বুধবার, ১৩ জুন, ২০১২

নিজেই গুছিয়ে যাবে বিছানা! (ভিডিও)

ঘুম থেকে উঠে বিছানা গোছগাছ করতে মন চাইছে না? তাহলে একটি সুইচ টিপে বিছানাকেই ঠিকঠাক হয়ে যেতে নির্দেশ দিন। বিছানা নিজেই গোছগাছ যাবে। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, সম্প্রতি বিছানা ঠিকঠাক করার স্বয়ংক্রিয় একটি পদ্ধতি উদ্ভাবন করেছে স্পেনের আসবাবপত্র-নির্মাতা প্রতিষ্ঠান ওহিয়া (ওএইইএ)। প্রতিষ্ঠানটির ভাষ্য, তাদের তৈরি ‘ওহিয়া অটোমেটিকো’ নামের এ স্মার্ট বিছানাটিই বিশ্বের প্রথম স্বয়ংক্রিয় বিছানা।
ওহিয়া বিছানার সঙ্গে একটি যান্ত্রিক হাত-সদৃশ বিশেষ যন্ত্র যুক্ত করেছে, যা অগোছাল বিছানার চাদরটিকে ও বালিশ ঠিকঠাক স্থানে বসিয়ে দিতে পারে। অবশ্য, বিছানায় কেউ শোয়া থাকলে যন্ত্রটি কাজ করে না। বিছানাটির কাঠামোতে থাকা সুইচটিতে চাপ দিতে হয়। এই সুইচে দুটি সেটিংস রয়েছে। একটি ম্যানুয়াল ও আরেকটি স্বয়ংক্রিয় বা অটোমেটিক। স্বয়ংক্রিয় পদ্ধতিটি চালু করা হলে তিন সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয় বিছানা গোছগাছের কাজ শুরু হয়। মাত্র ৫০ সেকেন্ডের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে গোছনো হয়ে যায় বিছানাটি।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন