মঙ্গলবার, ৩ জুলাই, ২০১২

পকেট টিভি!

বাড়িতে থাকা বড় টেলিভিশন সেটটিকে যদি ট্যাবলেট কম্পিউটার ও মোবাইল ফোনের বিকল্প হিসেবে ব্যবহার করা সম্ভব হয়, তাহলে কেমন হবে? টেলিভিশনকে ট্যাবলেট ও মোবাইল ফোন হিসেবে ব্যবহার করা সম্ভব হবে ছোট আকারের একটি ইউএসবি-সদৃশ পণ্যের সাহায্যে। পণ্যটির নাম ‘পকেট টিভি’।
দুবাইভিত্তিক ইলেকট্রনিক পণ্যনির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিটেক ‘পকেট টিভি’ নামের এই যন্ত্রটি উদ্ভাবনে কাজ করছে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
পকেট টিভি নামের এ পণ্যটি টেলিভিশনের এইচডিএমআই পোর্টে লাগিয়ে দিলেই টেলিভিশনটি ট্যাবলেট কম্পিউটার বা মোবাইল ফোনের কাজ করতে সক্ষম হবে।
পকেট টিভির অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহূত হবে গুগলের অ্যান্ড্রয়েড সংস্করণ আইসক্রিম স্যান্ডউইচ। এর ফলে স্মার্টফোন ব্যবহার করে যে কাজ করা সম্ভব, টেলিভিশনের স্ক্রিনেও সেই একই কাজ করা সম্ভব হবে।
পকেট টিভির দাম হবে ১৬০ ডলার। ইনফিনিটেক জানিয়েছে, এ বছরের অক্টোবর মাস নাগাদ পকেট টিভি আন্তর্জাতিক বাজারে চলে আসবে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন