ওয়ালেট বা মানিব্যাগই খরচ কমাবে! এমন বিষয় মাথায় রেখে গবেষকেরা তৈরি করেছেন
বিশেষ মানিব্যাগ। এ মানিব্যাগ সহজেই খরচ কমাতে সাহায্য করবে। ম্যাসাচুসেটস
ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকেরা সম্প্রতি আবিষ্কার করেছেন এ
মজার মানিব্যাগ। তাঁরা জানিয়েছেন, যখন মানিব্যাগে টাকার পরিমাণ কমে যাবে,
তখন এর কবজা নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আবার যখন টাকা ভর্তি থাকবে, তখন তা
স্বাভাবিক আচরণ করবে। মানিব্যাগের কবজা নিয়ন্ত্রণের জন্য এর সঙ্গে একটি চিপ
জুড়ে দেওয়া হয়েছে।
গবেষকেরা এই ওয়ালেট বা মানিব্যাগের নাম দিয়েছেন ‘প্রোভারবিয়াল ওয়ালেট’। মানিব্যাগের সঙ্গে যুক্ত রয়েছে ব্লুটুথ ডিভাইস। মজার ব্যাপার হলো, মুঠোফোন থেকে এ মানিব্যাগের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়। আর মাসিক খরচের বাজেট আগে থেকে ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় মানিব্যাগটি কৃপণের মতো আচরণ শুরু করবে। কিছুতেই তা থেকে টাকা বের হতে চাইবে না। শুধু তা-ই নয়, ব্যাংকে টাকা লেনদেনের সময় এ মানিব্যাগ ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনে খরচ মেটানো কিংবা খরচ বাঁচাতেও এ মানিব্যাগ সতর্ক করে দেবে। বর্তমানে এমআইটির গবেষণাগারে নতুন প্রযুক্তির মানিব্যাগটি পরীক্ষমূলক পর্যায়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই এটি বাজারে ছাড়া হবে। তবে এর মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
গবেষকেরা এই ওয়ালেট বা মানিব্যাগের নাম দিয়েছেন ‘প্রোভারবিয়াল ওয়ালেট’। মানিব্যাগের সঙ্গে যুক্ত রয়েছে ব্লুটুথ ডিভাইস। মজার ব্যাপার হলো, মুঠোফোন থেকে এ মানিব্যাগের প্রোগ্রাম আগে থেকেই ঠিক করে রাখা যায়। আর মাসিক খরচের বাজেট আগে থেকে ঠিক করে রাখলে বাজেটের অতিরিক্ত খরচের সময় মানিব্যাগটি কৃপণের মতো আচরণ শুরু করবে। কিছুতেই তা থেকে টাকা বের হতে চাইবে না। শুধু তা-ই নয়, ব্যাংকে টাকা লেনদেনের সময় এ মানিব্যাগ ভাইব্রেট মোডে সংকেতও দেবে। কোনো কিছু না কিনে খরচ মেটানো কিংবা খরচ বাঁচাতেও এ মানিব্যাগ সতর্ক করে দেবে। বর্তমানে এমআইটির গবেষণাগারে নতুন প্রযুক্তির মানিব্যাগটি পরীক্ষমূলক পর্যায়ে আছে। গবেষকেরা জানিয়েছেন, শিগগিরই এটি বাজারে ছাড়া হবে। তবে এর মূল্য সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন