সম্প্রতি গবেষকেরা নতুন ধরনের অণু সংশ্লেষ করেতে গিয়ে এর গঠন চিত্রের সঙ্গে
অলিম্পিক লোগোর পাঁচটি বৃত্তের অদ্ভুত এক মিল খুঁজে পেয়েছেন। এক খবরে
বিবিসি জানিয়েছে, অলিম্পিক লোগোর সঙ্গে মিল থাকায় গবেষকেরা এ অণুর নাম
রেখেছেন ‘অলিম্পিসিন’।
এক মিটারের বিলিয়ন ভাগের এক ভাগ আকারের এই কার্বন অণুটি পারমাণবিক মাইক্রোস্কোপে পরীক্ষা করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ও ইউনিভার্সিটি অব ওয়ারউইকের গবেষকেরা।
আইবিএম রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, তাঁরা প্রথমবারের মতো পেন্টাসিন নামে একটি অণু তৈরিতে সফল হয়েছেন। এ অণুটি একটি রেখার ওপর পাঁচটি বৃত্ত তৈরি করেছে, যা হুবহু অলিম্পিক লোগোর মতো।
অলিম্পিক লোগো সদৃশ এ অণু তৈরির ধারণা দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান গবেষক গ্রাহাম রিচার্ড। তাঁর ধারণা নিয়ে ইউনিভার্সিটি অব ওয়ারউইকের গবেষক অনীশ মিস্ত্রি ও ডেভিড ফক্স স্ক্যানিং টানেলিং পদ্ধতিতে নতুন এই অণুর রেসিপি তৈরি করেন।
গবেষকেরা জানিয়েছেন, অলিম্পিসিনের ছবি দেখে এর গঠনটি স্পষ্ট বোঝা যায়। এ ছাড়া এ গবেষণার ফলে ‘গ্রাফিনি’র মতো কার্বনের যৌগ কীভাবে গঠিত হয় সে সম্পর্কেও জানা যাবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান গবেষক গ্রাহাম রিচার্ড জানিয়েছেন, ‘অলিম্পিসিন’ তৈরির সাফল্য রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের এ বিষয়ে আরো বেশি আগ্রহী করে তুলবে।
এক মিটারের বিলিয়ন ভাগের এক ভাগ আকারের এই কার্বন অণুটি পারমাণবিক মাইক্রোস্কোপে পরীক্ষা করেছেন ইন্টারন্যাশনাল বিজনেস মেশিনস (আইবিএম) ও ইউনিভার্সিটি অব ওয়ারউইকের গবেষকেরা।
আইবিএম রিসার্চের গবেষকেরা জানিয়েছেন, তাঁরা প্রথমবারের মতো পেন্টাসিন নামে একটি অণু তৈরিতে সফল হয়েছেন। এ অণুটি একটি রেখার ওপর পাঁচটি বৃত্ত তৈরি করেছে, যা হুবহু অলিম্পিক লোগোর মতো।
অলিম্পিক লোগো সদৃশ এ অণু তৈরির ধারণা দিয়েছিলেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান গবেষক গ্রাহাম রিচার্ড। তাঁর ধারণা নিয়ে ইউনিভার্সিটি অব ওয়ারউইকের গবেষক অনীশ মিস্ত্রি ও ডেভিড ফক্স স্ক্যানিং টানেলিং পদ্ধতিতে নতুন এই অণুর রেসিপি তৈরি করেন।
গবেষকেরা জানিয়েছেন, অলিম্পিসিনের ছবি দেখে এর গঠনটি স্পষ্ট বোঝা যায়। এ ছাড়া এ গবেষণার ফলে ‘গ্রাফিনি’র মতো কার্বনের যৌগ কীভাবে গঠিত হয় সে সম্পর্কেও জানা যাবে।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রধান গবেষক গ্রাহাম রিচার্ড জানিয়েছেন, ‘অলিম্পিসিন’ তৈরির সাফল্য রসায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং শিক্ষার্থীদের এ বিষয়ে আরো বেশি আগ্রহী করে তুলবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন