বুধবার, ১৩ জুন, ২০১২

‘সেভেন সামুরাই’ রিমেকে টম ক্রুজ

জাপানের প্রখ্যাত চলচ্চিত্র-নির্মাতা আকিরা কুরোসওয়ার ‘সেভেন সামুরাই’ মুক্তি পেয়েছিল ১৯৫৪ সালে। এর ছয় বছর বাদে ছবিটির হলিউডের রিমেক ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ তৈরি করেন মার্কিন চিত্রনির্মাতা জন স্টার্জেস। এবার কুরোসওয়ার সেভেন সামুরাই অবলম্বনে নির্মিত ‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’-এর একটি রিমেক ছবি তৈরির পরিকল্পনা করেছে এমজিএম। সবকিছু ঠিক থাকলে ছবিটিতে অভিনয় করবেন ‘মিশন ইম্পসিবল’ তারকা টম ক্রুজ।
শিগগিরই পুরোদমে ছবিটির কাজ শুরু করতে চায় এমজিএম। এই মুহূর্তে ছবিটির চিত্রনাট্যকার এবং পরিচালক নির্বাচনের কাজ চলছে। তবে এরই মধ্যে ছবিটিতে অভিনয়ের জন্য আগ্রহ প্রকাশ করেছেন টম ক্রুজ। ছবিটিতে ভাড়াটে এক বন্দুক যোদ্ধার চরিত্রে দেখা যাবে তাঁকে।
‘দ্য ম্যাগনিফিসেন্ট সেভেন’ ছবিটির প্রধান সাতটি চরিত্রে অভিনয় করেছিলেন ইয়্যুল ব্রাইনার, স্টিভ ম্যাকুইন, চার্লস ব্রনসন, জেমস কোবার্ন, রবার্ট ভগ, ব্র্যাড ডেক্সটার এবং হর্সট বাখলজ।
ছবির কাহিনিতে রয়েছে মেক্সিকোর একটি গ্রামে কালভেরা নামের এক ডাকাত সর্দারের তার দলবল নিয়ে বারবার ডাকাতি করে। ডাকাতি করে চলে যাওয়ার সময় তারা প্রতিবার বলে যায় যে, আবারও তারা গ্রাম লুটতে আসবে। অতিষ্ঠ হয়ে ডাকাতের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য সাতজন বন্দুক যোদ্ধার একটি দলকে ভাড়া করে গ্রামবাসীরা।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন