মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

আসুন দেখি আপনার কম্পিউটার ছেলে নাকি মেয়ে

এটি একটি মজাদার ট্রিক।  আর মাধ্যমে আওনি জানতে পারবেন আপনার কম্পিউটার পুরুষ নাকি মহিলা।
মোটামুটি সব উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এটি  কাজ করে। তাই শুরু করা যাক ।
১. নোটপ্যাড খুলুন  এবং নিম্নলিখিত কোড পেস্ট করুন
 CreateObject("SAPI.SpVoice").Speak"i love you"
২. ফাইলটি “gender.vbs”  নামে সেভ  করুন ।
৩.  এখন, ফাইলটি ওপেন করুন
৪. আপনি পুরুষ ভয়েস শুনতে পান, তাহলে আপনার কম্পিউটারে পুরুষ এবং আপনি মহিলা ভয়েস শুনতে পান তাহলে আপনার কম্পিউটার মহিলা ।
আমার কম্পিউটার হইল women।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন