
অত্যন্ত পাতলা ও নমনীয় কাচ উদ্ভাবন করেছে নিউইয়র্কভিত্তিক টাচস্ক্রিন-নির্মাতা কর্নিং। নমনীয় এই পাতলা কাচ স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটারের ডিসপ্লে হিসেবে ব্যবহার করা যাবে। বিবিসি জানিয়েছে, নতুন এই নমনীয় কাচ ব্যবহার করে পণ্যের যেকোনো রূপ দেওয়া সম্ভব হবে। অর্থাত্ সমতল আকারের পণ্যের পাশাপাশি গোলাকার পণ্যও তৈরি করা যাবে। কর্নিংয়ের তৈরি নতুন এই কাচের নাম ‘উইলো গ্লাস’।
ডিসপ্লে হিসেবে ব্যবহূত গোরিলা ব্র্যান্ডের ডিসপ্লের জন্য অধিক পরিচিত কর্নিং। কর্নিংয়ের দাবি, গোরিলা গ্লাসের চেয়েও পাতলা ও টেকসই হবে উইলো গ্লাস। গোরিলা গ্লাসের পুরুত্ব ০.৮ মিলিমিটার। আর উইলো গ্লাসের পুরুত্ব ০.৫ মিলিমিটারেরও কম।
কর্নিং জানিয়েছে, কাগজের মতো পাতলা উইলো গ্লাসযুক্ত পণ্যটি হালকা এবং টেকসই হবে। পাশাপাশি দ্রুত সাড়া দেওয়ার ক্ষমতা পাবে।
বোস্টনে অনুষ্ঠিত ‘সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লে’স ডিসপ্লে উইক’ শীর্ষক প্রদর্শনীতে উইলো গ্লাস দেখিয়েছে কর্নিং।
কর্নিংয়ের উইলো গ্লাস প্রকল্পের পরিচালক দীপক চৌধুরী জানিয়েছেন, স্মার্টফোন, ট্যাবলেট ছাড়াও নতুন ধরনের প্রযুক্তিপণ্যের ক্ষেত্রেও উইলো গ্লাস ব্যবহার করা যাবে।
কর্নিংয়ের তৈরি গোরিলা গ্লাসের বিকল্প হিসেবেই উইলো গ্লাস ব্যবহার শুরু হবে বলেই আশা করছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, বর্তমানে ৫০০-এরও বেশি পণ্যে গোরিলা গ্লাস ব্যবহূত হচ্ছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন