বুধবার, ১৩ জুন, ২০১২

আসছে ‘বায়োনিক চোখ’

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা বায়োনিক চোখ বা ‘রেটিনাল ইমপ্ল্যান্ট’ উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন। তাঁরা দাবি করেছেন, এটি আলোর সাহায্যে কাজ করবে। এখন এই বায়োনিক চোখ একটি ব্যাটারি থেকে শক্তি অর্জন করবে। যন্ত্রটির জন্য ক্যামেরা লাগানো একটি বিশেষ ধরনের চশমা ব্যবহার করতে হবে। ক্যামেরাটি ছবি তুলে পাঠিয়ে দেবে মাইক্রোচিপে। চিপ থেকে সেই আলোর সংকেত চলে যাবে অপটিক স্নায়ুতে। রেটিনার অসুখে যাঁরা দৃষ্টিশক্তি হারিয়েছেন তাঁদের বায়োনিক চোখ ব্যবহারে ইতিমধ্যেই সাফল্যের মুখ দেখেছেন বিজ্ঞানীরা।
ডিভাইসটি রোগীর রেটিনার নিচে বসিয়ে দেওয়া হয়। তারপর কানের পেছনে লাগানো ব্যাটারির সঙ্গে তার দিয়ে জুড়ে দেওয়া হয় সেটিকে। রোগীর অবস্থা ভালো হলে চোখের ডাক্তারের চার্টে লেখা একেবারে ওপরের সারির বর্ণগুলো তিনি দেখতে সক্ষম হন। গবেষকেরা দাবি করেছেন, বায়োনিক চোখের এই নতুন সংস্করণে রেটিনার নিচে বসানো মাইক্রোচিপটি সাধারণ আলোর সাহায্যেই কর্মক্ষম হয়ে উঠবে। ফলে দরকার পড়বে না কানের পেছনে বসানো পরিবাহী তারের সঙ্গে সংযোগকারী ব্যাটারির। এখন পর্যন্ত মানবদেহে অত্যাধুনিক এই বায়োনিক চোখের পরীক্ষা করা হয়নি। তবে প্রাথমিকভাবে ইঁদুরের ওপর পরীক্ষা করে এর সফলতা পাওয়া গেছে।
—বিবিসি নিউজ ও টপ নিউজ অবলম্বনে Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন