বুধবার, ১৩ জুন, ২০১২

বিশ্বের বৃহত্তম হাইব্রিড ট্যাব!

তাইওয়ানের তাইপে শহরে অনুষ্ঠিত ‘কম্পিউটেক্স ২০১২’ উপলক্ষে উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমচালিত ল্যাপটপ ও ট্যাবলেটের হাইব্রিড পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস। এক খবরে বিবিসি এ তথ্য জানিয়েছে। আসুসের দাবি, ‘ট্রান্সফরমার বুক’ নামের যে পণ্যটিই হবে বিশ্বের বৃহত্তম হাইব্রিড ট্যাব।
আসুসের চেয়ারম্যান জনি শিহ জানিয়েছেন, ‘ট্রান্সফরমার বুক’ নামের হাইব্রিড ট্যাবলেটটি সাধারণ ল্যাপটপের মতোই ব্যবহার করা যায়। তবে প্রয়োজন পড়লে ল্যাপটপটির স্ক্রিনটি আলাদা করে ফেলা যায় এবং আলাদা স্ক্রিনটি ট্যাবলেট হিসেবে ব্যবহার করা যায়। আসুসের চেয়ারম্যান জনি শিহ দাবি করেছেন, স্ক্রিনটি আলাদা করে নিলে যে ট্যাবলেটটি দাঁড়ায়, সেটিও বিশ্বের বৃহত্তম ট্যাবলেট। আসুসের এই ট্রান্সফরমার বুক ট্যাবলেটটি ডুয়াল বুট পদ্ধতির। অর্থাত্ একই কম্পিউটারে উইন্ডোজ ৮ ও অ্যান্ড্রয়েড চালানো যাবে।
কম্পিউটেক্সে ‘ট্রান্সফরমার বুক’ ছাড়াও ‘টাইচি’ নামের আরেকটি পণ্য বাজারে আনার ঘোষণা দিয়েছে আসুস। টাইচি নামের এ ল্যাপটপটির দুটি ডিসপ্লে। যখন একটি ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়, তখন এটি ট্যাবলেট কম্পিউটার হিসেবে ব্যবহার করা যায়। যখন দুটি ডিসপ্লে ব্যবহার করা হয়, তখন হাই ডেফিনেশন স্ক্রিন হিসেবে দুজন ব্যবহারকারী দুই দিক থেকে এটি ব্যবহার করতে পারেন।
চলতি বছরের শেষ নাগাদ আসুসের উইন্ডোজ ৮ নির্ভর ট্রান্সফরমার বুক ও টাইচি বাজারে আসবে। এই পণ্য দুটির দামের বিষয়ে এখনো কোনো তথ্য জানায়নি আসুস।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন