ওয়েব নিরাপত্তা প্রতিষ্ঠান ব্যারাকুডার প্রযুক্তি বিশেষজ্ঞরা ফেসবুকে ভুয়া
অ্যাকাউন্ট শনাক্তে গবেষণা চালিয়েছেন। এ গবেষণার ফল ফেসবুকের ভুয়া
অ্যাকাউন্ট শনাক্তে কাজে লাগবে বলেই ব্যারাকুডার প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে
করছেন।
ব্যারাকুডার বিশেষজ্ঞদের বরাতে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে,
তথ্য হাতিয়ে নিতে এবং স্প্যাম, ভাইরাস ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট খোলা হয়। এসব
অ্যাকাউন্টে থাকে ভুয়া ছবি ও তথ্য।
গবেষণায় ব্যারকুডার গবেষকেরা দেখেছেন, ভুয়া অ্যাকাউন্টধারীর ফেসবুকে বন্ধুর
সংখ্যা থাকে অনেক বেশি। গড়ে ৭২৬ জন পর্যন্ত হতে পারে। ভুয়া অ্যাকাউন্ট
থেকে গড়ে ১৩৬ বার পর্যন্ত ছবি ট্যাগ করা হয়। ৯৭ শতাংশ ক্ষেত্রে নিজেকে নারী
হিসেবে দাবি করে এরা। এ ছাড়া এসব অ্যাকাউন্ট থেকে নিয়মিত স্ট্যাটাস আপডেট
করা হয় না। শতকরা ৪০ ভাগ অ্যাকাউন্ট থেকে আদৌ কোনো স্ট্যাটাস আপডেট করা হয়
না।
ব্যারাকুডা নেটওয়ার্কসের প্রধান গবেষণা কর্মকর্তা পল জাজ জানিয়েছেন, ‘স্প্যাম ছড়ানোর পাশাপাশি তথ্য চুরিসহ এরা প্রতারণাও করতে পারে।’
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন