বুধবার, ১৭ এপ্রিল, ২০১৩

সি প্যানেল চেইন টিউন [পর্ব–৩] :: Files

আজ আলোচনা করব Files নিয়ে । চলুন একনজরে দেখে নেই কি আছে Files নামের এই অংশে :

  • ১। Backups
  • ২। Backup Wizard
  • ৩। File Manager
  • ৪। Legacy File Manager
  • ৫। Web Disk
  • ৬। Disk Space Usage
  • ৭। FTP Accounts
  • ৮। FTP Session Control
  • ৯। Anonymous FTP
একটি সাধারন সি-প্যানেল এ Files অংশে মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো। এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন- সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)
  • Backups : এই অপশনটি ওয়েব সাইট এর জন্য খুবই গুরুত্তপুর্ন । ওয়েব সাইট এর সকল তথ্য Backup রাখা বা রিষ্টর করতে এটি ব্যবহার করা হয়ে থাকে । কেননা যেকোন উপায়ে আপনার ওয়েব সাইট এর তথ্য হারালে বা নষ্ট হলে , ওয়েব সাইট কে আগের অবস্থায় আনতে ব্যাকআপ রিষ্টর করে পুনরায় ফিরে পেতে পারেন আপনার ওয়েব সাইটের সমস্ত তথ্যগুলো ।
  • Backup Wizard : এটির কাজও ঠিক Backups এর মতই তবে ব্যবহার বিধির দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম রয়েছে ।
  • File Manager: ওয়েব সাইট এর যাবতিয় কাজই প্রায় File Manager দিয়ে সম্পাদিত হয়। কেননা নতুন ফাইল তৈরি,ফাইল আপলোড,ফাইল ডাউনলোড , ফাইল পারমিশন পরিবর্তন, ফোল্ডার তৈরি সবকিছু এখান থেকে করা হয়ে থাকে। তবে কাজে ভিন্নতা অনুসারে এই কাজ গুলো File Manager এর অন্য অপশন গুলো দিয়ে করা হয়।
  • Legacy File Manager : File Manager এর মত কিছু অপশন নিয়ে  Legacy File Manager গঠিত । তবে ব্যবহার বিধির দিক দিয়ে কিছুটা ব্যতিক্রম আছে।
  • Web Disk : এখান থেকেও আপনার হস্টিং এর ফাইল গুলো নিয়ন্ত্রন করতে পারবেন। তবে এর কাজ একটু ব্যতিক্রম।
  • Disk Space Usage: এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ওয়েব সাইটের জন্য নির্ধারিত জায়গার কতটুকু আপনি ব্যবহার করেছেন ।
  • FTP Accounts: সাধারন ভাবে আমরা বুঝি FTP মানে File Transfer Protocol । হা মুলত ফাইল ট্রান্সফার এর কাজ গুলো FTP দিয়ে করা হয় । যেমন ওয়েব সার্ভার থেকে ফাইল ডাউনলোড বা ওয়েব সার্ভারে ফাইল আপলোড এর কাজ  FTP দিয়ে করা হয় । File Manager এর সাথে এর বড় পার্থক্য হল  সফটওয়্যার দিয়ে FTP ব্যবহার অনায়াসে ফাইল ট্রান্সফার এর কাজ করা যায় ।
  • FTP Session Control : FTP Session এর মাধ্যমে আপনি আলাদা আলাদা করে দেওয়া FTP একাউন্ট মনিটর করতে পারবেন ।
  • Anonymous FTP :  Anonymous FTP পাবলিক File গুলো ডাউনলোড কারার ক্ষমতা রাখে । তাছারা আপনি  anonymous FTP অনুমদন দিলে anonymous FTP directory তে পাসওরার্ড ছারা একসেস দিতে পারেন। তাই এই সুবিধা সিস্টেমের জন্য হুমকি হয়েও দেখা দিতে পারে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন