বোর্ড
থেকে Alt
(right)
কীচেপে ধরে রেখে কীপ্যাড
হতে 0160 চাপুন। 4. Alt কী ছেড়ে দিন।
তাহলে ফোল্ডারের
নামটি মুছে যাবে তখন
কী বোর্ড
হতে Enter প্রেস করুন।
5. ব্যাস কাজ শেষ, নাম ছাড়া ফোল্ডার তৈরী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন