মঙ্গলবার, ১২ জুন, ২০১২

Delete your PC icon arrow

কম্পিউটারের ডেস্কটপের আইকনে অনেক সময়ই একটি এরো চিহ্ন দেখতে পাওয়া যায় যা আমাদের অনেকেরই পছন্দ নয়। তাছাড়া এই এরো চিহ্নটি দেখতে খারাপ লাগে।আইকনগুলিকে কেমন ভাইরাস ভাইরাস মনে হয়। যারা এই এরো চিহ্নটি দেখতে অপছন্দ করেন তাদের জন্যই আজকের এই টিউন।
প্রথমেই Start এ ক্লিক করুন। তারপর Run এ ক্লিক করুন। Open বক্স এ টাইপ করুন regedit এবং এন্টার দিন। দেখুন লেখা আছে HKEY_CLASSES_ROOT এর বাম দিকের প্লাস চিহ্নে ক্লিক করুন। তারপর দেখুন লেখা আছে LNKFILE । এটার উপর ক্লিক করুন। ডান দিকে বড় খালি যায়গায় দেখুন লেখা আছে IsShortcut। এই অংশটুকু সিলেক্ট করে ডিলিট করে ফেলুন। Close করে বেরিয়ে আসুন। এবার পিসিটি Restart দিন। দেখুন আপনার ডেস্কটপের আইকনে কোন এরো চিহ্ন নেই।

1 টি মন্তব্য: