বুধবার, ১৩ জুন, ২০১২

নতুন `ব্রাউজার' আনছে ফেসবুক

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবারে যোগ দিচ্ছে ব্রাউজার দৌড়েও। এক খবরে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, শিগগির ফেসবুকযুক্ত নতুন ব্রাউজার উন্মুক্ত করবেন মার্ক জাকারবার্গ।
মাইক্রোসফটের ইন্টারনেট এক্সপ্লোরার, গুগলের ক্রোম, মোজিলার ফায়ারফক্সের পাশাপাশি ইয়াহু সম্প্রতি `অ্যাক্সিস' নামের একটি ব্রাউজার নিয়ে হাজির হয়েছে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, এবার এ তালিকায় যুক্ত হতে যাচ্ছে ফেসবুকের নামও।
পকেট-লিন্ট নামের একটি প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ফেসবুকের ঘনিষ্ঠ এক সূত্রের বরাতে জানিয়েছে, ফেসবুক অপেরা সফটওয়্যারটি কিনে নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে। অপেরা ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, অপেরা ব্রাউজার কিনে ফেসবুকের জন্য আলাদাভাবে নতুন ব্রাউজার তৈরি করবেন জাকারবার্গ। নতুন ব্রাউজারটি থাকবে ফেসবুক ডিফল্ট, মেনু বার প্লাগ ইন; যা ফেসবুক ব্যবহারকারীর জন্য এক দারুণ অভিজ্ঞতাই হবে।Suvro

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন