অ্যাপলের আইওএস-নির্ভর পণ্যগুলোর জন্য মাইক্রোসফট অফিস সফটওয়্যার
প্যাকেজটি এ বছরের নভেম্বরে উন্মুক্ত হচ্ছে। মাইক্রোসফটের নির্ভরযোগ্য
একটি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করেছে এনডিটিভি।
এদিকে টাইম অনলাইন জানিয়েছে, অ্যাপলের বিভিন্ন ডিভাইসের জন্য অফিস সুইটের নতুন সংস্করণ তৈরির কাজ করছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফটের এই নতুন সংস্করণের অফিস প্যাকেজটি আইপ্যাড এবং নতুন ম্যাক সংস্করণ ছাড়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমেও কাজ করবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপলের পণ্যের জন্য মাইক্রোসফট অফিস পণ্য আসছে এমন তথ্য ফঁাস হয়েছিল। আইপ্যাডে অফিস আসছে-এমন গুজব ছড়ালেও মাইক্রোসফটের এক মুখপাত্র তা অস্বীকার করেছিলেন। তিনি এ-বিষয়ক গুজবে কান না দিতেই পরামর্শ দিয়েছিলেন।
দ্য ডেইলির তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসকে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছিলেন, `দ্য ডেইলিতে ফাঁস হওয়া খবরটি গুজব ও অনুমান-নির্ভর। এ ছাড়া আমরা আর কোনো মন্তব্য করছি না।' তিনি আরও বলেন, `দ্য ডেইলিতে ফাঁস্ হওয়া আইপ্যাডে মাইক্রোসফট অফিসের নামে যে ছবিটি দেওয়া হয়েছে, সে ছবিও মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারের নয়।'
এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের তৈরি `ওয়ান নোট' নামের একটি অ্যাপ্লিকেশন যোগ হওয়ার ফলে খবর ছড়িয়েছিল, অ্যাপলের পণ্যে কর্তৃপক্ষ পরবর্তীকালে মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি যোগ করবে। মাইক্রোসফট বিষয়টি গোপন করার চষ্টো করলেও এ নিয়ে তারা অনেক দূর এগিয়েছে।
এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের সফটওয়্যারের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে তোলপাড় উঠলেও এ বিষয়ে একেবারেই মুখ বন্ধ করে রেখেছে অ্যাপল।
জানা গেছে, কেবল অ্যাপল পণ্যের জন্যই মাইক্রোসফটের এই সফটওয়্যারটি উন্মুক্ত হবে। প্রযুক্তি বিশে্লষকেরা বলছেন, অ্যাপল পণ্যে মাইক্রোসফট এলে তা প্রযুক্তি বিশ্ব স্বাগত জানাবে।Suvro
এদিকে টাইম অনলাইন জানিয়েছে, অ্যাপলের বিভিন্ন ডিভাইসের জন্য অফিস সুইটের নতুন সংস্করণ তৈরির কাজ করছে মাইক্রোসফট কর্তৃপক্ষ। মাইক্রোসফটের এই নতুন সংস্করণের অফিস প্যাকেজটি আইপ্যাড এবং নতুন ম্যাক সংস্করণ ছাড়া উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেমেও কাজ করবে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে অ্যাপলের পণ্যের জন্য মাইক্রোসফট অফিস পণ্য আসছে এমন তথ্য ফঁাস হয়েছিল। আইপ্যাডে অফিস আসছে-এমন গুজব ছড়ালেও মাইক্রোসফটের এক মুখপাত্র তা অস্বীকার করেছিলেন। তিনি এ-বিষয়ক গুজবে কান না দিতেই পরামর্শ দিয়েছিলেন।
দ্য ডেইলির তথ্য ফাঁসের পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক টাইমসকে মাইক্রোসফটের এক মুখপাত্র জানিয়েছিলেন, `দ্য ডেইলিতে ফাঁস হওয়া খবরটি গুজব ও অনুমান-নির্ভর। এ ছাড়া আমরা আর কোনো মন্তব্য করছি না।' তিনি আরও বলেন, `দ্য ডেইলিতে ফাঁস্ হওয়া আইপ্যাডে মাইক্রোসফট অফিসের নামে যে ছবিটি দেওয়া হয়েছে, সে ছবিও মাইক্রোসফটের তৈরি সফটওয়্যারের নয়।'
এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের তৈরি `ওয়ান নোট' নামের একটি অ্যাপ্লিকেশন যোগ হওয়ার ফলে খবর ছড়িয়েছিল, অ্যাপলের পণ্যে কর্তৃপক্ষ পরবর্তীকালে মাইক্রোসফটের অফিস সফটওয়্যারটি যোগ করবে। মাইক্রোসফট বিষয়টি গোপন করার চষ্টো করলেও এ নিয়ে তারা অনেক দূর এগিয়েছে।
এদিকে আইপ্যাডে মাইক্রোসফটের সফটওয়্যারের যুক্ত হওয়ার বিষয়টি নিয়ে তোলপাড় উঠলেও এ বিষয়ে একেবারেই মুখ বন্ধ করে রেখেছে অ্যাপল।
জানা গেছে, কেবল অ্যাপল পণ্যের জন্যই মাইক্রোসফটের এই সফটওয়্যারটি উন্মুক্ত হবে। প্রযুক্তি বিশে্লষকেরা বলছেন, অ্যাপল পণ্যে মাইক্রোসফট এলে তা প্রযুক্তি বিশ্ব স্বাগত জানাবে।Suvro
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন