বুধবার, ১৩ জুন, ২০১২

বিনামূল্যে অ্যাপল `অ্যাপ্লিকেশন' ব্যবহারের সুযোগ!

সম্প্রতি এক টুইট বার্তায় অ্যাপল জানিয়েছে, প্রতিষ্ঠানটি তাদের অ্যাপ স্টোরের জনপ্রিয় সব অ্যাপ্লিকেশন বিনামূল্যে ব্যবহারের সুযোগ করে দিতে যাচ্ছে। `ফ্রি অ্যাপ অব দ্য উইক' নামে একটি সেবা চালু করার ঘোষণায় এ তথ্য দিয়েছে অ্যাপল। অ্যাপলের `অ্যাপ স্টোর' ও `অ্যাপ' ব্যবসা আরও বাড়ানো ও প্রচারের জন্যই এ সুবিধাটি চালু করছে প্রতিষ্ঠানটি। এক খবরে জানিয়েছে এনডিটিভি।
অ্যাপ স্টোরের নিজস্ব টুইটার অ্যাকাউন্ট থেকে এক টুইট বার্তায় ব্যবহারকারীদের বিনামূল্যে অ্যাপ্লিকেশন পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, বিনামূল্যের অনেক অ্যাপ্লিকেশন বা জনপ্রিয় অনেক অ্যাপ্লিনকেশনের ক্ষেত্রেও সাধারণত অ্যাপ স্টোরের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট করা হয় না। তবে এবারে বিনামূল্যে জনপ্রিয় অ্যাপ্লিকেশন ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। বিষয়টি অনেকটা আমাজনের `ফ্রি অ্যাপ অব দ্য ডে'র মত হত পারে।
অ্যাপল এক্ষেত্রে প্রতি সপ্তাহের সেরা অ্যাপ্লিকেশনটি অ্যাপ স্টোর থেকে বিনামূল্যে ব্যবহারের সুযোগ দেবে।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন