বৃহস্পতিবার, ২১ জুন, ২০১২

স্কাইপেতে এইচডি ভিডিও কল সুবিধা

ইন্টারনেটে ভিডিও চ্যাটিং সুবিধার জনপ্রিয় সফটওয়্যার স্পাইপে এবার যুক্ত হয়েছে হাই ডেফিনেশন (এইচডি) ভিডিও কল করার সুবিধা। সম্প্রতি স্কাইপের অফিশিয়াল ব্লগে এ তথ্য জানানো হয়। ২০১১ সালে ৮৫০ কোটি ডলারের বিনিময়ে স্কাইপে কিনে নিয়েছে বিশ্বখ্যাত সফটওয়্যার প্রতিষ্ঠান মাইক্রোসফট। মাইক্রোসফটের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য তৈরি স্কাইপ ৫.৮ সংস্করণটিতে এ সুবিধা যুক্ত হচ্ছে বলে জানা গেছে। তবে ভিডিও কল করার ক্ষেত্রে ব্যবহারকারীর এইচডি ওয়েবক্যাম আর দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা থাকতে হবে। নতুন এ সুবিধার পাশাপাশি সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুকের গ্রুপ শেয়ারসহ বেশ কিছু ফিচারও যুক্ত হচ্ছে স্কাইপেতে। স্কাইপের নতুন সংস্করণে ফিচার হিসেবে যোগ হচ্ছে গ্রুপ স্ক্রিন শেয়ার, পুশ টু টক, মাইক্রোসফটের সার্চ ইঞ্জিন বিং টুলবার ব্যবহারের সুযোগ, ফেসবুক কন্টাক্ট লুকানোর সুবিধা ইত্যাদি। এ ছাড়া স্কাইপের নির্ধারিত প্রিমিয়াম সদস্যরা কনফারেন্স কলে একসঙ্গে অনেকের সঙ্গেই যোগাযোগ করতে পারবেন। এ ছাড়া মাইক্রোসফট আরও নানা ধরনের সুবিধা যুক্ত করছে বলেও জানা গেছে। নতুন এ সুবিধা স্কাইপে ব্যবহারকারী যেমন বাড়াবে, তেমনি গ্রাহকেরা নানা ধরনের সুবিধাও পাবেন বলে আশাবাদী কর্তৃপক্ষ। —স্কাইপে ব্লগ ও গ্যাজেট হেল্পলাইন অবলম্বনে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন