বুধবার, ১৩ জুন, ২০১২

সাত বছরে ইউটিউব

বিশ্বসেরা ভিডিও দেখার ওয়েবসাইট ইউটিউব www.youtube.com) সাত বছরে পা দিল। জনপ্রিয়তার দিক দিয়ে শীর্ষে থাকা এ ওয়েবসাইটে বর্তমানে প্রতি মিনিটে ৭২ ঘণ্টা ভিডিও আপলোড করা হয়! এ ছাড়া প্রতি মিনিটে তিন দিনের সমান ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। প্রতিদিন ৪০০ কোটি ভিডিও দেখা হয় সাইটটিতে। ২০০৫ সালে চালু হওয়া ভিডিও দেখার এ সাইট ২০০৬ সালে কিনে নেয় বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল।
প্রতি মাসে ৩০০ কোটি ঘণ্টা এ সাইটে অতিবাহিত করেন ব্যবহারকারীরা এবং বিশ্বের বর্তমানে ৮০ কোটি মানুষ নিয়মিত ইউটিউবে ভিডিও দেখেন। জনপ্রিয় এ ভিডিও ওয়েবসাইটটির সহ-প্রতিষ্ঠাতা বাংলাদেশি জাওয়েদ করিম প্রথম ‘মি অ্যাট দ্য জো’ নামের একটি ১৯ সেকেন্ডের ভিডিও দিয়ে শুরু করেন ইউটিউব। গত বছরে ইউটিউব ১ ট্রিলিয়ন বার দেখার রেকর্ড করে। ইউটিউবের এক মুখপাত্র বলেন, ‘আমরা দারুণ গতিতে এবং দারুণভাবে এগিয়ে যাচ্ছি।
ব্যবহারকারী নানা ধরনের ভিডিও প্রতিনিয়ত আপলোড করে চলছেন, যা আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে। ইউটিউবের এ অগ্রযাত্রায় দারুণ অগ্রগতি হলেও এখন পর্যন্ত সে পরিমাণ লাভের মুখ দেখেনি গুগল। তবে বিশ্বের ভিডিও দেখার সেরা সাইট হিসেবে ইউটিউবের এ অগ্রযাত্রার সঙ্গে লাভের পরিমাণ যুক্ত করতে গুগল বেশ কিছু উদ্যোগ নিচ্ছে বলে জানা গেছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, ইউটিউবের ক্রমাগত জনপ্রিয়তাই বলে দিচ্ছে ঠিক পথেই এগোচ্ছে সাইটটি। —ম্যাশএবল ও সিনেট অবলম্বনে Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন